নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার বছরের পুরনো সেই রাতের পুরনো অনেক কাব্যিক কথা

বাকের ভাই রিটার্ন

আমি মনে করি নিজের সম্পর্কে লেখার মত বয়স,সময় বা যোগ্যতা কোনটাই আমার এখনও হয় নি ।তাই কিছু না লেখাই ভাল নয় কি ।তবে ব্লগে এসে একেবারে কিছু না লিখলে কেমন হয় ।আসলে নামটা দেইভাবে দেয়ার উদ্দেশ্য হল শুধু বাকের ভাই নামে তো অনেকেই আছে তাই শেষে রিটার্ন লাগিয়ে নিজে থেকে একটু ভিন্নতা দেয়ার ট্রাই করলাম ।তেমন ভাল কিছু আমার মাঝে নেই ।মারাত্মক বদরাগী আর ডানপিটে স্বভাবের ছেলে ।সত্যের ক্ষেত্রে নিজের বাপকেও ছাড় নেই ।এই তো অবসর সময়ে আসলে বর্তমানে সারাটা দিনই আমার অবসর বলে বিবেচিত ।সারাদিন ভার্চুয়ালেই কেটে যায় ।আর এটা ছাড়া কাজ বলতে আমার প্রিয় কিছু কবুতর রয়েছে তাদের সাথে দিনে তিনবার সময় কাটানো,খাবার দেয়া কিছুক্ষন খেলা করা ।এই তো ফেবু আর কবুতর এই নিয়েই আমার সারা বেলা ।আপ্তত এইটুকুই থাক ।সময়ে অসময়ে পরিবর্তন হবে বলে আশাবাদি ।

বাকের ভাই রিটার্ন › বিস্তারিত পোস্টঃ

ধর্ম নিয়ে বাড়াবাড়ি যা বলা হয়েছে বিদায় হজ্জে তা নিয়ে কিছু কথা।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০১

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ),
বিদায় হজ্জের ভাষনে ইসলামকে পরিপূর্ণতা এনে দিয়ে গেছেন।
কিন্তু বর্তমানে এই ইসলাম কে কিছু ভন্ড ধর্মের লেবাসদারী নাম মাত্র মুসলমান যারা কিনা আজকে ফযরের নামাজটুকু পরেছে কিনা তার কোন হদিস নেই তারা ইসলাম রক্ষার জন্য মরিয়া হয়ে উঠেছে।একটা ইসলামিক সংগঠন আরেকটা ইসলামিক সংঘটনকে দেখতে পারে না।এছাড়াও রয়েছে নামে বেনামে অনেক ইসলামী সংঘটন যাদের একজনের সাথে আরেকজনের মতের মিল নেই।আরে ভাই ইসলাম আপনাদের মতের সৃষ্টি করা ধর্ম নয় কেন বুঝেও বুঝেন না।
যাক বক বক না করে আসল কথায় আসি।
আসুন মহানবী (সাঃ) এর বিদায় হজের ভাষন এর ভাষন এর কিছু অংশ দেখে নেই।
যা পড়লে আপনি খুব সহজেই বুঝবেন ধর্মের নামে করা তাদের এই রাজনীতি মানুষ হত্যা ভন্ডামী কিংবা ক্ষমতার লোভ ছাড়া কিছুই না।

নবীজী ধর্ম সম্পর্ক এ বলেছেন
সাবধান! ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করো না। এই বাড়াবাড়ির ফলে তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গেছে।
"
কিন্তু কথা হচ্ছে ওখন সেটাই বেশি করে হচ্ছে।ধর্মের ধোহাই দিয়ে নিরীহ মানুষ গুলোকে বলির পাঠা বানানো হচ্ছে।"

তোমরা ধর্মভ্রষ্ট হয়ে পরস্পর পরস্পরের সংগে ঝগড়া ও রক্তপাতেলিপ্ত হয়ো না। তোমরা পরস্পর পরস্পরের ভাই।

কি আমার জামাত-শিবিরের ভাইয়েরা নবীজির বানীগুলা কি চোখে পরে না নাকি মগজ ধোলাই হওয়ার সাথে সাথে এগুলাও গেছে"

নবীজি তার ভাষনে প্রকৃত মুসলমান সম্পর্ক এ বলেছে

মুসলমান ঐ ব্যক্তি। যার মুখ ও হাত থেকে অন্যান্যরা নিরাপদ থাকে। ঈমানদার বিশ্বাসী ঐ ব্যক্তি-যার হাতে সকলমানুষের ধন ও প্রাণ নিরাপদ থাকে। ঐ ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারেনা যে দুবেলাপেট পূর্ণ করে আহার করে, আর তার প্রতিবেশী অনাহারে থাকে। ঐ ব্যক্তি মুসলমান হতে পারেনা-যখন সে নিজের জন্য যা পছন্দ করে, তা অন্যের জন্যেও পছন্দ করে না।
.
"এখন নিরাপদ তো দূরের কথা মাদ্রাসাগুলাতে কচি কচি ছেলেগুলোকে ধর্ম শিক্ষা দেয়ার আগে শিখানো কিভাবে জিহাদ করতে হবে,চাপাতির সংজ্ঞা কি?"

তোমরা হিংসা- বিদ্বেষ ত্যাগ কর। কেননা আগুন যেমন জ্বালানী কাঠকে ভষ্মীভূত করে। হিংসা তেমনি মানুষের সৎ গুণকে ধ্বংস করে।

এই যে কথিত মুসলিম ভাইজানেরা কি বুঝলেন।আপনাদের জিহাদের মূল উদ্দ্যেশ্যটা যে কি এটা আসলে মানুষ পূর্বে থেকেই জানে তবুও আজকে আবার প্রমানসহ একটু মনে করে দিয়ে গেলাম।

বিঃদ্রঃ-দয়া করে কেহ ত্যানা প্যাচাইবেন না।কোন প্রশ্ন থাকলে করতে পারেন চেষ্টা করব সঠিক উত্তর দেয়ার।আর হ্যা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এটা লেখা আমি কোন ইসলামিক স্পেশালিষ্ট নই।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.