নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঋষিলিপি

বাঙালী ঋষি

Cogito, Ergo Sum

বাঙালী ঋষি › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা, একটি আনন্দ।

২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২০

২৬শে মার্চ!
এটি সেই দিন যেদিন পৃথিবীর মানচিত্রে আমাদের স্বাধীন অস্তিত্বের লড়াই শুরু হয়েছিল। আজ রাতের প্রথম প্রহরেই নাকি ঘোষণা হয়েছিল,

"This may be my last message, from today Bangladesh is independent.
I call upon the people of Bangladesh, wherever you might be and whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved."


ঘোষণা কে দিয়েছিল সেটা আমার কাছে বড় ব্যাপার না। ঘোষণা যেই দিক, সেই ঘোষণাই তো সেদিন বাংলার দামাল ছেলেদের শিরা উপশিরায় প্রবাহিত হয়েছিল ভবিষ্যৎ প্রজন্মকে একটি স্বাধীন দেশ উপহার দেবার তাড়না। তারা পেরেছিল। পাক হানাদার বাহিনীর কাছে থেকে এক টুকরো লাল সবুজ কাপড় কেড়ে নিতে, যাতে তারা তাদের মাতৃভূমির লুণ্ঠিত সম্ভ্রম ঢাকতে পারে।
আমি বায়ান্ন দেখিনি, দেখিনি ঊনসত্তর, একাত্তরেও জন্ম হয়নি আমার। তবে আমি ইতিহাস পড়েছি, পড়েছি বলেই জানি,

"The people of Bangladesh have proved to the world at large that they are a heroic nation; they know how to achieve their right and live like human beings.
We have achieved our independence. So long a Bengali lives; he will not allow this independence to be lost. Bangladesh will continue to exist as an independent country in history. There is no power on earth which can keep Bangladesh under subjugation.
-/Bangabandhu"


আজ যখন চারপাশে তাকিয়ে দেখি, হাসি পায়। এই নাকি আমাদের সাহসিকতা। একেই নাকি বলে স্বাধীনতা। হাস্যকর...
আমাদের স্বদেশপ্রীতি আজ শুধু সামাজিক যোগাযোগ আর চায়ের কাপের মাঝেই সীমাবদ্ধ। একজন যদি এগিয়ে আসে, দশজন পেছনে সরে যায়। দেশকে বাচানো থেকে, দেশের সম্ভ্রম বাচানো থেকে তাদের কাছে বৌয়ের আচলই বেশী নিরাপদ মনে হয়। “দেশ যেদিকে যায় যাক, আমার মাস শেষে বেতন বৌয়ের হাতে তুলে দিতে পারলেই আমার দায়িত্ব শেষ”। আমার নিজের কানে শোনা, তার সাথে আরও কয়েকজন সায় দিল। বাহ, এটাই তো স্বাধীনতা তাই না? স্বাধীনতার ভালই সদ্ব্যব্যাবহার করছি আমরা। আফসোস লাগে যখন ঐসব গাধাদের সাথে সাথে নিজেও গাধা হয়ে যাচ্ছি।
শুধু একটা কথাই বলব, যুদ্ধ এখনো শেষ হয় নাই। বাংলা স্বাধীন হয়েছে, কিন্তু বাংলার মানুষ আজও স্বাধীন হতে পারে নাই। কবে হবে কে জানে... তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। আজ রাতে তাই এই শপথই নিলাম।

“Upon my sacred honor i shall fight to the death to remain free. No one shall govern me. I shall submit to no authority there is no question in this matter. I shall always refuse to obey. I shall face my enemy squarely when he attacks. I shall counter-attack when he rests. I shall press the battle and when the time comes that i face my final departure. I shall take my enemy with me for he is a creature without mercy and he deserves none.”

স্বাধিকার সংগ্রাম থেকেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আজ যদি সেই জাতীয়তাবাদী চেতনা বিসর্জন দিয়ে অপ-সংস্কৃতির অনুকরণ করি তা আমাদের চরম দীনতা ও নৈতিক পরাজয়। আমাদের বিশ্বায়নের প্রয়োজন নেই, প্রয়োজন বাংলায়ন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: পথে ঘাটে মানুষকে মারছে পুলিশ।
পুলিশের মাইর খাইতে রাজি না মানুষ।
মানুষ প্রতিবাদ করেন।
নিপীড়ন বন্ধ করেন, সরকার।

করোনার দিনে প্রথম কাজ সন্দেহ হইলেই পরীক্ষা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পয়লা নম্বরে এইটারেই গুরুত্ব দিছে।

২৮ শে মার্চ, ২০২০ রাত ১২:০৭

বাঙালী ঋষি বলেছেন: সরকার আর কিইবা করবে। তারা তো কন আর্জিই শুনে না। তারা একটা প্রথাতেই বিশ্বাসীঃ মাইরের উপর ঔষধ নাই। তাই তারা পিটায়াই করোনা দূর করবে।

২| ২৭ শে মার্চ, ২০২০ রাত ১০:৪৩

নেওয়াজ আলি বলেছেন: মরণের স্বাধীনতা এই সময় প্রয়োজন

২৮ শে মার্চ, ২০২০ রাত ১২:০৮

বাঙালী ঋষি বলেছেন: সেই স্বাধীনতাও আছে কি না সন্দেহ।

৩| ২৭ শে মার্চ, ২০২০ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: করোনায় গৃহবন্দি হলেও আমরা স্বাধীন। স্বাধীনতার স্বাদ আনন্দের।

২৮ শে মার্চ, ২০২০ রাত ১২:০৯

বাঙালী ঋষি বলেছেন: সেটাই ভাই। মন তো মুক্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.