নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভুলে যাই ভুল

৩০ শে জুন, ২০২৫ সকাল ৯:৪৩



একসময় লিখতাম দিনলিপি।
বিধি লেখেন বিধিলিপি আর আমি লিখতাম দিনলিপি!
আগলে রাখতে শিখিনি বা এটা আজন্ম অক্ষমতা।
তবে অপহৃত অথবা বেমালুম নিখোঁজ দিনলিপিপূর্ণ ২২ খণ্ড ডায়েরি
একদিন হয়তো বা হয়তো না, দরোজায় কড়া নেড়ে ভাঙাবে আমার সবুজ ঘুম!
এদিকে ঘনিয়ে আসছে নীলঘুম মওসুম।

প্রয়াত এক সব্যসাচি লেখক আজ থেকে ২৬ বছর আগে
কথাচ্ছলে যৎকিঞ্চিত অহঙ্কার প্রদর্শনপূর্বক বলেছিলেন,
আমার দিনলিপির কোথাও 'আমি' নেই!
তারও আগে আমি লিখেছিলাম 'আমিহীন দিনলিপি।'
আর পূর্ণ করেছিলাম দশ সহস্রাধিক হলুদাভ খাম!
এরমধ্যে একজনই বিমূর্ত শুভাকাঙ্ক্ষী অপহৃত হবার আক্ষেপে কেঁদেছিল মেকিকান্না!

ভুলে ভুল ভুলে ভরা ভুল ভূলুণ্ঠিত ভাবনাসকল-
তারপরও ভুলে যাই ভুল!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২৫ সকাল ৯:৫৪

কামাল১৮ বলেছেন: কবিতার দিকে মনোযোগ দিলেন মনে হয়।

৩০ শে জুন, ২০২৫ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: আমি সব দিকে মনযোগ দিতে গিয়ে আঊলায়ে ফেলি।

২| ৩০ শে জুন, ২০২৫ সকাল ১০:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার কবিতা লেখা দেখে আমার খুব ভালো লাগছে। চালিয়ে যান থামবেনা।

৩০ শে জুন, ২০২৫ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।

৩| ৩০ শে জুন, ২০২৫ সকাল ১০:২০

বাকপ্রবাস বলেছেন: আগলে রাখতে শিখিনি এটা দারুণ অক্ষমতা

আমার দিনলিপির কোথাও 'আমি' নাই

লাইনগুলো দারুণ

৩০ শে জুন, ২০২৫ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। জয় বাংলা।

৪| ৩০ শে জুন, ২০২৫ সকাল ১১:০৪

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর কবি অনুপ্রেলনা

৩০ শে জুন, ২০২৫ সকাল ১১:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ৩০ শে জুন, ২০২৫ সকাল ১১:০৭

সৈয়দ কুতুব বলেছেন: চালিয়ে যান।

৩০ শে জুন, ২০২৫ সকাল ১১:৫২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৬| ৩০ শে জুন, ২০২৫ সকাল ১১:৩৭

রানার ব্লগ বলেছেন: আপনার মতলব খানা কি? আমাদের পেটে লাথি মারা!?

৩০ শে জুন, ২০২৫ সকাল ১১:৫২

রাজীব নুর বলেছেন: হে হে---
কি যে বলেন!!!

৭| ৩০ শে জুন, ২০২৫ বিকাল ৪:৫৪

ওমর খাইয়াম বলেছেন:




পাঠক কি করে এই ধরণের কবিতাকে নিজের জীবনের সাথে মিলাবে? নাকি কবিতায় শুধু কবির নিজস্ব কথা?

৩০ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:১০

রাজীব নুর বলেছেন: কবিতায় কবির নিজস্ব কথা।
তবে কারো কারো সাথে কিছুটা মিলে যেতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.