নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

BANGLADESHBEST1

ফািরয়া

I LOVE MY COUNTRY

ফািরয়া › বিস্তারিত পোস্টঃ

প্লিজ সবাই এগিয়ে আসুন আমাদের বাংলাদেশটা যেন পাকিস্তান অথবা আফগানস্তানের মত না হয়ে যায়।

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০

দেশ এর যে অবস্থা তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ কি আর বাংলাদেশ থাকবে? নাকি পাকিস্তান হয়ে যাবে? বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম এইসব গ্রুপগুলা যা শুরু করেছে তাতে বোঝা যাচ্ছে যে এরা সবাই মিলে চাচ্ছে বাংলাদেশ যেন আবার পূর্ব-পাকিস্তান হয়ে যায়। খালেদা জিয়া নিজেই বগুড়া গিয়ে বলেছেন সাঈদী, কাদের মোল্লা, সাকা চৌধুরীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপি কি ক্ষমতার লোভটা একটুও ছাড়তে পারছে না দেশ এর মঙ্গলের কথা চিন্তা করে? নাকি খালেদা জিয়ার কাছে দেশের চেয়ে খমতা বড়?

আমাদের দেশে কিছু উন্মাদ শ্রেণীর লোক আছে যারা না বুঝে নাস্তিক-আস্তিক বলে লাফালাফি করছে। তারা নিজেরাও জানে যে কে নাস্তিক আর কে আস্তিক। কারো সম্পর্কে না জেনে নাস্তিক বলাটা কি ইসলামে আছে?

যাই হোক, যারা বুঝার তারা এমনেতেই বুঝতে পারছে যে এই নাস্তিক-আস্তিক কলহ ব্যবহার করে বিএনপি-জামাত ক্ষমতায় যেতে চাচ্ছে।

আমাদের একতাই সমস্যা আমরা অতীত ভূলে যাই। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত কতগুলো বোমাবাজী হয়েছে, কতগুলো মানুষ প্রাণ হারিয়েছে তা আমরা সবাই ভূলে গেছি।

সিনেমাহল, কোর্ট, মার্কেট এমনকি পহেলা বৈশাখে উদীচির বর্ষবরণ অনুষ্ঠানেও তারা বোমা মেরে মানুষ হত্যা করেছে। বর্তমান সরকারের দোষ কি দ্রব্যমূল্যের উর্ধগতি আর দুর্নিতী??

আমার তো মনে হয় না যে গরীব হয়ে থাকার চেয়ে বোমার আঘাতে মরে যাওয়া ভাল !

প্লিজ আসুন সবাই বাংলাদেশ বোমাবাজী আর সন্ত্রাসের হাত থেকে রক্ষা করি। আমাদের সাধারণ জনগনের উচিত যে কোন উপায়ে বিএনপি-জামাত আর হেফাজতে ইসলামকে আটকানো। তারা যেন কোন ভাবেই ক্ষমতায় যেতে না পারে। কারণ তারা ক্ষমতায় যাওয়া মানেই বাংলাদেশ আবার পুর্ব-পাকিস্তান হয়ে যাওয়া। তাই সরকারকে অনুরোধ করছি আমাদের বাংলাদেশ কে দয়া করে বাঁচান, সেটা যে কোন উপায়েই হোক।।



জয় বাংলা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩২

এসএমফারুক৮৮ বলেছেন: শুভ নববর্ষ।

২| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩

উদাসী স্বপ্ন বলেছেন: এই পোস্ট স্টিকি করা হোক

৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫

ফািরয়া বলেছেন: Vaia ami to onno kaw k comment e korta pari naa....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.