নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমই আমার অস্ত্র

আমি মুসলমান।

নূরুল হুদা (শান্ত)

পেশায় সাংবাদিক....

নূরুল হুদা (শান্ত) › বিস্তারিত পোস্টঃ

মাও আশ্রাফ আলী থানভীর জ্ঞান ছিল পশু পাগল ও শিশুর মত!!!!!!!!

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৬



দেওবন্দ গুরু মাও আশ্রাফ আলী থানভীর জ্ঞান ছিল পশু, পাগল ও শিশুর মত? কি ভুল বললাম। কখনই না। কারণ সে তার বইয়ে কি বলেছে দেখেন:

নবীর (হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর) যদি কিছু ইলমে গায়েব থেকেও থাকে তাহলে এতে তাঁর বিশেষত্ব কী? এমন ইলমে গায়েব তো সকল চতুষ্পদ জন্তু, পাগল ও শিশুরও আছে। নাঊযুবিল্লাহ! (আশ্রাফ আলী থানবী, হিফজুল ঈমান, পৃষ্ঠা ৭)



হিফজুল ঈমান কভার পেইজ:





হিফজুল ঈমান, পৃষ্ঠা ৭ (দাগ দেয়া অংশ)



মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

ই এইচ মািনক বলেছেন: মাও আশ্রাফ আলী থানভীর চেয়েও বড় আলেম নূরুল হুদা (শান্ত)

বি:দ্র: বডু তুমি তার নখের ময়লার যোগ্য হতে পারবেনা

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

নূরুল হুদা (শান্ত) বলেছেন: দেওবন্দীদের বৈশিষ্ট একটাই, তারা আল্লাহর পুজারী নয়, মুরব্বী পূজারী। মূরব্বীরা যদি বলে ময়লা খাওয়া ভাল, তাহলে তারা ময়লা খাওয়াকেই পক্ষেই অন্ধ যুক্তি পেশ করে যাবে।

২| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

ই এইচ মািনক বলেছেন: মুরুব্বিকে কেন মানে জানো???

তোমরা তো মুরুব্বি না মানা বেয়াদব। বড়দের সন্মান করতে জাননা

০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

নূরুল হুদা (শান্ত) বলেছেন: নবীজির জ্ঞান পশু শিশু পাগলের মত বলল গায়ে লাগল না, কিন্তু থানভীর জ্ঞান নিয়ে কথা বলতে গায়ে লাগল!!! এই তো দেওবন্দগুলোর হাক্বিকত।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯

তাজদীদ বলেছেন: যে ব্যাক্তি ঈমানের মূল নবীজী সম্পর্কে এমন অশ্লীল আপত্তিকর বক্তব্য দিতে পারে সে বাহ্যিক দিক থেকে কতবড় আলেম জানিনা তবে সে কষ্মিনকালেও না মুসলমান না। তার ঈমান-ই নেই, এলেম দিয়ে আর কি হবে। সে আলেম হলেও ইবলিসের মতোই আলেম। ইবলিস যেমন ছয়লক্ষ বছর ফেরেশতাদের তালিম দিয়ে নবীকে না মানার কারণে বিতারিত, ঠিক এসব কথিত আলেমও যারা নবীজীর ইলমকে পাগল ও শিশুর মতো বলতে পারে তারা ইসলাম থেকে বিতাড়িত। কাট্টা কাফের। চির জাহান্নামী।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২

বিদ্রোহী২০০৩ বলেছেন: لَعْنَةَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ
মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিশম্পাত। সূরা আলে ইমরান-৬১

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

পূরান পাগল বলেছেন: মিথ্যাবাদী কোথাকার X( X( X( X(

৬| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৫:২৮

নড়াইলের ছেলে বলেছেন: তাজদীদ বলেছেন: যে ব্যাক্তি ঈমানের মূল নবীজী সম্পর্কে এমন অশ্লীল আপত্তিকর বক্তব্য দিতে পারে সে বাহ্যিক দিক থেকে কতবড় আলেম জানিনা তবে সে কষ্মিনকালেও না মুসলমান না। তার ঈমান-ই নেই, এলেম দিয়ে আর কি হবে। সে আলেম হলেও ইবলিসের মতোই আলেম। ইবলিস যেমন ছয়লক্ষ বছর ফেরেশতাদের তালিম দিয়ে নবীকে না মানার কারণে বিতারিত, ঠিক এসব কথিত আলেমও যারা নবীজীর ইলমকে পাগল ও শিশুর মতো বলতে পারে তারা ইসলাম থেকে বিতাড়িত। কাট্টা কাফের। চির জাহান্নামী। Sohomot

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২০

জুবায়েদ হোসেন বলেছেন: এই কথা কোন প্রেক্ষিতে বলা হয়েছে তা আগে জানা দরকার। আজাইরা প্যাঁচাল এর দরকার কি???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.