![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মালালার জন্য নোবেল চাই
পালিত হচ্ছে মালালা দিবস
টাইমের পারসন অব দ্য ইয়ার: ওবামার পরই মালালা
মালালার নামে শিক্ষা তহবিল
মালালা স্কুল
মালালার নামে কলেজ
মালালা স্কুলগামী শিশুদের প্রেরণা
এবং-------
বাংলাদেশের আচরণ বিড়ালের মত : মালালা
--------------------------
**** মালালাকে পশ্চিমা হানাদার গোষ্ঠীর হাইলাইট করার উদ্দেশ্য, মুসলমান বর্বর এবং নারী শিক্ষার বিরোধী জাতি তা প্রমাণ করা। ( যদিও ইসলাম কখনই নারী শিক্ষার বিরোধী নয়, বরং শিক্ষা অর্জন করা ফরজ)
**** বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে যাবে না, এটাও ওপারের দাদাদের ঘোলা পানিতে মাছ শিকার।
হুজুগে মাতাল বাঙালী জাতি!!!!!!বুঝিয়া লাফাইয়ো বাঙালী, লাফাইয়া বুঝিয়ো না........
২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯
মাসুম মিয়া বলেছেন: একটা ব্যাপারে আমার কনসেপ্ট কিলিয়ার- আমরিকানরা যারে পুরস্কার দেয়, যার প্রশংসা করে, যার পাশে দাড়ায় তারা আর যাই হোক ইসলামের বিরুদ্ধে কোন কিছু কইরা দেখাইছে। পারফেক্ট এক্সাম্পল- সুদখোর ইউনুস। তবে মালালারে দিয়াও আমেরিকার স্বার্থ আছে। এইটা একদম হাচা কথা।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
তাসজিদ বলেছেন: মালালাকে পশ্চিমা হানাদার গোষ্ঠীর হাইলাইট করার উদ্দেশ্য, মুসলমান বর্বর এবং নারী শিক্ষার বিরোধী জাতি তা প্রমাণ করা।
সহমত