![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.
নোংরা হলেও বাস্তব ।আজকাল অনেক ছেলে মেয়েদের মাঝে ভালবাসা মানে সেক্স ।
২/৩মাসের সর্ম্পকের পরই নাকি এটা প্রয়োজন হয়ে দাড়ায় ।
কিছু মাস বা ১/২বছর পর এমন এক পরিস্থিতি দাড়ায় , এক জিনিস কয়দিন ভাললাগে ? নতুন স্বাদের আশায় ভিন্ন মানুষ । কিন্তু এটা চরম ৯৯% ক্ষেত্রেএটা সত্য যে কোন স্বার্থ ছাড়া শারীরিক সর্ম্পকের পর কোন ছেলে ঐ মেয়েকে তার ঘরের বউ হিসেবে চায়না ।
_____________________________________________________
মেয়েদের বলছি , আধুনিক যুগে মন দিয়েছো বুঝলাম , একবার ভেবে দেখো তোমাকে বিয়ে করতে একটা ছেলের চাকরি জোগাড় ,পরিবারকে রাজি করানো ,মোহরানা ,বিয়ের খরচ ইত্যাদি কত ঝামেলা আর টাকার ব্যাপার , এর পর সে তোমাকে পাবে , এখন তুমি যদি তার আগেই তাকে সব দিয়ে দাও আর এত
ঝামেলা করতে কি তার মন চাবে ? বিয়ে না করে ২টা মিষ্টি কথায় সব হলে পাগলেও বিয়ে করবে না তোমাকে । লুনী আপুর কথাটা নোংরা লাগছে , নোংরা না নগ্ন বাস্তবতা যা তুমি এখন দেখতে চাচ্ছনা । নিজেকে সস্তা করো না ।
____________________________________________________
ছেলেদের বলছি , যে মেয়েটার ক্ষতি করছো , করো । একবার ভাবো , তোমার আদরের লক্ষি বোনটা কে যে কিনা আজ আবদার ধরেছে ভাইয়া আমার জন্য চটপটি আনিস , অনেক কষ্ট করে খুজে এক ভাল পাএ জোগার করলে তাকে সুখি দেখতে চাও । এখন সে এসে বললো ভাইয়া নেটে আমার ভিডিও আসছে । কেমন লাগবে তোমার ? তুমি ভাল না হলে আস্থা রাখো বিধাতার উপর তিনি তোমাকে ভাল কিছু দিবেন না । তিনি তো সব জানেন তাই না ।
____________________________________________________
কথা গুলো কে নিয়ে একবার ভাবো সবাই....................................
প্লিজ..............................
[লেখাটি আমার আজকের ফেসবুক স্ট্যাটাস ] থেকে লেখা
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: আমি সবার কথা বলি নাই ভাই, আমি সেই কয়েক জনের কথাই বলেছি।
কিন্তু সেই কয়েক জনের ভাইরাস আজ অন্য সবার মাঝে ছড়িয়ে যাচ্ছে.।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: আজকে ইজ্জতহারা দিনে কয়টা মে্য়ে গর্ভবতী হলো ? কিসের ভালবাসা দিবস ? এটাকে ইজ্জতহারা বললে কি খুব বেশী হবে ? সব বোগাস ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: আমিও আপনার সাথে একমন ভাইয়া।
হয়তোবা উন্নত মেডিকেল টেকনোলজি এর জন্য মেয়েরা গর্ভবতী নাও হয়ে পারে, তবে কত জন যে তাদের ভারজিনিটি হারাল তার কোন হিসাব নাইরে ভাই
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১
*কুনোব্যাঙ* বলেছেন: খুব সাজুগুজু কইরা দুইটা মেয়ে যাচ্ছে। চেহারা অনেক ক্লান্তির ছাপ। তার একটা মেয়ে দেখি বেশ খুড়িয়ে খুড়িয়ে হাটছে। ভাবলাম তার জুতা জোড়া হয়তো নতুন তাই সমস্যা হচ্ছে। জুতা জোড়া ভালো করে খেয়াল করে দেখলাম যে না জুতা জোড়া তার পুরানোই
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: হা হা হা...
যা বোঝার বুঝে নিয়েছি আমি। আগায়া দিলে তো এমন করেই খেতে হবে নাকি??????? :p
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫
নিষ্কর্মা বলেছেন: পুরুষ যে এক মেয়েতে তুষ্ট থাকবে না, এইটা জেনেই কি ৭০টা হুর দেওয়া হবে যারা কিনা প্রতিবার ব্যবহারের পরেই আবার নতুন হয়ে উঠবে? আর মুমিনদের বউদের জন্য ৭০টা পুরুষ থাকবে না? না কি তারা তাদের মুমিন স্বামীদের ঐটা করা দেখেই সময় পার করবে?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ভাই, আপনি কিসের মধ্যে কি টেনে আনলেন বলেন তো দেখি.।???????????????????
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২
পুংটা বলেছেন: আজ সন্ধ্যার আগে আগে রিক্সায় করে কোন রকমে কাকরাইল মসজিদ পেরিয়ে মোড়টা পেরুতেই কাঠ জ্যামে পড়ে গেলাম । সামনে কি যে হয়েছে বোঝা যাচ্ছে না। নেমে যাব কি না ভাবছি, এমন সময় পেছনের রিক্সায় আপুদের কথা ভেসে আসলো
। সাধারণত এই রাস্তায় রিক্সা থাকে না। কাছাকাছি মোট তিনটে রিক্সা। আপুরা বেশ জোরে জোরে আজকের দিনপঞ্জি আওড়াচ্ছিলেন। হালকা আড়ি পাতলাম
। আর শুনে ফেললাম আজকের দিনের হিট উক্তিটি...
.
.
.
১৪ ফেব্রুয়ারীর উক্তি : “ভাল ভদ্র একটা ছেলে দেখে প্রেম করলাম....... এখন দেখি ও শিবির করে।”
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: হা হা হা... ১৪ই ফেব্রুয়ারী এর বেস্ট উক্তি আমার কাছে
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
শেষ রাতের আঁধার বলেছেন: true....we don't know what we r going to be.....beast or man.....
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
সাদা রং- বলেছেন: রাস্তা চলাচলের সময় যা দেখি ভালোবাসার নামে, কোন দেশে আছি মাঝে মাঝে ভুলে যাই।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
নায়করাজ বলেছেন: সবাই নোংরামি করে না, কেউ কেউ করে।