![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.
ধানমন্ডি থেকে মতিঝিল যাচ্ছি মিডওয়ে বাসে খুব কাছাকাছি সিটে বসা অফিস গামী ভদ্রলোক দুই টাকা দামের কোন এক কাগজ কিনে কাগজের সিরোনামে যুদ্ধোপোরাধের বিচারের দাবি পক্ষে সশব্দে তার মতামত জানালেন তার প্রতিক্রিয়ায় আর সব যাত্রীরা নিরব সমর্থন জানালেও কেউ কোন মন্তব্য করেনি এমন সময় আপাদমস্তক শিবির লুক (শিবিরের খোচাদাড়ি,তাখনুর উপর প্যান্ট আর সকল বৈশিষ্ট্য সহ )এক রাজাকারের বাচ্চা হটাত্ত বলে বসলো ৩৬ বছর পড়ে বিচার চেয়ে লাভ কি ?
ব্যস্!
তার পরে গোটা বাস একসাথে যে প্রতিক্রিয়া দেখাল তা এক কথায় অভূতপূর্ব ,রাজনৈতিক কোন বিষয় যদি এমন আলোচনা ওঠে তবে তার একটা পক্ষ বিপক্ষ দাড়িয়ে যায় ।কিন্ত এবিষয়ে একসাথে বাসের সবাইকে যেভাবে সরব হতে দেখলাম তা কিনা রীতিমতো বিস্ফোরণ ।
বিষয়টা ক্রমেই এমন একটা পর্যায় চলে গেল যে কারও কথা কেউ শুনচ্ছে না সবাই বিষয়টা নিয়ে তার ক্ষোভ ঝাড়চ্ছে ।
তার তিব্রতা এমন পর্যায়ের যে তা মোটেই সুশীল ভাষায় নয় ।
আরো একধাপ এগিয়ে এক দাড়িওয়ালা মুরুব্বি দাড়িয়ে গেলেন এক পর্যায় আক্রমনাত্বক ভাবে রাজাকারের বাচ্চা দিকে এগিয়েও গেলেন মজার বিষয় কেউ তাকে থামালো না ।
অবস্থা বেগতিক দেখে বাসের ড্রাইভির মাঝ রাস্তায় বাস দাঁড় করিয়ে রাজাকারের বাচ্চারে তরাতারি নামিয়ে দিল তার সেই পালানোর দৃশ্য দেখ তখন ক্যাম্পাসের মিছিলে স্লোগানের মতো চিত্কার করে বলতে ইচ্ছা করছিল ।
"বাংলার মাটি,
দূর্জয় ঘাটি'
"রাজাকার আস্তানা ,
এই বাংলায় হবে না "
"জামাত শিবির রাজাকার ,
এই মূহুতে বাংলা ছাড়"
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: রাজাকার
বাংলা ছড়.।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩
সুলাইমান হাসান বলেছেন:
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: মন্তব্বের জন্য ধন্যবাদ...
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮
শের শায়রী বলেছেন: এ বাংলা আবার জেগেছে
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: এই জাগরণ ধরে রাখতে হবে...
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
সদা জাগ্রুক থাকুক এই বাংলাদেশ এই কামনা করি।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: মন্তব্বের জন্য ধন্যবাদ।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সাব্বাশ বাঙালী ......
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: এই আমাদের বাংলায় রাজাকারের ঠাই নাই
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
ব্লগার রানা বলেছেন: সাব্বাস্ বাঙালী
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: মন্তব্বের জন্য ধন্যবাদ।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৮
এ হেলাল খান বলেছেন: ইয়েস এই জাগরন ধরে রাখতে হবে। পোষ্টে +++
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: মন্তব্বের জন্য ধন্যবাদ।
হম। আমাদের এই জাগরণ ধরে রাখত্যে হবে
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১২
রিফাত হোসেন বলেছেন: অই পাব্লিক বাঙালী ছিল না বিহারী ছিল! শিবির এর বড় অংশভাগ বিহারী আর রোহিংগা ভর্তি সম্ভবত
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: আমারও তাই মনে হয়...
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪
সাদা রং- বলেছেন: জয় বাংলা।
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: জয় বাংলা
১০| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩
কাজী অভন বলেছেন: বাংলার বুকে রাজাকারের ঠাই নাই
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: হম।
মন্তব্বের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
শামা বলেছেন: জামাত শিবির রাজাকার ,
এই মূহুতে বাংলা ছাড়