নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Born to EXPRESS, not to IMPRESS.

হাসিবুল ইসলাম বাপ্পী

A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.

হাসিবুল ইসলাম বাপ্পী › বিস্তারিত পোস্টঃ

Dan Brown এর Inferno

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০২

Dan Brown এর Inferno



শুক্রবার, নামাজ থেকে এসে মেইল চেক করলাম, অনেক অনেক অনেক বড় একটা সুখবর পেলাম। তারপর খুশি মনে গেলাম ফেসবুক এ একটা স্ট্যাটাস দিতে।

কিন্তু হোম পেজ এ গিয়েই Mohammad Mohammad Nazim Uddin ভাইয়ের একটা পোস্ট দেখলাম যে Dan Brown এর Inferno বইটার দ্বিতীয় সংস্করণও নাকি শেষ!!!!!!!!!!!!!!

আর আমি জানি না......!!!!!!!!!

এইটা কোন কথা হল?

এই পোস্ট তা দেখে সাথে সাথেই টাকা নিয়া চলে গেলাম Nilkhet- আমাদের নীলক্ষেত এ।



এই ঠা ঠা রোদের মধ্যে সাইকেল চালিয়ে জ্যাম রে পাস কাটিয়ে, ঘেমে নেয়ে একাকার হয়ে নীলক্ষেত এ পৌঁছে বইটা হাতে নেবার পরে শান্তি লেগেছে।

তারপর হল এ এসে গোসল দিয়া একটা ঘুম।



এইবারে বাসায় গিয়াই আগে এই বইটা পড়বো। আমি তো নিজেকে এখনি আটকাইয়া রাখতে পারতেছিনা।

Feeling soooooooooooooooooooooooooo much excited.



এর আগেও ড্যান ব্রাউন সাহেবের Digital Fortress, The Da Vinci Code, Lost Symbol, আরAngels and demons বই চারটা পরেছি।

চারটা পরে এতো বেশি মজা পেয়েছি যে ৫ নাম্বারটার জন্য অধির আগ্রহে অপেক্ষা করেছি...

এইবারে পাইলাম, ইহাকে পাইলাম। ইহা আমার সম্পদ না, সম্পত্তি।

— feeling Sooooooooooooooooooooooooooooo মাচ এক্সাইটেড...........................

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৭

শিব্বির আহমেদ বলেছেন: Dan Brown এর Inferno
এর ডিজিটাল কপি আছে আমার কাছে ।
কারো লাগলে জানাবেন ।

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫১

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ধন্যবাদ।
দাউনলদ লিঙ্ক দিবেন?

২| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
এটা ব্রাউনের সিক্সথ বই। Deception Point বাদ পড়সে ||

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫১

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: অইতাও পরেছি...

৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৩

শিব্বির আহমেদ বলেছেন: অবশ্যই দেব । আপলোড করে লিঙ্ক দিতেসি ।
ওয়েট :)

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫২

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ভাই আর কতো অপেক্ষা করবো?
আপলোড করেছেন কি?

৪| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৬

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: Opekkhay achi Sibbir vai

৫| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৪

মদন বলেছেন: বাংলা বই এর ডাউনলোড লিংক থাকলে কেউ দেনগো ভাইজান :(

৬| ০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: Bangla boi ekhono may b net e paoa jabe na.
Aro kichu din opekkha koren...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.