![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.
...নাম খালেদা। জামালপুর জেলা সদরের টিক্কাপট্টির ২৩ বছরের এ যুবতী পৌর শহরে প্রায় ৪ বছর ধরে রিকশা চালিয়ে বাঁচিয়ে রেখেছে ৩ সদস্যের পরিবার
•••মানসিক বিকারগ্রস্থ বিধবা মা মিনারা বেগম, সে ও তার ২ বছরের সন্তানের মুখে দু’বেলা আহার জুটাতে বেছে নিয়েছে নারীরজন্য কঠিনতম এ পেশা•••
জামালপুরের কেউ যদি এই ব্লগ টি দেখে থাকেন তবে দয়া করে এই মহিলা খুজে পেতে সাহায্য করুন প্লিজ। এই দুঃখিনী মহিলাকে নিয়ে ফেসবুক এ একটা পোস্ট দেবার পরে একটা organaization এই মহিলা সাহায্য করতে রাজি হয়েছে। টাই কেউ যদি আমাকে সাহায্য করেন তবে চির কৃতজ্ঞ থাকবো। প্লিজ শেয়ার করেন।
এক মহিলাকে রিক্সা চালিয়ে নিজের আর পরিবারের ভরন পোষণ করতে হচ্ছে এর চেয়ে আমাদের সমাজের আর লজ্জার কি হতে পারে????????????
আমরা তাঁকে একটা দোকান করে দেবার প্লান নিছি, সো প্লিজ আপনারা হেল্প করেন তাঁকে খুজে পেতে...
যারা যারা জামালপুরে আছে ( জামালপুর জেলা সদরের টিক্কাপট্টি), তাদের কাছে হাত জ্বর করে অনুরধ করছি, আপনারা তাঁকে খুজে দিন প্লিজ... আমরা আসবো, তাঁকে আমি প্রতিষ্ঠিত দেখতে চাই...
[আমার ফেসবুক আইডি তে জানানর জন্য করজোড়ে অনুরধ করছি।
আর মডারেটর কারো নজরে যদি এই ব্লগ টি চোখে পরে, তবে তাকেও অনুরধ করবে পোস্ট টি পিন করতে, অন্তত “নির্বাচিত পোস্ট” তালিকায় যেন দিন...
আমি এবং আমরা তাঁকে আসলেই সাহায্য করতে চাচ্ছি...
জামালপুর জেলা সদরের টিক্কাপট্টি বা এর আশেপাশের বা একান্তই জামালপুরের কেউ হলেই প্লিজ আপনারা তাকে খুজে দিতে না পারেন অন্তত এই পোস্ট টি সবার সাথে শেয়ার করেন যাতে তাকে আমরা খুজে পেতে পারি... যেভাবেই হক, তাকে খুজে পেতে হবেই...
সো প্লিজ প্লিজ প্লিজ প্লি..................জ...
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৭
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: শুধু সমবেদনা না, আমরা চাই তাকে সাহায্য করতে।
২| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৬
লেখোয়াড় বলেছেন:
পোস্টটি স্টিকি হোক।
লেখক, লেখাটি আরো বিস্তারিত এবং সুন্দর করে এডিট করে দিন।
ধন্যবাদ।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৮
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: মন্তব্বের জন্য ধন্যবাদ
৩| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৫
নিকষ বলেছেন: জামালপুর বাসী নহে বিধায় সাহায্য করা গেল না, দুঃখিত।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫১
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: মন্তব্বের জন্য ধন্যবাদ। পারলে শেয়ার করেন। এর মাধ্যমে যদি খুজে পাওয়া যায় তবে সেটাই কিন্তু অনেক বড় সাহায্য হবে।
৪| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪
পিয়াস ভাই বলেছেন: াল একটা উদ্যোগের জন্য ধন্যবাদ ।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫২
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: মন্তব্বের জন্য ধন্যবাদ। পারলে শেয়ার করেন। এর মাধ্যমে যদি খুজে পাওয়া যায় তবে সেটাই কিন্তু অনেক বড় সাহায্য হবে।
৫| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯
বাঙ্গালীর কুঠার বলেছেন: মেয়েটি খুজে পাওয়া গেলে আমরাও কিভাবে সহযোগিতা করতে পারি জানাবোন।
মডুদের নিকট অনুরোধ রইলো পোষ্টটি ষ্টিকি করার জন্য।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫২
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: মন্তব্বের জন্য ধন্যবাদ। পারলে শেয়ার করেন। এর মাধ্যমে যদি খুজে পাওয়া যায় তবে সেটাই কিন্তু অনেক বড় সাহায্য হবে।
৬| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫২
মোমেরমানুষ৭১ বলেছেন: একটা ভাল উদ্যোগের জন্য ধন্যবাদ ।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৪
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: মন্তব্বের জন্য ধন্যবাদ।
৭| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩
আমিনুর রহমান বলেছেন:
আমি জামালপুরে এইমাত্র যোগাযোগ করেছি। আশা করছি শীঘ্রই খবর পাবো।
অসাধারণ উদ্যোগ।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৪
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে...
দেখা যাক আল্লাহ কতদুর কি করেন...
৮| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৪
চুরি যাওয়া আগুন... বলেছেন: লেখোয়াড় বলেছেন:
পোস্টটি স্টিকি হোক।
আমি যদিও ওখানকার না তবুো পর্রথম পাতায় নিয়ে আসার জন্য কমেন্ট করলাম।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৬
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও...
আমিও এটাই চাই... চাই তাকে খুজে বের করে তার একটা ভালো কর্মসংস্থান এর বাবস্থা করে দিতে।
তার এই লজ্জাস্কস পেশা আমরা মেনে নিতে চাই না...
৯| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৮
সাকিল ০১১৪ বলেছেন: স্টিকি হোক।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২২
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১০| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৩
princejohn বলেছেন: একজন বাঙালী নারী কতখানি পরিস্থিতির শিকার হলে এই ধরনের কাজে নিজেকে জড়াতে পারে তা সত্যিই ভাবার বিষয়। যেখানে নানা রকম সামাজিক বিষয় জড়িয়ে আছে। লেখকে এই ভাল উদ্যোগটা নেওয়ার জন্য ধন্যবাদ।
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৩
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: আমাদের প্লান, তাকে প্রতিষ্ঠিত করে দিতে চাই... হয়তো তাকে আমরা একটা দোকান করে দিতে পারি। ফান্ডিং নিয়ে চিন্তা নাই, তাকে এখন খুজে বের করাই আগে দরকার...
১১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:১১
পেন্সিল স্কেচ বলেছেন: নিয়তির নির্মম বাস্তব পরিহাস!
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৪
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: আসলেই অনেক বেশি মরমান্তিক
১২| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৪
মো: আতিকুর রহমান বলেছেন: ভাল উদ্যোগ... ধন্যবাদ
পোস্ট স্টিকি করা হোক...
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৩
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: মন্তব্বের জন্য ধন্যবাদ।
মডুরা ঘুমাচ্ছে নাকি নাকি বুঝি না। তারা কেন পোস্ট তাকে সটীকই করে না...
১৩| ২৬ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৫৫
অচিন.... বলেছেন: আমি জামালপুরের… দেখি কোনো খোজ নিতে পারি কিনা।
২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৯
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: আপনাকেই তো খুঁজছি আমরা...
দয়া করে একটু তাড়াতাড়ি আন্তরিকভাবে চেষ্টা করে দেখেন প্লিজ
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১২
পরিবেশ বন্ধু বলেছেন: অসত্য কিছুই নয় জীবন সংগ্রামে এ নারির কঠিন বাস্তব কে মেনে
নিতেই হবে ।।
আমরা তার সফলতা এবং নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি ।।
প্রিয় ব্লগার সামাজিক ভাবে তার জন্য সমবেদনা জানানোর জন্য
ধন্যবাদ জ্ঞাপন করি ।।