![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.
হাসিনা ম্যাম আর খালেদা ম্যাম এর সেই ঐতিহাসিক ফনালাপ শুনলাম। Honestly saying, হাসিনা ম্যাম পুরাই চোদনা হয়ে গেছেন... আর খালেদা ম্যাম তো দেখি সেই ঝগড়াটে মহিলা...
আমাদের হাসিনা ম্যাম কে আমার অনেক স্মার্ট মনে হতো, আর কিছু না হোক বিভিন্ন সভা সমাবেশে তিনি যেভাবে কথা বলতেন তাকে সেটাই মনে হতো, কিন্তু খালেদা ম্যাম তো দেখি তাকে এক্কেবারে তুলো-ধুনো করে ফেলেছেন। বেচারি হাসিনা ম্যাম...
খালেদা ম্যাম এর কথার সামনে হাসিনা ম্যাম এর কথাকে মনে হচ্ছিলো যে তিনি মনে হচ্ছে চি চি করতেছেন... আহারে...
হাসিনা ম্যাম দেখি পুরাই ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন খালেদা ম্যাম এর আক্রমণাত্মক কথা শুনে।
আমি যেটা দেখলাম সেটা হল, হাসিনা ম্যাম একটা সৌহার্দপূর্ণ আলোচনা এর প্রস্তুতি নিয়ে ছিলেন আর খালেদা ম্যাম আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যে হাসিনা ম্যাম কে একেবারে কোনঠাসা করে ফেলবেন এবং তিনি সফল হয়েছেন।
কথার এক পর্যায়ে হাসিনা ম্যামকে বলতে শুনলাম, “...আপনি তো আমাকে কথা বলার সুযোগই দিচ্ছেন না...”
৩৬ মিনিট সময়ের অপছয় আপাতদৃষ্টিতে মনে হলেও এত্তো মজা পাইছি যে বলার মতো না... অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের এই দুই নেত্রি একসাথে বসে কথা বললে কি হবে... তারা কি নিয়ে কথা বলবে... নিজেদের ছেলেদের নিয়ে কথা বলবে কি না... নিজেদের স্বামী আর বাবা কে নিয়ে কথা বলবে কিনা...
আজকে সেই শখ পূরণ হল... আহা, সামনা সামনি এই কথা হলে মনে হয় আরও ভালো হতো... খালেদা ম্যামকে যেরকম আগ্রেসিভ দেখলাম তাতে মনে হল যে জাতি একটা অভুতপূর্ব জিনিস দেখা থেকে বঞ্চিত হল।
u know what I meant… :p
আফসুস থাইকাই গেলো...
তবে কথা হবার কথা একটা নিয়ে আর আমাদের খালেদা ম্যাম সেটারে কই থাইক্কা যে কই নিয়া ফেললো... হ্যাঁ হ্যাঁ হ্যাঁ... হাসিনা ম্যাম এর জন্য আমার সেই রকম করুনা হচ্ছে...
তবে আরেকটা কাজ করলে অনেক ভালো হতো, আর সেটা হল মাঝে মাঝেই এই দুজনকে কথা বলতে লাগিয়ে দিলে অনেক ভালো হতো... Let me explain, এই দুজনের মনেই একে অপরের বিরুদ্ধে অনেক ক্ষোভ, অনেক অভিমান (!), আর তা থেকেই তারা জনগনের উপরে তাদের সকল ক্ষোভ এর বহিঃপ্রকাশ করে থাকেন। ফলাফল প্রাণহানি। এর থেকে তারা এরকম করে মাঝে মাঝেই বসে কথা বললে একে অপরের বিরুদ্ধে যত ক্ষোভ আর অভিমান আছে তা সবি দূরীভূত হতো... ফলে অনেক নিরীহ জনগণের জীবন বেচে জেত...
তবে একটা কথা বলি, কেউ মাইন্ড খাইয়েন না পিলিজ... আমাদের এই দুই নেত্রী এরই প্রযুক্তিগত জ্ঞান অনেক কম। দেশে 3G এসেছে, কেউ কেউ আবার গলা বারিয়ে 3.9G ও প্রভাইড করতেছে আর তারা কিনা সেখানে এখনও ল্যান্ড ফোন এর জুগে পরে আছে...!!!
কি দরকার ছিল বাবা লাল ফোনে কল করার? স্কাইপ আছে, ভাইবার আছে... ইভেন 3G এনাবল্ড ফোন দিয়ে তারা তো ভিডিও কলও করতে পারতো। এটা না করে তারা সেই লাল ফোন এর কাহিনী নিয়া পইরা থাকলও... :/ ডিসগাস্টিং...
[এটি একটি রাজনৈতিক লেখা যা লেখা হয়েছে অরাজনৈতিক দৃষ্টি ভঙ্গি থেকে...]
জানি প্রায় সকলেই সিনেছেন তবুও লিঙ্ক দিলাম। এখানে...
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৭
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ... জটিল বলেছেন।
২| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৬
এন ইউ এমিল বলেছেন: লেখা হয়েছে অরাজনৈতিক দৃষ্টি ভঙ্গি থেকে...
বালাপাইলাম আপনি অন্তত একজনকে নির্দোষ কইরা আরেকজনের দোষ নিয়া তার গুষ্টি উদ্ধার করেন নাই
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৯
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: লেখা হয়েছে অরাজনৈতিক দৃষ্টি ভঙ্গি থেকে...
৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৫
দখিনা বাতাস বলেছেন: আমিও এতদিন হাসিনারে মনে করতাম ঝগরাইট্যা আর খালেদারে মনে হইতো কথাই জানেনা। এখন দেখি বাস্তবে ঘটনা পুরা উল্টা। জিয়াউর রহমান মইরা বাইচা গেছে-- ভাইরে এমন কেটকটা বৌ নিয়া ঘর করছে ক্যামনে বেচারা????
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০০
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ঠিক বলেছেন, জিয়াউর রহমান মইরা বাইচা গেছে-- ভাইরে এমন কেটকটা বৌ নিয়া ঘর করছে ক্যামনে বেচারা????
৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৫
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: আশাহত ...
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০০
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: কীজন্য ভাই?
৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: লিংকে কাজ হচ্ছে না। সরি কইচ্ছে
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৮
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: লিঙ্ক টা সম্ভবত রিমুভ করে দেওয়া হয়েছে। তবে আমি নামিয়ে রেখেছি।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৫
বোধহীন স্বপ্ন বলেছেন: একটা ভালো দিক হইল তারা কেউ হঠাৎ গালি-গালাজ দিয়ে বসে নাই যেটা সংসদে অহরহ হয় ।
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০১
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সামনা সামনি হলে তো মারামারিও লাগিয়ে দিত তারা...
মিস করলাম মনে হয়
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৫
একাকী সমুদ্রে বলেছেন: রেড ফুনের কাছে ৩জি কে ১০জি আসলেও বেইল পাইব না।