নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Born to EXPRESS, not to IMPRESS.

হাসিবুল ইসলাম বাপ্পী

A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.

হাসিবুল ইসলাম বাপ্পী › বিস্তারিত পোস্টঃ

হাসিনা ম্যাম আর খালেদা ম্যাম এর সেই ঐতিহাসিক "লাল" টেলিফোন এর ফোনালাপ...

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬

ডিরেক্টলি এখানে গুতান...







হাসিনা ম্যাম আর খালেদা ম্যাম এর সেই ঐতিহাসিক ফনালাপ শুনলাম। Honestly saying, হাসিনা ম্যাম পুরাই চোদনা হয়ে গেছেন... আর খালেদা ম্যাম তো দেখি সেই ঝগড়াটে মহিলা...

আমাদের হাসিনা ম্যাম কে আমার অনেক স্মার্ট মনে হতো, আর কিছু না হোক বিভিন্ন সভা সমাবেশে তিনি যেভাবে কথা বলতেন তাকে সেটাই মনে হতো, কিন্তু খালেদা ম্যাম তো দেখি তাকে এক্কেবারে তুলো-ধুনো করে ফেলেছেন। বেচারি হাসিনা ম্যাম...

খালেদা ম্যাম এর কথার সামনে হাসিনা ম্যাম এর কথাকে মনে হচ্ছিলো যে তিনি মনে হচ্ছে চি চি করতেছেন... আহারে...

হাসিনা ম্যাম দেখি পুরাই ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন খালেদা ম্যাম এর আক্রমণাত্মক কথা শুনে।

আমি যেটা দেখলাম সেটা হল, হাসিনা ম্যাম একটা সৌহার্দপূর্ণ আলোচনা এর প্রস্তুতি নিয়ে ছিলেন আর খালেদা ম্যাম আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যে হাসিনা ম্যাম কে একেবারে কোনঠাসা করে ফেলবেন এবং তিনি সফল হয়েছেন।

কথার এক পর্যায়ে হাসিনা ম্যামকে বলতে শুনলাম, “...আপনি তো আমাকে কথা বলার সুযোগই দিচ্ছেন না...”

৩৬ মিনিট সময়ের অপছয় আপাতদৃষ্টিতে মনে হলেও এত্তো মজা পাইছি যে বলার মতো না... অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের এই দুই নেত্রি একসাথে বসে কথা বললে কি হবে... তারা কি নিয়ে কথা বলবে... নিজেদের ছেলেদের নিয়ে কথা বলবে কি না... নিজেদের স্বামী আর বাবা কে নিয়ে কথা বলবে কিনা...

আজকে সেই শখ পূরণ হল... আহা, সামনা সামনি এই কথা হলে মনে হয় আরও ভালো হতো... খালেদা ম্যামকে যেরকম আগ্রেসিভ দেখলাম তাতে মনে হল যে জাতি একটা অভুতপূর্ব জিনিস দেখা থেকে বঞ্চিত হল। u know what I meant…

আফসুস থাইকাই গেলো...

তবে কথা হবার কথা একটা নিয়ে আর আমাদের খালেদা ম্যাম সেটারে কই থাইক্কা যে কই নিয়া ফেললো... হ্যাঁ হ্যাঁ হ্যাঁ... হাসিনা ম্যাম এর জন্য আমার সেই রকম করুনা হচ্ছে...

তবে আরেকটা কাজ করলে অনেক ভালো হতো, আর সেটা হল মাঝে মাঝেই এই দুজনকে কথা বলতে লাগিয়ে দিলে অনেক ভালো হতো... Let me explain, এই দুজনের মনেই একে অপরের বিরুদ্ধে অনেক ক্ষোভ, অনেক অভিমান (!), আর তা থেকেই তারা জনগনের উপরে তাদের সকল ক্ষোভ এর বহিঃপ্রকাশ করে থাকেন। ফলাফল প্রাণহানি। এর থেকে তারা এরকম করে মাঝে মাঝেই বসে কথা বললে একে অপরের বিরুদ্ধে যত ক্ষোভ আর অভিমান আছে তা সবি দূরীভূত হতো... ফলে অনেক নিরীহ জনগণের জীবন বেচে জেত...



তবে একটা কথা বলি, কেউ মাইন্ড খাইয়েন না পিলিজ... আমাদের এই দুই নেত্রী এরই প্রযুক্তিগত জ্ঞান অনেক কম। দেশে 3G এসেছে, কেউ কেউ আবার গলা বারিয়ে 3.9G ও প্রভাইড করতেছে আর তারা কিনা সেখানে এখনও ল্যান্ড ফোন এর জুগে পরে আছে...!!!

কি দরকার ছিল বাবা লাল ফোনে কল করার? স্কাইপ আছে, ভাইবার আছে... ইভেন 3G এনাবল্ড ফোন দিয়ে তারা তো ভিডিও কলও করতে পারতো। এটা না করে তারা সেই লাল ফোন এর কাহিনী নিয়া পইরা থাকলও... ডিসগাস্টিং...

[এটি একটি রাজনৈতিক লেখা যা লেখা হয়েছে অরাজনৈতিক দৃষ্টি ভঙ্গি থেকে...]

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮

নিরব বাংলাদেশী বলেছেন: অনেক আলাপইতো হলো, সংলাপ-ফোনালাপ, একবার একবার করে সবইতো হলো, এইবার চুলালাপ করলে কেমন হয়-লাইভ টেলিকাষ্ট, পুরো জাতি একবারের জন্য হলেও বিটিভি হা করে গিলতো

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: হ্যাঁ। আমিও এটা চাই... :D

২| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯

সাহাদাত উদরাজী বলেছেন: উদ্দেশ্য চুলাচুলি!

৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫২

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সেইটা হলে তো জোস হতো। জাতি খাটি বিনোদন পেত তাহলে। :D

৩| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৬

সরলপাঠ বলেছেন: আপনার সাথে অনেক বিষয়েই ভিন্নমত পোষন করি (অবশ্যই অরাজনৈতিক)। এখানে আমার মতামত পাবেনঃ Click This Link

৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৩

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: আপনার লেখাটি দেখলাম। আপনি লিখেছেন রাজনৈতিক দৃষ্টি কোন থেকে, কিন্তু আমি লিখেছি অরাজনৈতিক দৃষ্টি কোন থেকে। এজন্যই...

৪| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৫

ভুলো মন বলেছেন: ... আমাদের এই দুই নেত্রী এরই প্রযুক্তিগত জ্ঞান অনেক কম। দেশে 3G এসেছে, কেউ কেউ আবার গলা বারিয়ে 3.9G ও প্রভাইড করতেছে আর তারা কিনা সেখানে এখনও ল্যান্ড ফোন এর জুগে পরে আছে...!!!
কি দরকার ছিল বাবা লাল ফোনে কল করার? স্কাইপ আছে, ভাইবার আছে... ইভেন 3G এনাবল্ড ফোন দিয়ে তারা তো ভিডিও কলও করতে পারতো। এটা না করে তারা সেই লাল ফোন এর কাহিনী নিয়া পইরা থাকলও... ডিসগাস্টিং...


:P :P !:#P !:#P

৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৪

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: :D

৫| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৪

ভিটামিন সি বলেছেন: আচ্ছা, এইটা করলে কেমন হয় বলেন দেখি। দুইজনকে একটা কক্ষে বন্ধ করে খাবার, পানি, অক্সিজেন দেয়া হবে। একটা টেবিল দুইটা চেয়ার থাকবে রুমে। যখন দুইজন এক সিদ্ধান্তে পৌছাবেন, তখনই তাদের বের করে আনা হবে। তারা যাতে সেখানে আরামছে খাওয়া আর ঘুমানো না শুরু করে তার জন্য তাগাদা স্বরুপ আধা-ঘন্টা পরপর ২ মিনিট গরম বাতাস, ২ মিনিট কয়লা পোড়া ধোয়া দেয়া হবে। দেশে কোন হরতাল, পুলিশের আক্রমন এসব হবে না। আমার আইঢিয়াটা কেমন?

৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: হ... আইডিয়া তা জোস। কিন্তু কথা হল বাস্তবায়ন করবো কেমন করে?
তারা কি রাজি হবে?
তবে যাই বলেন আইডিয়া টা আমার অনেক পছন্দ হইছে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.