নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Born to EXPRESS, not to IMPRESS.

হাসিবুল ইসলাম বাপ্পী

A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.

হাসিবুল ইসলাম বাপ্পী › বিস্তারিত পোস্টঃ

গাজা প্রসং এবং ভন্ড মুসলিম বিশ্ব...

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৯

একজন মুসলিমের যখন ঈমান নষ্ট

হয়ে যায় তখন সে আর মুসলিম

থাকে না মুনাফেক হয়ে যায়,

এরা কাফের চেয়েও মারাক্তক

ভয়ংকর। চিনে রাখুন তাদের-

• সৌদি আরবের প্রধান

মুফতি বা সৌদি শরিয়া বোর্ডের

গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল আশ

শেইখ বলেছেন, ইসরাইল-

বিরোধী মিছিল করা সম্পূর্ণ

হারাম। তিনি

আরো বলেছেন,

ফিলিস্তিনিদের পক্ষে মিছিল

করা অর্থহীন সস্তা আবেগপ্রসূত

তৎপরতা মাত্র!

• সৌদি রাজপুত্র ও সাবেক

গোয়েন্দা প্রধান তুর্কি ফয়সাল

গাজায়

গণহত্যা তথা ইসরাইলি অপরাধযজ্ঞের

জন্য দখলদারদের দোষ

না দিয়ে বরং হামাসকেই

দায়ী করে বলেন, “হামাস

অতীতের মতই ভুল

করে যাচ্ছে এবং গোঁয়ার্তুমি করে ইসরাইলে অকার্যকর

বা প্রভাবহীন রকেট নিক্ষেপ

করছে বলেই

ইসরাইলি সেনারা ফিলিস্তিনে হত্যাকাণ্ড

চালাচ্ছে!”

• তবে সম্প্রতি সবচেয়ে মারাত্মক

খবরটি ফাঁস করেছে নিউইয়র্ক

টাইমস। ওই খবরে বলা হয়েছে,

গাজায়

ইসরাইলি হামলা বা যুদ্ধের খরচ

বহন করছে সৌদি, জর্দান, সংযুক্ত

আরব আমিরাত ও মিশর সরকার!

• গাজায় যুদ্ধ শুরু হওয়ার প্রায় ২৫

দিন পর (শুক্রবার বিকেলে)

সৌদি রাজা আব্দুল্লাহ গাজায়

ইসরাইলের নাম উচ্চারণ না করেই

ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ ও

নৃশংস হামলা সম্পর্কে ‘বিশ্ব

সমাজের নীরবতার’

নিন্দা করেছেন! বিশ্ব সমাজের

নীরবতার’

ফলে শান্তি বিরোধী প্রজন্ম

গড়ে উঠবে বলেও

তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

এ অবস্থায় গণহত্যার শিকার

ফিলিস্তিনিদের

প্রতি রাজা আবদুল্লাহর কথিত

সহমর্মিতা যে আসলে মায়াকান্না ও

লোক-দেখানো পদক্ষেপ তা দশ

বছরের বালকের কাছেও অস্পষ্ট

থাকার কথা নয়। রাই আল ইয়াওম

সংবাদ মাধ্যমের 'আবদুল

বারি আতওয়ান'সহ স্পষ্টভাষী আরব

সাংবাদিক ও বিশ্লেষকদের

মতে আসলে রাজা আবদুল্লাহর

কপটতা ফুটে উঠেছে আরো বেশ

কয়েকটি কারণে। প্রথমত

তিনি তার ওই

বক্তব্যে ইচ্ছে করেই ইসরাইলের

নাম মুখে আনেননি। (কারণ,

বাংলা প্রবাদ অনুযায়ী ভাসুরের

নাম মুখে আনতে নেই!) ইসরাইলই

যে এতোসব আগ্রাসন, গণহত্যা ও

সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে তা তিনি অন্তত

একবারও মুখে আনার সাহস

করেননি!

অন্যদিকে দশ হাজার

কিলোমিটার দূরের দেশ

ভেনিজুয়েলা, বলিভিয়া,

ইকুয়েডর, ব্রাজিল ও

আর্জেন্টিনা ইসরাইলি গণহত্যার

তীব্র নিন্দা জানাচ্ছে। এইসব

দেশ

গাজার আহতদের চিকিৎসার

সুযোগ

দেবে বলে ঘোষণা দিয়েছে। এই

দেশগুলোর মধ্যে কয়েকটি দেশ

ইসরাইলি হামলার

প্রতিবাদে তাদের

রাষ্ট্রদূতকে ইসরাইল থেকে

ফেরত

এনেছে এবং এমনকি বলিভিয়া ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র

হিসেবে অভিহিত করে তার

সঙ্গে কিছু চুক্তিও বাতিল

করেছে। কিন্তু আজো কোনো আরব

দেশের

রাষ্ট্র প্রধান এ ধরনের

কোনো পদক্ষেপ

নিতে পারেননি! বরং মিশর

গাজার সঙ্গে তার সীমান্ত

আরো মজবুত করে বন্ধ

করে দিয়েছে যাতে বোমা হামলা থেকে পালানোর

কোনো পথ খুঁজে না পায় সমুদ্র ও

ইসরাইল-বেষ্টিত

গাজাবাসী এবং গাজাবাসীদের

জন্য জরুরী পণ্য সরবরাহের লাইন

হিসেবে ব্যবহৃত গোপন

সুড়ঙ্গগুলো ধ্বংস করছে!

তারা গণহত্যার জন্য জল্লাদদের

দায়ী না করে বরং মজলুমকেই

দোষারোপ

করছে!

কিন্তু গাজার

সন্তানহারা পিতা ও শহীদদের

জননীরা বলছেন: আমাদের

নারীরা আবারও জন্ম দেবে বীর

যোদ্ধাদের এবং গাজা কেবল

আল্লাহর কাছেই মাথা নত করবে।

আল্লাহু আকবর। তবুও মুনাফিকের

কাছে মাথা নত না।

>ফেসবুক থেকে।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৩

শাহেদ_মানিকগঙ্জ বলেছেন: আমি কয়েকদিন আগেই এই বিষয়ে একটা পোষ্ট দিয়েছিলাম, কিন্তু ইংরেজীতে। লিংক টা: Click This Link আজ আমাদের বিবেক ক্ষয়িষ্ণু। আমরা একজন হাস্যকর পোষ্ট দিলে সেটা মন্তব্য দিয়ে ভরিয়ে দিই, কিন্তু এই পোষ্টগুলো সযত্নে এরিয়ে চলি। আজ আমার বাচ্চারা, মা-বাবারা, আত্মীয় স্বজনেরা খেতে পারছেন, মাথা গোঁজার একটা ঠাঁই আছে, বিদ্যালয়ে যেতে পারছে, অন্তত ডাক্তারের সেবা (!) ও পাচ্ছি। কিন্তু আজ আপনি বা আপনারা যদি গাজার অধিবাসী হতেন...... তাদেরও বাচ্চা, মা-বাবা, আত্মীয় স্বজন আছেন......। আবেগ থাকবেই প্রত্যেক মানুষের। যুক্তিতে আসুন, প্রতিবাদ সশব্দে না পারুন, মনে ঘৃণা রাখুন এই বর্বর আগ্রাসনের বিরূদ্ধে। দান করুন, অন্তত নিজের মনে সান্তনা তো দিতে পারবেন। এবং অবশ্যই আপনাদের দোয়ায় গাজা তথা ফিলিস্তিন সহ সমগ্র মুসলিম সমাজকে স্মরণ করুন।

০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০২

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: লিঙ্ক কাজ করে না। :(

২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩১

শাহেদ_মানিকগঙ্জ বলেছেন: দয়া করে শেষের ৫ টা মন্তব্য মুছে দিবেন। আপলোড হচ্ছিল না বলে কয়েকবার 'মন্তব্য প্রকাশ করুন' বাটন টা প্রেস করেছিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৫

হিংস্র ঈগল বলেছেন: আজ আমার বাচ্চারা, মা-বাবারা, আত্মীয় স্বজনেরা খেতে পারছেন, মাথা গোঁজার একটা ঠাঁই আছে, বিদ্যালয়ে যেতে পারছে, অন্তত ডাক্তারের সেবা (!) ও পাচ্ছি। X( X( X(

ভাইজান মনে হয় গুলশান, উত্তরা। বনানীতে থাকেন। নয়তো আপনার গোপালগঞ্জ কানেকশন খুব ভালো। একবার কস্ট করে তোবা গার্মেন্টস ঘুরে আসুন তাহলে আপনার ওই মূল্যবান :-P :-P :-P বয়ানের উত্তর পেয়ে যাবেন।

০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: আপনি আসলেই কি আমাকে এসব বললেন? মনে হচ্ছে ভুল করে এই কমেন্ট করে ফেলেছেন।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০০

লেখোয়াড় বলেছেন:
যুদ্ধ নয় শান্তি চাই।

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০২

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: কে মানে কার কথা?

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই দেশগুলোর মধ্যে কয়েকটি দেশ ইসরাইলি হামলার প্রতিবাদে তাদের
রাষ্ট্রদূতকে ইসরাইল থেকে ফেরত এনেছে এবং এমনকি বলিভিয়া ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অভিহিত করে তার সঙ্গে কিছু চুক্তিও বাতিল করেছে। কিন্তু আজো কোনো আরব দেশের রাষ্ট্র প্রধান এ ধরনের
কোনো পদক্ষেপ নিতে পারেননি! বরং মিশর গাজার সঙ্গে তার সীমান্ত
আরো মজবুত করে বন্ধ করে দিয়েছে যাতে বোমা হামলা থেকে পালানোর
কোনো পথ খুঁজে না পায় সমুদ্র ও ইসরাইল-বেষ্টিত গাজাবাসী এবং গাজাবাসীদের জন্য জরুরী পণ্য সরবরাহের লাইন হিসেবে ব্যবহৃত গোপন
সুড়ঙ্গগুলো ধ্বংস করছে!
তারা গণহত্যার জন্য জল্লাদদের দায়ী না করে বরং মজলুমকেই দোষারোপ
করছে!

কারণ ওরাতো মানুষ। আর আবদুল্লাহতো মানুষ না.. সউদ!!

০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০১

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: কারণ ওরাতো মানুষ। আর আবদুল্লাহতো মানুষ না.. সউদ!!

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৪৩

শাহেদ_মানিকগঙ্জ বলেছেন: @হিংস্র ঈগল্: আমি কোথায় থাকি সেইটা বড় কথা নয়। হ্যাঁ, আমি দেশের কথা বলিনাই, এটা ঠিক। আমার ভুল হয়েছে। এবং আপনার বুঝতেও ভুল হয়েছে। কিন্তু আপনি আপনার দিক থেকে কতটুকু কি করেছেন? আমি আপনার ব্লগ ঘুরে আসলাম। আমার উদ্দেশ্য ছিল সচেতন করা, বাকী পাঠকদের হাতে। আক্রমণ করার আগে দ্বিতীয়বার চিন্তা করার দরকার, অবশ্য আপনার নিকটাই আপনার অবচেতন মনের প্রকাশ।

আমার বাবা দ্বিতীয় শ্রেণীর সরকারী কর্মকর্তা ছিলেন, অবসর নেয়ার পর ঘুষ না খাওয়ার কারনে আজ তাঁকে ভাড়া বাসায় থাকতে হয়। ঘুষ দেননি বলে কোনদিন যথাসময়ে প্রমোশন পাননি। আমার মনে আছে, বাবার অফিসের শার্টের তালির কথা, প‌্যান্টের তালিমারা অবস্থা।

৭| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৪

শাহেদ_মানিকগঙ্জ বলেছেন: লিংক টা: Click This Link

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০২

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ধন্যবাদ। সুন্দর লিখেছেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.