নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Born to EXPRESS, not to IMPRESS.

হাসিবুল ইসলাম বাপ্পী

A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.

হাসিবুল ইসলাম বাপ্পী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধের দাবিতে কপিরাইট সাইট হ্যাক করলো "সাইবার ৭১" নামক হ্যাকার গ্রুপ...

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৬

বাংলাদেশে চলমান ভারতীয় সকল

টেলিভিশন চ্যানেল স্থায়ীভাবে বন্ধের

দাবিতে এবং পরবর্তীতে কোন চ্যানেলকে কপিরাইট

অনুমতি না দেবার দাবি জানিয়ে "বাংলাদেশ

সংস্কৃতি মন্ত্রণালয়, কপিরাইট বিভাগ" এর

অফিশিয়াল ওয়েবসাইট ( http://

copyrightoffice.gov.bd/ ) হ্যাক করেছে বাংলাদেশ

সাইবার ৭১ এর সিকিউরিটি স্পেশালিষ্ট তানজিম

আল ফাহিম। আজ সোমবার দুপুরে এই সাইটটি হ্যাক

করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

কপিরাইটের সাইটটি হ্যাক

করে সেখানে একটি বাংলাদেশের ম্যাপের ওপর

স্টার জালসা ও জি-বাংলা টিভি চ্যানেলের

লোগো বসিয়ে দিয়ে একটি ম্যাসেজ

টানিয়ে দিয়েছে হ্যাকাররা। ম্যাসেজে বলা হয়েছে,

ভারতীয় সকল চ্যানেল এর বাংলাদেশে সম্প্রচার

যাতে চিরস্থায়ী বন্ধ করে দেওয়া হয়, এই

ব্যবস্থা নিতে হবে। এবং ভবিষ্যতে যাতে কোন

ভারতীয় চ্যানেলকে বাংলাদেশে সম্প্রচার এর জন্য

কপিরাইট অনুমতি না দেওয়া হয়।

সেখানে আরও লেখা হয়েছে, যখন দেখি ভারতীয়

মিডিয়ার কল্যাণে পরিচিতি পাওয়া "পাখি" ড্রেস

না পেয়ে স্ত্রী তার স্বামীকে তালাক দিয়ে দেয়

এবং অবুঝ মেয়েরা আত্মহনন করে, তখন

নিজেকে স্বাধীন বাঙ্গালী হিসেবে পরিচয় দিতেও

লজ্জা করে। এর দায়ভার শুধু ভারতীয় চ্যানেল এর

নয়, বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রনালয় এর কপিরাইট

বিভাগ ও সমান ভাবে অপরাধী। ভারতীয় সংস্কৃতির

কালো থাবা থেকে আমাদের দেশকে মুক্ত করার

এখনি সময়। সমগ্র বাংলাদেশ এর জাগ্রত সমাজের

আজ এই একই কণ্ঠস্বর।

সব শেষে লেখা হয়েছে, আমরা দালাল নয়

যে ভারতীয় কালো সংস্কৃতির অন্যায় অগ্রসর

মেনে নেবো, আমরা দামাল। যতদিন এই বাংলার

মাটিতে নিঃশ্বাস নিতে পারবো ততোদিন-ই

প্রতিবাদ করে যাবো।

প্রসঙ্গত এর আগে একই কারণ দেখিয়ে বাংলাদেশ

গ্রে হ্যাট হ্যাকারস গত ২৭ জুলাই মধ্য

রাতে ভারতীয় টেলিভিশন চ্যানেল জি-

বাংলা সিনেমার ওয়েবসাইট হ্যাক করে। এ

ব্যাপারে ফেসবুকে হ্যাকাররা লিখেন,

আমরা বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস

সফলভাবে ভারতীয় চ্যানেল জি বাংলা হ্যাক

করতে সক্ষম হয়েছি। বাংলাদেশে সাংস্কৃতিক

আগ্রাসন চালানোর অপরাধে তাদের ওয়েবসাইট

হ্যাক করা হল।

অন্য দিকে সাইটে হ্যাক করার কারণ

সম্পর্কে হ্যাকাররা লিখেন, আমাদের বাংলাদেশের

টেলিভিশন চ্যানেল ভারতে প্রদর্শনের সুযোগ

দেয়া হয় না কিন্তু আমাদের দেশে সব জায়গায়

ভারতের টেলিভিশন চ্যানেল সয়লাব হয়ে গেছে।

আমরা জানি তোমরা (জি বাংলা) আমাদের দেশের

সংস্কৃতির বিরুদ্ধে কাজ করছো। এটা আমাদের

দেশের জন্য অনেক বিরূপ প্রভাব ফেলছে। এ

জন্যই আমরা তোমাদের সাইট হ্যাক করলাম।

সাইটটি হ্যাক করার পক্ষে ছিলেন অ্যাব্লাজ ইভার,

রোটেটিং রটোর, কোর টিউনার এবং বাংলাদেশ

গ্রে হ্যাট হ্যাকারস টিমের সব সদস্য। প্রমাণস্বরূপ

হ্যাক হওয়া মূল সাইট http://

http://www.zeebanglacinema.com ) এবং মিরর

( http://www.zone-h.org/mirror/

id/22724795 ) দিয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে ঈদের

আগে ভারতীয় বাংলা সিরিয়াল

“বোঝে না সে বোঝে না” এর পাখি নামের এক

কথিত চরিত্রের ড্রেসকে কেন্দ্র করে অনেক

তুঘলকি কাণ্ড ঘটেছে। এই নামের পোশাক

কিনে না দেয়ার কারণে স্বামীকে তালাক ও

আত্মহত্যার মতো ভয়াবহ কাণ্ড ঘটিয়েছেন এই

সিরিয়ালের দর্শকরা!

প্রিয় টেল থেকে নেওয়া।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

মাহমুদ তূর্য বলেছেন: জয় বাংলা
এবার ঠেলা সামলা..

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৯

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: জয় বাংলা না বলে, বান্দে মা তরম বলেন... কাজে দিবে। :)

২| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৫

মাহমুদ তূর্য বলেছেন: আমি জয় বাংলা বলি....

আপনি না হয় বান্দে মা তরম বলেন. /:)

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০১

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ধীরে ধীরে আমরা কিন্তু সেদিকেই এগিয়ে যাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.