নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Born to EXPRESS, not to IMPRESS.

হাসিবুল ইসলাম বাপ্পী

A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.

হাসিবুল ইসলাম বাপ্পী › বিস্তারিত পোস্টঃ

তোমরা যারা গোল্ডেন এ+ পেয়েছ...

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০১

যারা যারা আজকের এ+ বা গোল্ডেন এ+ এর জোয়ারে ভেসে বেড়াচ্ছ তাদের জন্য শুভকামনা রইল অনেক। যারা নিজ গুনে পেয়েছ তাদের ধন্যবাদ জানাই, আর যারা অন্য কিছু করে পেরেছ তাদের জন্য অভিনন্দন রইলো।

...তোমাদের জন্য অভিনন্দন কারন, তোমরা নিজেদের জীবন এর ভবিষ্যৎ একটা আগুনের দিকে নিয়ে যাচ্ছ, সেই সাথে আমাদের শিক্ষাব্যবস্থাকে... আর তাদের জন্য দোয়া কারণ তোমরা আসলেই ধন্যবাদ পাবার যোগ্য। (y)

...আমার কিছু স্টুডেন্ট ছিল। তারাও ভালো রেজাল্ট করেছে। কিন্তু সেটা নিয়ে আমার গর্ব করার মত কিছু নাই। মনে রেখ, তোমাদের আমি যা পড়াইছিলাম সেটাই যথেষ্ট ছিল। আর তোমরাও সেটা জানো। তবুও তোমরা...!!!

যতই অনুরোধ কর না কেন, u will never see me again, whatever u say i dont care. i just care that u didn't follow my advice. and u will never get my blessings. u r total loosers...!!!





আমি গর্ব করে বলতে পারি, "আমি আমার জীবনে একবারও #গোল্ডেন_এ+ পাই নাই।"



...না, এজন্য আমি অখুশি না। আমার আব্বু-আম্মু বা আশেপাশের কেউ অখুশি হলেও আমি নই, কারণ আমি জানি আমি কিসের উপযুক্ত। এটা অনেক প্রশান্তি দেয় যে, আমি যা পেয়েছি সবই নিজ মেধায় পেয়েছি। :) দিস ইজ দ্যা হ্যাপিনেস। :)



আমি যখন কাউকে বলতাম, বা বলি যে আমি এ+ পেয়েছিলাম, গোল্ডেন পাই নাই তখন সেটা আমি গর্ব করেই বলি। তোমরা কি কখনো এটা বলতে পারবা??? মনে রেখ তোমার মনের ভিতর থেকেই কেউ একজন তোমাকে খুশি হতে দিবে না এজন্য, সব সময় একটা অপরাধবোধ থেকেই যাবে তোমার মনে।





আমি যে গোল্ডেন এ+ কখনোই পাই নাই, এজন্য কি আমি খুব বেশি খারাপ আছি? বরং অনেক গোল্ডেন এ+ ধারী #গাধা দের থেকেও ভালো পজিশনে আছি (no offence to the real golden A+ holder) ।



শেষে একটা কথা বলি, গোল্ডেন এ+ ই সব কিছু না। মে বি অনেক কিছু, কিন্তু সব কিছু না। :)



...ভালো থেকে লুজারস... :D

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.