| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে অনেক সমস্যা। সবচেয়ে বড় সমস্যা রাজনৈতিক। আমরা অনেক রাজনীতি সচেতন। খেলা থেকে শুরু করে খাওয়া কোন কিছুই রাজনীতির বাইরে। রাজনীতি বিজ্ঞানও অনেকটা তেমনই বলে। বাংলাদেশে প্রায়ই সময় একটা সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। এবার তেমনই কিছু হবে বলে অনেকে আশঙ্কা করছেন। হেফাজতে ইসলাম বলে একটা দল আছে সেটা আমার জানা হয়েছে মাস খানেক আগে। অবশ্য যে দেশে আল্লাহর দল বলে একটা রাজনৈতিক দল থাকতে পারে, সেখানে ইসলামের হেফাজত করার ঠিকাদারিত্ব নির্দিষ্ট করে একটা দল চাইতেই পারে। এটা অন্যায় কিছু নয়। সবার চাহিদা আছে। কেউ চায় ভাগের টাকা,কেউ চায় ভোট। তাই ইসলামকে সামনে রেখে হয় নিত্য নতুন জোট। হেফাজতে ইসলাম ছয় দফা দাবী বাড়তে বাড়তে লংমার্চের আগে আরো সাতটি নাকি সংযোজন করেছে। যার মধ্যে কো এডুকেশন বিলুপ্তির দাবী জানানো হয়েছে। এটা বিশ্বায়নের যুগে সম্ভব নয় বলেই আমার ধারণা। তবে হেফাজতের দাবীটার একটা অংশ বড় মনোযোগ আকর্ষণ করলো। বিজাতীয় সংস্কৃতির আ্গ্রাসনে দেশের বারোটা বেজে যাচ্ছে। তাহলে তো প্রথমেই তাদের দাবী হওয়া উচি ছিল ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর অন্তত: নিষিদ্ধ হওয়ার দাবী তোলা। যেটা করলে সমূলেই অনেক সমস্যার সমাধান হতে পারতো। জি বাঙলার মত স্যাটেলাইট চ্যানেলগুলো নিষিদ্ধ করা কি এতো সহজ হবে? যে দেশের প্রধান এক রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতীয় সিরিয়াল না দেখে ঘুমাতে যেতে পারেন না বলে কথিত আছে, সেদেশে হুজুরদের ঘরে যে কাছাকাছি অবস্থা নেই সেই গ্যারান্টি কে দেবে? অবশ্য আন্তরিক হলে গত এক দশকে জেঁকে বসা বাজে(!) চচ্র্চা বন্ধ করা খুবই সম্ভব। হয়তো ভারতীয় নয়, চাইলে অন্যসব চ্যানেলগুলোও বন্ধ করা যেতে পারে। ডিসকভারী বা জিওগ্রাফিতে ইসলাম নিয়ে অনেক ভালো ডকুমেন্টরি হয়। সেগুলো দেখা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকার পরও। ইসলামকে হেফাজত করতে ৫৫হাজার ৫৯৮ বর্গমাইলের ছোট দেশটি কত কিছুই না করছে! এটাও বা বাদ যায় কেনো?
২|
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০
মুহাম্মদ ফয়সল বলেছেন: এই ভুখন্ডের যে ইতিহাস বিজাতীয়রা তৈরি করে গেছে তা অনুসারে তো ইসলামের সম্প্রসারনও এ দেশে বিজাতীয়! তবে কি ...... নাহ্! আবার নাস্তিক হয়ে যেতে পারি, থাক্!
৩|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
অনেকের মধ্যে একজন বলেছেন: পোস্টে আজাইরা কি লিখেছেন? কিছুই বুঝলাম না!
৪|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
সাব্বির শওকত শাওন বলেছেন: ভারতীয় চ্যানেল বন্ধ করার আগে। নিজেদের চ্যানেল গুলকে ঠিক করতে হবে।আজাইরা অনুষ্ঠান বাদ দিয়ে টার্গেট মার্কেট চিন্তা করে বানাতে হবে। সবার আগে কপি করা বন্ধ করতে হবে।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০
রুমি চৌধুরী বলেছেন: মোট কথা বাজে চ্যানেল গুলো বাদ দিতে হবে .