নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

You are the light of lights, while I wait blind in darkness, You are great and unfettered, while I am enclosed by seas.

তানজিল মোহাম্মাদীন

হিলিয়াম এইচই

আমি জানি আমি একজন মানুষ। এছাড়া আমি নিজে কি, তা আমি জানি না। আমি নিজেকে প্রতিনিয়ত আবিষ্কার করছি এবং করেই যাচ্ছি। মানুষ মানেই রহস্য।

হিলিয়াম এইচই › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা ২০১৩ সালের কিছু ঘটনা!! :P

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

২০১৩ সাল টা আমাদের কম বেশি ভাল খারাপ গেল। এই বছরে আমরা বা বিশ্ব যা অর্জন করেছি বা হারিয়েছি তা নিয়ে অনেকেই অনেক হিসাব কষাকষি তে ব্যস্ত। তো আমিই বা বাদ যাব কেন

তাই না?? :P

তাই আমিও বলি। এটা আমার গবেষণা। আমার কাছে যেগুলো ভালো লেগেছে তাই লিখেছি। :)



শুরুতেই রাজনীতি তে কিছু বিখ্যাত বিখ্যাত মন্তব্য বা উক্তি দেখে আসি :)



১. সংবিধান থেকে একচুলও নড়ব না : শেখ হাসিনা



২. আন্দোলনের বাতাসে চুল উড়ে যাবে :

খালেদা জিয়া



৩. হরতাল সমর্থকদের টানাহেচড়ায় সাভারের

রানা প্লাজা ধস : মহিউদ্দিন

খান আলমগীর



৪. সাড়ে ৪ হাজার কোটি টাকা কোন ব্যাপার

না (এই টাইপের কিছু) :অর্থমন্ত্রী আবুল মাল

আব্দুল মুহিত



৫. দিস ইজ বেয়াদবি, এক্কেবারে বেয়াদবি :

অর্থমন্ত্রী আবুল মাল

আব্দুল মুহিত



৬. তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুরবুদুর

চইলত নো :

বিএনপি সাংসদ রেহেনা আক্তার রানু



৭. বাড়িতে যাবার

আগে ঘরে তালা মেরে যাবেন :সাহারা খাতুন



৮. মিডিয়া আমার বক্তব্য বিকৃত

করেছে :স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান

আলমগীর



৯. শেয়ার মার্কেটে কোন ইনভেস্টর নাই, সব

জুয়াড়ি : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত



১০. আমি নিজেও জানিনা পোস্টারে আমার ছবির

সাথে রানার ছবি কিভাবে এলো : মুরাদ জং



সেরা বিস্বয়কর :গনজাগরন মঞ্চের ১ম ১ মাস।



সেরা স্লোগান : ক তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার। খ তে …… গ তে ……



সেরা বিতর্কিত উক্তি : মেয়েরা তেঁতুলের মত, তেঁতুলের মত তেঁতুলের মত।



বড় বিপর্যয় : ২৪ এপ্রিলের রানা প্লাজা ধস।



আলোচিত ব্যক্তি : কাদের মোল্লা।



বিশ্ব রাজনীতি :

১. চীনের সমুদ্র সীমানার উত্তেজনা

২. সুদানের উত্তেজনা

৩. সিরিয়া যুদ্ধ

৪. মিশরের বিপ্লব

৫. পরমানু কর্মসূচি থেকে ইরানের সরে আসা।

৬. বিশ্ব কাপানো স্নোডেন।



'১৩ তে মুক্তি পাওয়া দুনিয়া কাপানো কিছু হলিউড ফিল্ম!!! (আমার মতে) :)



১. এলান পার্ট্রিজ.

২. আয়রন ম্যান থ্রি m/

৩. ডেসপিকেবল মি টু

৪. দ্য হাঙ্গার গেমস : ক্যাচিং ফায়ার

৫. লিঙ্কন

৬. গ্রাভিটি

৭. ফাস্ট এন্ড ফিউরিয়াস

৮. রাশ

৯. ম্যান অফ স্টিল

১০. ওজ দ্য গ্রেট এন্ড পাওয়ারফুল



আর সেরা ফ্লপ : :P

১. গেটওয়ে (সেলেনা গোমেজ আছে ত তাই!!!)

২. পার্কার (জেনিফার লোপেজের :p)

৩. ব্রোকেন সিটি (পরিচালক :এলেন হিউ)

৪. দ্য ফিফথ্ এস্টেট



বিশ্ব যাদের হারালো : :(

১. নেলসন মেন্ডেলা

২. হুগো চাভেজ

৩. মান্না দে

৪. ডরিস লেসিং

৫. ইউজিন পল (টিভি রিমোট এর জনক)

৬. স্যালি রাইড ( ১ম নারী নভোচারী)

৭. বিল মগরেজ (ল্যাপটপ ডিজাইনার)



খেলায় অর্জন :

১. অসাধারণ বাংলাওয়াশ এবং রুবেলের হ্যাটট্রিক।

২. সোহাগ গাজীর হ্যাটট্রিক ও সেঞ্চুরী এবং মুশফিকুর এর ২০০ ছোয়া। অপরদিকে আশরাফুল এর ফিক্সিং কলংক।

৩. সিদ্দিকুর এর দিল্লি জয়।

৪. হকিতে সাফল্য (শুরুতে)



বিশ্ব খেলাধূলা :

১. অস্কার পিস্টোরিয়াস এর নিজ হাতে গার্লফ্রেন্ড খুন।

২. সুয়ারেজের রাক্ষসী কামড়।

৩. বিশ্ব ফুটবল ৫ বার দেখেছেন বায়ার্ন মিউনিখের শিরোপা উৎসব।

৪. শচীন, জ্যাক ক্যালিস, স্যার এলেক্স ফার্গুসনের বিদায়।



কয়েকটি রেকর্ড :

১. সবচেয়ে বড় মানব পতাকা

২. সবচেয়ে বেশি মানুষ একত্রে জাতীয় সংগীত গেয়েছেন।

৩ সোহাগ গাজীর সেঞ্চুরী ও হ্যাটট্রিক।



বিশ্ব ক্রিকেট থেকে অবসর :

১.শচীন টেন্ডুলকার

২. মাইক হাসি

৩. গ্রায়েম সোয়ান

৪. জ্যাক ক্যালিস



২০১৩ এর সেরা গান হয়েছে গ্যংনাম স্টাইল খ্যাত পিএসওয়াই এর “জেন্টালম্যান” ! এর পরে আছে মাইলি সাইরাসের “রেকিং বল” এবং “উই ক্যান্ট স্টপ” । আর তারপর আছে ক্যাটি পেরির “রোর” (YouTube)



আর কিছু কি আছে?? সাময়িকভাবে আমার মাথা নষ্ট হয়ে গেসে!!! :/

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯

তার ছেড়া বলেছেন: মজা পেলাম . অনেক কিছুর তথ্য ছিল যেগুলো জানতাম না . হ্যাপি ব্লগিং .

২| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২০

হিলিয়াম এইচই বলেছেন: আরোও অনেক কিছু আছে। এখন মনে পড়তেসে। :p

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.