![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জানি আমি একজন মানুষ। এছাড়া আমি নিজে কি, তা আমি জানি না। আমি নিজেকে প্রতিনিয়ত আবিষ্কার করছি এবং করেই যাচ্ছি। মানুষ মানেই রহস্য।
সূর্যের চারিদিকে পৃথিবী পল্টিবন্ধুর মতো পল্টি খাইতে খাইতে আমাদের কাছ থিকা ১৩ সালটারে উষ্টা মাইরা বিদায় কইরা দিল। অর্জন বিসর্জনপ্রেমে মশগুল মানুষ চায় বৎসরের প্রথম দিনডারে ভালায় ভালায় কাটাইতে। মাগার শুরুতেই বিরোধী দল আমাদের অব্রোধ উপহার দিল। আর পুলিশ আংকেল কইলো ৪ দেয়ালের ভিত্রে নিউ ইয়ার পালন করতে। মাগার আমরা ঢাকাইয়া বাসী এসব মানি না। রাইতের বেলায় বার বি কিউ পার্টি আর লাল পানি, আসমানে পটকা আর নিচে স্পিকারের গান। পুরাই ঝাকানাকা পার্টি। যদিও আমরা লাল পানি খাই না। তো নাচানাচি শেষে রাইতের ২ টায় দিলাম ঘুম।
অন্নেক ভোরে উঠলাম। ঘড়িতে সময় ১১ টা। এটাই আমার ভোর, কারণ আমার নীতি হচ্ছে,
"দুপুরে উঠিয়া আমি জোরে জোরে বলি,
সারাদিন আমি যেনু নেচে গেয়ে চলি।"
ঝিমাইতে ঝিমাইতে, টেবিলের সামনে গেলাম। দেখলাম ঢাকনা ছাড়া পাতিলে অনেক নুডুলস। থামায় কেডায়? চামুচ নিয়া খাওয়া শুরু করতেই বুঝলাম, শ্লার, দাত ত মাজি নাই। জলদি দাত মাইজ্জা আইলাম। আর গাপুস গুপুস খাওয়া শুরু করলাম। যাতে আমার খানায় কেউ ভাগ না বসায়। খাওয়া শেষে, আম্মা আসলো। আর আমার দিকে তাকাইয়া রইলো। "তুই কি এডি খাইলি??" আমি কইলাম, "হ, খাইয়া শেষ করসি। হেহেহে (বিজয় সূচক ছাগইল্লা হাসি) " আম্মা কইলো, "হায় হায়, পোলা করলি কি, তোর বইনের বিলাই পাতিলে উইঠা ডিসকো ড্যান্স দিসে। আর তুই বলা নাই কওয়া নাই সাবার কইরা দিলি??" কথাটা শুনার পরে আমার অবস্থা কি হইসিল, এটা নাই বলি!! :/
বেয়াদব বিলাই!! >
অব্রোধ এর মইধ্যে বাস নাই, গাড়ি বাইর কইরা যে অক্ষত অবস্থায় ফিরমু তার নিশ্চয়তা নাই। অনেক ক্ষন খাড়াইয়া থাকার পরে বাস আইলো। মানুষে গিজগিজ। চিপা চাপা দিয়া উঠলাম, পাশেই একটা মেয়ে, সুন্দ্রী!! কিছুক্ষণ পরে ৪ নাম্বার সারিতে একটা সিট খালি হইলো। গিয়া বসলাম।পাশেই একটা লুক। কিন্তু মেয়েটার জন্য খারাপ লাগতেছে।
সিটি বাস এগিয়ে যাচ্ছে। আমার পাশেই একটা সিট খালি হইলো, আমি মেয়েটারে কইলাম, "এখানে বসেন" আমি চাইতাসিলাম যাতে সে পাশেই বসে!! কিন্তু বলা নাই কওয়া নাই এক বুড়ি মহিলা আইয়া ঢেলা ঢেলি কইরা বইয়া পরলো। হিসাব করলে তার বয়স আমার জান্নাত বাসী নানীর সমান। যাই হোক পরে আমি উইঠা গিয়া মেয়েটারে বইতে দিলাম।
বাস আমার হাওয়াই জাহাজ যখন পাশে দেখি মেডিকেলের আরেকটা মেয়ে দাঁড়াইয়া আছে!! পাঠক, আমি কিন্তু ভালু পুলা। আমার এই পর্যন্তই।
নাউ কলেজে। কলেজে ম্যাডামরা এতো পিচ্চি হয় কেন বুঝি না। একটা সমস্যা তে পরসিলাম, তখন একটা মেয়েকে কইলাম, "তুমি কি জানো,**** স্যার কোথায়?"সে আমার দিকে কেমনে জানি তাকায়। কইলো এনাটমি ডিপার্টমেন্টে যাও। "ও, ধন্যবাদ। আচ্ছা তুমি কোন ইয়ারে পড়??" মেয়ে জানি কেমনে তাকাইল। আর আমার দিকে তাকাইয়া ই গেল গা। পরে কেলাসে গেলাম। দেখলাম ওই মেয়েটা। পাশের চেয়ারে থাকা ব্যাগ টা সরাইয়া নিলাম, যাতে ও পাশে বসে। আর পূর্বের দেখানো ভাব নিয়া চেতামু। কিন্তু এ কি?? এ তো আমারে পাস কইরা সামনে গিয়া দাঁড়াইল। আর কইলো, "স্টুডেন্টস, হাউ আর ইউ?" আমি ত ম্যালা ভয় পাইসিলাম। দেখি ম্যাডাম মুচকি মুচকি হাসে। আল্লাহ আল্লাহ কইরা কেলাস খতম করলাম। আর মনে পড়লো আমার এক ভাইয়ার কথা। যাই হোক ওইডা অন্য কাহিনী।
নাচতে নাচতে বাসায় আইলাম। আর আইসাই আম্মার ঝাড়ি। "ঘরের কি অবস্থা, আইলসা পোলা। দরজা বন্ধ কইরা রাখস কেন? বিছানা এমন কেন? টেবিল এমন কেন …………" ঝাড়ু দিয়া পিটাইলেও শান্তি পাইতাম। আর এখন ১৮ বারের মতো Life of Pi দেখতাছি।
আইজকার দিনডাই কুফা গেল।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
বটবৃক্ষ~ বলেছেন: হ্যাপি নিউ ইয়ার!!