![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে।
ইকো করিয়েছি।
.
.
.
.
.
এনজিওগ্রাম করাতে ভয় পাচ্ছি, শুনেছি টেষ্ট করাতে গিয়ে নাকি অনেকে মারা পড়ে। সাওল চিকিৎসা সম্পর্কে কারো জানা থাকলে, প্লিজ তথ্য দিয়ে সাহায্য করুন।
২| ০৩ রা মে, ২০১৩ রাত ৮:৫২
জাতির চাচা বলেছেন: ইটিটি করাবেন আগে। যেখানেই করান একবার অবশ্যই শ্যামলী এন আই সি ভি ডি তে যাবেন। এনজিোগ্রাম করাতে হলে করাবেন।ভালো স্পেশালিস্টের সাথে কথা বলে নিবেন।সাওল ভালো ।তবে শুধু সাওলের জন্য বসে থাকবেন না। প্রপার ট্রিটমেন্ট করিয়ে তারপর সাওলের উপদেশাবলী ফলো করবেন। দ্রুত সুস্থ হয়ে উঠুন।
০৩ রা মে, ২০১৩ রাত ৯:১১
কালের কলস বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
৩| ০৩ রা মে, ২০১৩ রাত ৯:২১
পাগলামামা বলেছেন: আমি নিজেও সাওল চিকিৎসা পদ্ধতির সমর্থক। ০১৭১৫০১৩৩৪৩ নম্বরে যোগায়োগ করে সাওলএর ঢাকায় কখন প্রশিক্ষণ হয় এবং এ সম্পর্কিত বইপত্র সংগ্রহ করতে পারেন। ভাল থাকবেন।
০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:১৮
কালের কলস বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
েবনিটগ বলেছেন: পোস্ট পর্যবেক্ষন