নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

একটি নতুন প্রজাতির ভাইরাসের খোয়াবনামা

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

ফেসবুক নামক সামাজিক ভাইরাস আমাদের জীবনে যেভাবে মড়কের মতো শিকড় গাড়ছে তাতে একান্ত ব্যক্তিগত বলে আর কিছু বোধহয় থাকবে না। মানুষ মোটামুটি তার একান্ত ব্যক্তিগত কর্মকান্ড হতে যাবতীয় টুকরা বিষয়ও মিনিটে মিনিটে ফেসবুকে দিয়ে দিচ্ছে। কি খাচ্ছে, কখন খাচ্ছে, কোথায় খাচ্ছে, কার সাথে, কাউকে ভালবাসছে, কাউকে থাপ্পর দিছে, বিয়ে করছে, তালাক, টিজিং, নতুন কাপড়, বিদেশ গমন, শুটকি কেনা, জুতার ফিতা ছেড়া কোনো কিছু আর গোপন নাই। কাল দেখলাম এক মিয়ায় স্ট্যাটাস দিয়েছে “আমার বাসায় আগুন লাগছে। দোয়া করেন”। সেইটাও সমস্যা না। সমস্যা হল যারা পড়ছে তারা লাইকও করছে। আমি ভাবছি বিভিন্ন জনের বিভিন্ন সময়, পরিস্থিতি, পরিবেশে দেয়া স্ট্যাটাসের একটা লিস্টি করলে কিরকম দাড়ায়!
স্ট্যাটাসনামা:
সকাল ৭টা: ঘুম ভাঙল। কেতুর চোখে সেলফি, ফিলিং স্লিপি।
অতঃপর সারাদিনে বিভিন্ন ঢঙে আর রঙে দেয়া স্ট্যাটাসের কিয়দাংশ:
ব্রাশ হাতে সেলফি: দন্ত নিরাময়
আমি টয়লেটে যাচ্ছি। উহ পেটের টান
টয়লেটে বসে আছি।
টয়লেট শেষ। ফিলিং রিলিভড
অফিস যাচ্ছি। বাসের ভীড়ের চিপায়।
বাস থেকে নামছি। ফিলিং এক্সসসটেড
অফিসের লিফটে উঠছি। অফিসে ঢুকছি। অফিসে কাজ করছি।
অফিসে কাজ করছি। উহ এত্ত কাজ
লাঞ্চে যাচ্ছি। ফিলিং হাঙগ্রি
শালার বসে ঝাড়ি দিছে। ব্যাটা মরে না ক্যা?
বিকাল ৬টা: কলিগদের সাথে চায়ের আড্ডায় সেলফি
শুক্রবার: জুম্মার নামাজ পড়তে আসছি। দারুন লাগছে।
বউকে নিয়া নিউমার্কেটে আসছি।
গার্লফ্রেন্ডরে নিয়া ডেটিং এ আসছি। ফুর্তি লাগছে। দোয়া করবেন এইবারেরটা যেন চিরস্থায়ী হয়।
চেক ইন: একটু ঘুরতে যাই প্যারিসে। প্রে ফর সেফ জার্নি।
সাহারা মরূভূমিতে হাওয়া বদল করতে যাচ্ছি। দোয়া করবেন।
সুন্দরবনে ডিমের ওমলেট বানাতে যাচ্ছি। কি মজা।
বানিজ্যমেলায় আসছি। শালার দোকানদাররা সব ডাকাত।
সিঙ্গাপুর যাচ্ছি। গাবতলী বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায়।
রাতের লঞ্চে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করব। আর ভাল লাগেনা এসব ঘোরাঘুরি। কবে যে একটু শান্তিতে থাকব?
হোটেল আল সালাদিয়ায় বন্ধুদের সাথে লাল চা খাচ্ছি। অসাম।
আগামী পরশু বিয়া করুম। তারপর তরশুদিন হানিমুন তথা “………..”র জন্য যামু খাগড়াছড়ি। প্রে ফর আস।
এলাকার গরীব দুঃখীদের গোলাপ ফুল বিতরন করলাম। সেলফি।
গভীর রাত। রোমান্টিক পরিবেশ। আমি আর বউ চাঁদ দেখি। অতঃপর…….
আমার আমাশা হইছে। কেউ কইতে পারবেন আমাশার সহজ চিকিৎসা কি?
ভাইজানেরা/বুবুজানেরা, গৃহকোনের একান্ত ব্যক্তিগত বিষয়গুলোও ফলাও করে পাবলিক করা আপনার পছন্দের বিষয় হতে পারে। কিন্তু সমস্যা হল আমাদেরকে সেটা গন্ডায় গন্ডায় গিলতে হচ্ছে। আমাদের কি একটু রেহাই দেয়া যায়? নাকি এরপর লোকের চোখের অন্তরালে যা যা করেন সেগুলাও পোস্ট দেয়া শুরু করবেন? দিলে খারাপ হয় না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.