নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিনি পাতা দই.........

গড কখনই পাশা খেলতে পারেন না !!!

বেথুন

সেই-সব হেলাফেলা, নিমেষের লীলাখেলা চারি দিকে করি স্তূপাকার, তাই দিয়ে করি সৃষ্টি একটি বিস্মৃতিবৃষ্টি জীবনের শ্রাবণনিশার।

বেথুন › বিস্তারিত পোস্টঃ

গল্প লেখার শুরু.......

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪

অনেকদিন আগে নোটপ্যাডে গল্প লেখার চেষ্টা করতেছিলাম।

পুরাটা লিখতে পারি নাই। আবার শুরু করবো ভাবতেছি।

লেখাটা যতটুকু পেরেছি হুমায়ূন স্যারের মত করার চেষ্টা করেছি।

তার প্রথম মৃত্যু বার্ষিকীতে তার জন্য এই অনুগল্প........



“রাস্তা ঘাট ফাকা। হরতাল। দু একটা রিকসা দেখা যাচ্ছে । রিকসা ওয়ালারা আরাম করে সিগারেট টানছে। তাদের দেখে মনে হচ্ছে না হরতালে তাদের কোন সমস্যা হচ্ছে। রাস্তায় কাক হাটা হাটি করছে। কাকের Morning Walk.

বাতাসে পলিথিন উড়া উড়ি করছে। এখনও মিছিল বের হয়নি।

আপন সরদার আজ হরতাল Saport করছে। তার হরতাল Saport করার পদ্ধতি ঢেউ এর মত। এক হরতাল তিনি সাপোর্ট করেন, পরের হরতাল সাপোর্ট করেন না। এটা তার একটা খেলা। ছেলেমানুষি।

আপন সরদার এটাকে বলেন আপনমানুষি। আজ তার বেতন হওয়ার কথা ছিল। হরতালের কারনে হচ্ছে না।

এ জন্য তিনি বিশেষ চিন্তিত না। দুদিন পরে বেতন তুললেও সমস্যা নেই।

আজ তার ছোট মেয়ের জন্মদিন। মেয়ের নাম অন্তি। সে বিশেষ একটা উপহার চেয়েছে। সেটাই সমস্যা। টাকার সমস্যা নয়। দোকান পাট বন্ধ। এটাই সমস্যা।

অন্তি খুব অভিমানী। সে খুব বেশি উপহার চায় না তার বাবার কাছে। কিন্তু যেটা চায় সেটা না দিতে পারলে যুদ্ধ লেগে যায়।”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.