নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিনি পাতা দই.........

গড কখনই পাশা খেলতে পারেন না !!!

বেথুন

সেই-সব হেলাফেলা, নিমেষের লীলাখেলা চারি দিকে করি স্তূপাকার, তাই দিয়ে করি সৃষ্টি একটি বিস্মৃতিবৃষ্টি জীবনের শ্রাবণনিশার।

বেথুন › বিস্তারিত পোস্টঃ

হয়তো বাংলাদেশের রাজরীনি এভাবেই চলছে.............

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১১

D-Day (2013





Madras Cafe (2013)





মাসুদ রানা পড়ে পড়ে এসপিওনাঝ জগৎ সমন্ধ্যে মোটামুটি একটা ধারনা এসে গেছে।



007 এ যা দেখায় সেটা বাস্তবের 10%...........

কিন্তু বাস্তবে কী রাজনীতি চলে সেটা বোঝা মুশকিল।



কিছুদিন আগে “গেম অব থ্রোনস” দেখে সেই রাজনীতির কিছুটা অনুধাবন করেছি।

উপরের দুটা মুভি দেখে আরো কিছু অনুধাবন করলাম, শিখলাম।



টাইমপাস করার মোন নিয়ে অনাআসে দেখতে বসতে পারেন

D-Day (2013), Madras Cafe (2013)

কিছু শিখেও যেতে পারেন................



হয়তো বাংলাদেশের রাজরীনিও এভাবেই চলছে.............



কেউ ক্ষমতার জন্য, কেউ দেশের জন্য আর কেউ নিজের বা নিজের অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য সর্বদা লড়ে যাচ্ছে।



এই লড়াইয়ে লিডারের রদবদল হচ্ছে । ভাবনা চিন্তা বদলে যাচ্চে।

কেউ পুরুনোকে আকড়ে ধরছে - কেউ নতুনকে চাচ্ছে।

এভাবেই চলে যাচ্ছে সময়।

কিন্তু লড়াই থামছে না।



এই লড়াই আন্দলন থেকে সংঘাতের দিকে যাচ্ছে।

আর বিদেশি শক্তি এই সুযগে ব্যবসা খুজে ফিরছে।

ড্রাগ-মানুষ পাচার-প্রত্যতত্ত্ব এসব কমন পাচারের বিষয়।

কিন্তু যেখানে গন্ডোগোল-মাড়ামাড়ি-সংঘাত সেখানেই সবচেয়ে বেশি লাভজনক অস্ত্র ব্যবসা।

বিদেশি বেনিয়ারা দেশের মানুষের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, তলে তলে সাপোর্ট দিচ্ছে। ন্যাশনাল সিকিউরিটির গোপন তথ্য ফাঁস করেদিচ্ছে।

ধর্মকে অস্ত্র হিসেবে নিয়ে উস্কে দিবে লাখ মানুষকে।

দেশের সরবার কী লাখ লাখ মানুষকে জেলে পুরে সেই সমস্যার সমাধার করত পারবে ???

পারবে না।



এভাবে চলতেই থাকবে। ঐ বিদেশিদের মূল উদ্দেশ্য কিন্তু অস্ত্র ব্যবসা নয়।

তারাই একসময় ঐ দেশেকে বিশ্বের সামনে সন্ত্রাসী দেশ হিসেবে আক্ষা দেবে।

তারা আন্তর্জাতির সমর্থন নিয়ে সেই দেশে আর্মি নিয়ে ঢুকে পড়বে।

৫ ,১০ ,২০ যত বছর লাগুক তারা দেশেকে নিয়ন্তনে নিয়ে পুরো দখলদারিত্ব করবে। শুষে নিয়ে যাবে সব ধন সম্পদ।

ভালোভাবে জীবন যাপনের লোভ দেখিয়ে বা পরিবার-আত্মিয় সজনের উপরে হুমকি ধামকি চাপ প্রয়গ করে বুদ্ধিজীবি মেধাবি লোক গুলোকে ভাগিয়ে নিয়ে যাবে ওদের দেশে।



আর যখর বিদেশিরা চলে যাবে তখন ভবিষ্যত পরিকল্পনা হিসেবে ঐ দেশে এমন কিছু প্ল্যন্ট করে যাবে যাবে যাতে এই দেশের নিয়ন্ত্রন ওরা নিজ দেশ থেকেই করতে পারে এবং ই প্ল্যন্টে ভবিষ্যতে প্রয়োজনে যাতে পাশের দেশগুলোতেও দখলদারি চালানো যায় তার সুব্যবস্থাও থাকবে।



এই হচ্ছে তাদের পরিকল্পনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.