নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিনি পাতা দই.........

গড কখনই পাশা খেলতে পারেন না !!!

বেথুন

সেই-সব হেলাফেলা, নিমেষের লীলাখেলা চারি দিকে করি স্তূপাকার, তাই দিয়ে করি সৃষ্টি একটি বিস্মৃতিবৃষ্টি জীবনের শ্রাবণনিশার।

বেথুন › বিস্তারিত পোস্টঃ

বাংলাবিলাই এর কাছে চাচ্ছে লোকাল সারভার !!! লল রই লল

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

Banglalion এর এক একটা টাওয়ার থেকে 40Mbps পর্যন্ত সাপলাই দেয়।

এটা পোস্ট পেইড প্রিপেইড সবার জন্য। যে প্যাকেজই কেনেন না কেন আপনি এদর লাইন হচ্ছে মোবাইল কোম্পানিগুলোর মত সেয়ার লাইন।



আর যারা আলাদা ভাবে 500 টাকা দিয়ে 1 বছরের জন্য স্ট্যাটিক IP ভাড়া নেয় তারা ভালো নেটওয়ার্কে ভালো স্পিড পায়।



512K, 1M, 2M bps স্পিডের বিভিন্ন প্যাকেজ নিয়ে ঐ টাওয়ারের অধিনে যে সব গ্রাহক নেট ব্যবহার করছে, তাদের সবার ব্যবহারের মোট চাপ যদি 40Mbps বা এর বেশি হয় তবে এদের কানেক শনে নানা রকম ভ্যাজাল দেখা দেয়।

আর এদের সিগনাল বা নেটওয়ার্ক খারাপ হলে তো কোন কথাই নাই। আপনার প্যাকেজের ফুল স্পিড আপনি কখনই পাবেন না।



সো এদের একটা টাওয়ারের মোট সাপলাই ব্যান্ডওয়াথ যদি 40Mbps হয় তবে এই ফকিররা লোকাল সারভার কী ভাবে তৈরি করবে ???

সেই ব্যান্ডওয়াথ তো এদের নেই। ঠিক আছে, লোকাল ব্যান্ডওয়াথ আর আন্তর্জাতিক ব্যান্ডওয়াথ আলাদা সেটা না হয় বুঝলাম, কিন্তু এদের টাওয়ার সাপলাইইতো 40Mbps.

তাহলে এই ফকিররা কী ভাবে লোকাল টরেন্ট সারভার বা লোকাল সারভার বা লোকাল FTP এর সারভিস দিবে ???



দেখেন না, মাসে এরা কতবার করে লাইনের উন্নয়ন-সমস্যা এইসব নানা কথা বলে সারভিস বন্ধ রাখে।

এগুলো করে ব্যান্ডওয়াথ বাঁচানোর জন্য।



মোবাইল কোম্পানি গুলো ম্যালা টাকা খরচ করে 3G এর লাইচেন্স কিনলো। এটা হচ্ছে শুধু অনুমতি।

ব্যান্ডওয়াথ তাদের আলাদা করে কিনতে হবে। সেটাও তো এক বিশাল অংকের খরচ। কোনভাবে হোক কিছু ব্যান্ডওয়াথ বাঁচাইতে পারলে সেটা তাদের লাভ না ??!!!



>>>আপনি গাড়ি চালানো শিখছেন। আপনাকে ড্রাইভিং এর লাইচেন্স দেওয়া হলো। গাড়ি তো দেওয়া হবে না। গাড়ি আপনাকে নিজেই কিনতে হবে।<<<

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫২

বেকার সব ০০৭ বলেছেন: 500 টাকা দিয়ে 1 বছরের জন্য স্ট্যাটিক IP ভাড়া নেয় তারা ভালো নেটওয়ার্কে ভালো স্পিড পায়। ভাল একটা তথ্য পেলাম, এদের কে Banglalion না বলে banglacat বলা দরকার

২| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

বেথুন বলেছেন: আমি এটা বলি.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.