![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই-সব হেলাফেলা, নিমেষের লীলাখেলা চারি দিকে করি স্তূপাকার, তাই দিয়ে করি সৃষ্টি একটি বিস্মৃতিবৃষ্টি জীবনের শ্রাবণনিশার।
স্পয়লার এলার্ট
প্রথমবার ট্রেইলার দেখেই হলে গিয়ে দেখার সিদ্ধ্যন্ত। কদিন থেকে অনেকের রিভিউ পরলাম।
আজ গেলাম দেখতে।
#রংপুরের শাপলা হলের সাউন্ড সিস্টেম মহা ফালতু।
#বিরতির আগে একবার কারেন্ট চলে গিয়েছিলো। মুভি ৩ মিনিট একজায়গায় পুশ হয়ে ছিলো।
#ব্রাইটনেস কম ছিলো, দেখতে কষ্ট হয়েছে।
#মেসে এসে মাথা ব্যাথা করতেছে।
#একবার হলেও মাহির অনন্ত জলিল এর সাথে জুটি হওয়া উচিৎ। এতে জলিল কিছু শিখবে + মাহিও কিছু শিখবে।
#শুভ তার বেস্ট টা দিয়েছে। তার চেষ্টার জন্য ধন্যবাদ।
#মাহির ছোটবেলার চরিত্রকে ধন্যবাদ।
#পরিচালককে বিশেষ ভাবে ধন্যবাদ। তার এই প্রচেষ্টা অব্যাহত থাকুক।
#মুভির প্রিন্ট অসাধারন। শুধু হলগুলো সত্যিকারে ডিজিটাল করতে হবে। তাহলেই আসল HD এর মজা পাওয়া যাবে।
#গান প্রত্যেকটাই ভালো ছিলো। আমি অ্যালবাম কিনতাম যতি বেরোতো। বেরোয়নি।
#ভিলেন হিসেবে সওদাগর অনেক ভালো পারফরমেন্স দিয়েছে।
#কলোমবিয়ানা+হিন্দি,ইংরেজি ওয়ান্টেড+ধপ করে প্রেমে পরার বাংলামুভি ট্রেডিশন ভালোভাবেই ফলো করা হয়েছে।
#মাহির মত ফর্শা নায়িকার প্রেমে পরা স্বাভাবিক, এটা দোষের মধ্যে ফেলি না।
#গানগুলোতে মাহির এক্সপ্রেশন ভালো (লে) গেছে।
#মোট কাহিনী ট্রেইলারেই ফাঁস হয়েছে।
#আইটেম গানের ক্লাবে থাই কাওকে দেখলাম না।
#আইটেম গানের ভিডিওতে এন্টিয়ালাইজিং এর সমস্যার কারনে কিছু কাটা কাটা দাগ পাওয়া গেছে।
#মাহিকে শুভর ট্যাবের পাসওয়ার্ড সরবরাহ করলো কে এবং কখন ???
#মাহির পায়ে গুলির আঘাত পাওয়া + ফ্ল্যাশব্যক + গান এবং গানে গটগট করে হাটতে পারা দেখে এটাই প্রমান হয় যে থাইল্যান্ড এর হাওয়া বাতাস অতিরিক্তই স্বাস্থ্যকর।
#মাহির ছোটবেলার ছবি গ্রাফিক্যালি ডেভলপ কারার কথা ছিলো। কিন্তু তার আগেই ঢাকা থেকে পরিচালক হাতে আঁকা ছবি পাঠিয়ে দিলেন। মজা লাগলো।
পুনশ্চ: মাহির SEXY হওয়ার চেষ্টা বাদ দিতে হবে !!!
পুনশ্চ: এ রকম ছবি অন্য পরিচালকের কাছেও আশা করি।
পুনশ্চ: মুক্তির দু’দিন পরেও মানুষের যে আগ্রহ দেখলাম সেটা সত্যিই মুগ্ধকর।
পুনশ্চ: থাইল্যান্ড যাওয়ার সখ থাকলো।
©somewhere in net ltd.