![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই-সব হেলাফেলা, নিমেষের লীলাখেলা চারি দিকে করি স্তূপাকার, তাই দিয়ে করি সৃষ্টি একটি বিস্মৃতিবৃষ্টি জীবনের শ্রাবণনিশার।
হতাসার দ্বিতীয় পর্যায়ে আছি এখন। এখন বলতে গেলে উপদেশ এত বেশি পাচ্ছি যে পুরাই কনফিউজ।
ছোটভাই বলে ফ্রিল্যানসিং করতে হবে, টাকা কামাতে হবে। বড়ভাই বলে আগে কাজ শেখো। টাকা পয়সার কথা পরে চিন্তা করো।
পরিবার থেকে কথা পড়াশুনা কর, ভালো একটা সারটিফিকেট নাও, টাকাপয়সা কামাই করা শেখ। নিজের টাকায় সখ-আল্লাদ পূরন কর।
কোন দিকে ছাড় নাই। সবাই আমাকে আলাদা আলাদা কাজ করতে বলছে কিন্তু যোগ করলে বিশাল হয়ে যাচ্ছে অংকটা।
বড়ই অস্থির লাগতেছে।
তার উপরে Fiverr আজ এই মেসেজ দিছে.........
মানে এক চরোম অবস্থায় চলে গেছি।
২| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৩
বেথুন বলেছেন: আপনি কী ধরনের কাজ করেন দাদা ???
৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৩
ধ্রুঊবতারা বলেছেন: আমি অনেকদিন চেষ্টা করার পর একটা পাইছি। ঘন্টায় ৫ ডলার। দুই সপ্তাহ পর পর পর ৬-৭ ঘন্টার করে কাজ দিবে। খারাপ না, কি বলেন?
৪| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৪
রাজীব বলেছেন: প্রোগ্রামিং করি
তবে ওয়েবের কাজে মনে হয় বেশী ইনকাম
শিখার চেস্টা করছি।
৫| ১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
বেথুন বলেছেন: আমি SEO শেখার চেষ্টা করছি।
৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৫
এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৫
রাজীব বলেছেন: চালিয়ে যান। ওয়েবের কাজ শিখতে পারেন। ফ্রিল্যান্সিং করতে হলে কয়েকটি কাজে দক্ষ হতে হবে। ভালো কাজ শিখার চেস্টা করুন ও লেগে থাকুন। সফলতা আসবেই।
আমি কয়েকমাস চেস্টা করে মাত্র ১০ ডলারে একটি কাজ ধরেছিলাম। সেটি করতেও প্রায় ২ সপ্তাহ লেগেছিল আর এখন কয়েকশ ডলারের কাজ করা কোন ব্যাপারই না। সেই ১০ ডলারের কাজটি এখন কেউ করতে বললে ২০০ ডলারে নীচে করবো না।
লেগে থাকুন। সফলতা আসবেই।