নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুয়া মফিজ

ভুয়া মফিজের সাথে ভুয়ামি না করাই ভালো...

ভুয়া মফিজ › বিস্তারিত পোস্টঃ

Find Hot Russian Singles – বিশাল জ্বালার অপর নাম

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯




সামুতে আমার যে কোন পোষ্ট খুললেই ইদানিং পোস্টের শেষে যে এড টা আসে সেটা হচ্ছে Find Hot Russian Singles, একটা সুদর্শনা, স্বল্পবসনা এবং নিঃসন্দেহে আকর্ষনীয়া তরুনী উপুর হয়ে শুয়ে আছে। সাথে আবার জয়েন করার জন্য বাটন ও আছে! তো আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই। ইন ফ্যাক্ট, কি এড দেখায় এটা নিয়ে আমার তেমন একটা মাথা ব্যাথাই নাই। নেহায়েত চোখের সামনে এমন সুন্দরী তাই মাঝে-মধ্যে চোখ যায়, সেটা কার না যায়!! তবে ট্রাস্ট মি, সুন্দরীকে আমি আমার মা-বোনের মতো না দেখলেও কোন খারাপ নজরে দেখি না। আর জয়েন করার তো কোনো প্রশ্নই আসে না। এতদিন সবই ঠিক-ঠাক মতো চলছিল, সমস্যা বাধলো গতপরশু রাতে!

ফেসবুকে আমার একটা নামমাত্র একাউন্ট আছে, আমি সেখানে একেবারেই সক্রিয় না। আমার বউ এর ব্যাপারটা ঠিক উল্টা। সারাদিন উটপাখির মতো মুখ গোজা থাকে। কিছু বললে উত্তর দেয়, তবে মোবাইলের স্ক্রীন থেকে চোখ সরায় না। ও জানে আমি সামুতে লেখালেখি করি, ল্যাপটপ নিয়ে বসে থাকি। ও নিজে যেহেতু মোবাইল নিয়ে বসে থাকে তাই এটা নিয়ে তেমন কিছু বলে না।

কাল রাতে বললো, ইদানীং দেখি বাসায় যতোক্ষন থাকো, ল্যাপটপ নিয়েই বসে থাকো, টিভিও দেখো না। ঘটনাটা কি? লেখালেখি করো নাকি অন্য কিছু করো?
আমি বললাম, অন্যকিছু মানে কি? অন্যকিছু কি করবো? সামুতে ইদানীং কিছু পরিবর্তন হচ্ছে, তাছাড়া ইটালীর লেখাটাও শেষ করবো তাই একটু বেশী সময় দিচ্ছি। তারপর একটু খোচা দিয়ে বললাম, ফেসবুক বাদ দিয়ে অন্যদিকে নজর দেয়ার সময়ও তোমার তাহলে হয়! ভালোই তো, ভালো না! এই খোচাটা দিয়েই খাল কেটে কুমির আনলাম। ও মোবাইল ফেলে রেখে উঠে এসে বললো, দেখি তো লেটেস্ট কি লিখলা?

আমি পেইজটা ওপেন করে দিয়ে ওর মুখের দিকে হা করে তাকিয়ে রইলাম যেনো একটা এক্সপ্রেশানও মিস না করি। দেখি আমার বউএর হাসি হাসি চাদমুখখানা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। দেখছে তো দেখছেই, আবার মাঝে মাঝে মাউস ক্লিকও করে! একটা ছোট লেখা পড়তে এতোক্ষন লাগে? এদিকে বউ এর মুখ থেকে কিছু প্রশংসাবাক্য শোনার জন্য আমার আর তর সইছে না। শেষে আর না পেরে অধৈর্য হয়ে বললাম, একটা ছোট লেখা পড়তে এতোক্ষন লাগে? ধীরে ধীরে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ও পূর্ণদৃষ্টিতে আমার দিকে তাকালো। চোখে একটা অপার্থিব গা শিউরানো শীতল ভাব, দেখার ভূল হতে পারে তবে একটু আগুনও দেখলাম বলে মনে হলো। সম্পুর্ন অচেনা দৃষ্টি। ভাবলাম, কি হলো! ইটালীর ভ্রমন কাহিনী পড়ে তো ওর উপর প্রেতাত্মা ভর করার কথা না! ওর সাথে পরবর্তী কথাবার্তা হলো নিম্নরুপ;

- তোমার সব পোষ্টেই মেয়েদের এড কেন?
- এড তো আমি দেই না। আমি কি করে বলবো?
- নিশ্চয়ই তুমি এই ধরনের কোন পেইজে ক্লিক করছো, তাই এই এড আসে।
- তুমি অযথাই সন্দেহ করছো। আশেপাশে এতো ইংলিশ মেয়ে তাদের দিকেই নজর দেই না, আর এতো দুরের রাশিয়ান মেয়ে!! ইনফ্যাক্ট, কোনো সিঙ্গেল মেয়ের ব্যাপারেই আমার কোন ইন্টারেস্ট নাই।
- তাহলে কি ম্যারিড মেয়েদের ব্যাপারে ইন্টারেস্ট তোমার?
- দ্যাখো, কথা প্যাচায়ো না। একমাত্র তুমি ছাড়া আর কোন ম্যারিড মেয়ের প্রতি আমার কোন আগ্রহ নাই। আর তোমার সাথে আজাইরা বিষয় নিয়ে কথা বলারও বিন্দুমাত্র আগ্রহ নাই আমার! ভূলে কোথাও ক্লিক পরতেই পারে, তবে ইন্টেনশনাল কিছু ঘটে নাই। তুমি নিশ্চিত থাকতে পারো। যাইহোক, আমি ঘুমাতে গেলাম। তোমারও ঘুমানো উচিত, তাহলে মাথা ঠান্ডা হবে!

সম্পূর্ন অপ্রত্যাশিত আক্রমনে দিশেহারা অবস্থায় এতো কথা বলতে গিয়ে একটু তোতলা ভাবও চলে এসেছিল আমার কথায়। এতে করে ওর চেহারায় সন্দেহ আরো ঘনীভূত হতে দেখলাম, চোখ দেখে আমার কথায় কোনভাবেই নিশ্চিন্ত হলো বলে মনে হলো না!!

সর্বশেষ আপডেট হলো, আমার সাথে কথা বলে, তবে একটু ত্যাড়াব্যাকা ভাষায়। প্রশ্ন একটা করলে উত্তর দেয় আরেকটা। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, ’ফিলিং স্যাড’। চারিদিকে দেখলাম ’কি হলো, কি হলো’ রবে হাহাকার পরে গিয়েছে। মানুষের কি খেয়েদেয়ে আর কোন কাজ-কাম নাই? আজকাল আনন্দের কিছু ঘটে নাকি? মানুষের তো স্যাডই থাকার কথা! এটা নিয়ে এতো মাতামাতির কি আছে? ভয়ে আছি আবার কোন বেফাস মন্তব্য বা স্ট্যাটাস দিয়ে না বসে!!!

বলেন তো দেখি আমার কি দোষ?

(ছবিটা আমি তুলি নাই, সন্দেহাতীতভাবেই নেট থেকে নেয়া)

মন্তব্য ৫৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

মানিজার বলেছেন: খারাপ ।

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

ভুয়া মফিজ বলেছেন: খুবই.......কিন্তু কি?

২| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪

মানিজার বলেছেন: ঘটনাটা খারাপ । আপনে / বউ কাউকে বলিনাই ।

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭

ভুয়া মফিজ বলেছেন: তা তো বটেই! আমাদেরকে যে বলেন নাই এতেই আমি খুশি!!

৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ইহা সত্য কাহিনি?

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

ভুয়া মফিজ বলেছেন: মিথ্যা মনে হচ্ছে? ভাবছেন রম্য লিখেছি? তাহলে স্ক্রীনশট দেখেন,

৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমি তো কোন সুন্দরী মডেলকে দেখতে পাচ্ছি না; মিস হয়ে গেলো নাকি?

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১

ভুয়া মফিজ বলেছেন: আপনের আগে মোহেবুল্লাহ অয়ন এর উত্তরে স্ক্রীনশট দেখেন। সুন্দরী মডেল আছে..... :)

৫| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এড ব্লক ইন্সটল করে নেন। আপনার উত্তর গুলা আরোও ভাল করে দিতে পারতেন। প্রশ্ন শুনে এমন ভীতু ভাব আসলে কেমনে চলে! :-B

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

ভুয়া মফিজ বলেছেন: ভাইরে.....মাথার মধ্যে অন্য জিনিস ছিল, তার মধ্যে হঠাৎ এই আক্রমন!!!
একটু আউলায়া গেছিলাম........... :)

৬| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ও আচ্ছা। আপনার এই হার দেখে ভিতরে ভিতরে জ্বলে উঠেছিলাম। এভাবে পুরুষ জাতির হার হল! আফসোস। :(

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯

ভুয়া মফিজ বলেছেন: হে হে হে......পুরুষরা নারীদের কাছে সবসময়ই হারে, এটা আর নতুন কি? শুধু মিডিয়াতে কম আসে!!!
পুরুষ নির্যাতনের কথা কি কখনও শোনেন নাই?

৭| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩

ওবায়দুল হক বলেছেন: নাহ্ আমরা নিশ্চিত। আপনার স্ক্রীনশটে তেমন কিছুই নেই। আপনার হ্যালুসিনেশন হচ্ছে। নিশ্চয় রাশিয়ান মেয়েদের মনে মনে কল্পনা করেন। =p~ যাই হোক মজা করছিলাম। এডগুলো আসে গুগলে আপনার সার্চ রেজাল্টের উপর ভিত্তি করে। যেমন গত রাতে আমি গুগল সার্চে টপ হোষ্টিং নিয়ে সার্চ করছিলাম। আজ আমাকে হোষ্টগেটর এর এড দেখাচ্ছে। গুগল যদি আপনার সার্চ হিষ্ট্রি না পায় তবে আপনার আপনি লোকেশনের উপর ভিত্তি করে ওই এলাকার এড দেখাবে। সো বিষয়টা কি দাড়ালো.....??? #:-S

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০১

ভুয়া মফিজ বলেছেন: লোকেশনের উপর ভিত্তি করে ওই এলাকার এড দেখাবে তাও হতে পারে, আবার সার্চ রেজাল্টের উপর ভিত্তি করেও হতে পারে, কি জানি!! আমি তো এদের খুজি না!!!
আমার এই ল্যাপটপ বাসায় যেই আসে ইচ্ছে হলে ইউজ করে। তাদের কেউও খুজতে পারে!!! ঘটনা আসলে যে কি... কে জানে.... :(

৮| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

ওবায়দুল হক বলেছেন: নাহ্ আমরা নিশ্চিত। আপনার স্ক্রীনশটে তেমন কিছুই নেই। আপনার হ্যালুসিনেশন হচ্ছে। নিশ্চয় রাশিয়ান মেয়েদের মনে মনে কল্পনা করেন। =p~ যাই হোক মজা করছিলাম। এডগুলো আসে গুগলে আপনার সার্চ রেজাল্টের উপর ভিত্তি করে। যেমন গত রাতে আমি গুগল সার্চে টপ হোষ্টিং নিয়ে সার্চ করছিলাম। আজ আমাকে হোষ্টগেটর এর এড দেখাচ্ছে। গুগল যদি আপনার সার্চ হিষ্ট্রি না পায় তবে আপনার আই.পি. লোকেশনের উপর ভিত্তি করে ওই এলাকার এড দেখাবে। সো বিষয়টা কি দাড়ালো.....??? #:-S

৯| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্য ঘটনা তাও আবার আপনার ভাল লাগলো।

ভাবি যে খারাপ কোন মন্তব্য করে নাই এটাইতো বেশি।

যতি বলতো এসব দেখার জন্যই সামুতে পড়ে থাক তখন কি করতেন।

তাকেও সামুতে লেখা-লেখির জন্য উৎসাহিত করুন । তখন আর সন্দেহও থাকবো, সমস্যাও থাকবেনা।

১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫

ভুয়া মফিজ বলেছেন: খারাপ কোন মন্তব্য করার দুঃসাহস ওর নাই..... =p~। ওর কোনরকম লেখা-পড়ার ব্যাপারেই উৎসাহ নাই। সন্দেহ করুক, সমস্যা নাই। সন্দেহ করার মানে হলো আমাকে নিয়ে চিন্তা-ভাবনা করে, কি বলেন!

১০| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: তখন আর সন্দেহও থাকবেনা, সমস্যাও থাকবেনা।

১১| ১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই খুব যন্ত্রণাময় সময় পার করছেন!! আসলে মেয়েদের মাথায় সন্দেহ রোগটা প্রবল।
সাবধান থাইকেন ভাই ভাবি থেকে।

শুভকামনা আপনার জন্য।


ব্লগে এখন থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন এ্যাড দেখা যেতে পারে। আমরা সবাই যেন আন্তরিক থাকতে পারি আমাদের এই ব্লগটিকে স্বাবলম্বী করে তুলার চেষ্টায়। আমাদের সকলের লেখাগুলো যেন অনন্তকাল টিকে থাকে ভার্চুয়াল জগতে।

১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮

ভুয়া মফিজ বলেছেন: সমস্যা না, আমার কাছে এইটা মধুর যন্ত্রণা। উপভোগ করি......... ;)

১২| ১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ।

১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০২

ভুয়া মফিজ বলেছেন: এক ভাইয়ের বিপদে আরেক ভাইয়ের এভাবে হাসা ঠিক না হেনাভাই........ :((

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

জনদরদী বলেছেন: ভাই এ্যাড ব্লক ইউজ করুন আর এ্যাড মুক্ত রাখুন আপনার ব্লগ । গুগল ক্রোমের জন্য Fair AdBlocker এক্সটেশন ইন্সটল করুন । আর মজিলার জন্য Ad Block Plus করতে পারেন । মিস্টি কিন্তু খাওয়াতে হবে :>

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২

ভুয়া মফিজ বলেছেন: আমাদের এই শহরে তো দেশী মিষ্টি পাওয়া যায় না, নেন চীজকেক খান,

১৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

জনদরদী বলেছেন: ক্রোমের জন্য লিংক : Adblock Plus: Click This Link

Fair AdBlocker : Click This Link

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

ভুয়া মফিজ বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ।

১৫| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২২

আহমেদ জী এস বলেছেন: ভুয়া মফিজ ,



দারুন লেখা !
আপনার কোনও দোষ নেই । উল্টো আপনি পুরুষ নির্যাতনের শিকার যেমন এখানে ---
আরিফুল জোয়ার্দারের একটি দিন এবং হয়তো প্রতিদিন ... (স্ত্রীয়াশ্চরিত্রম দেবা না জানন্তি কুতো মনুষ্যা .....)

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩

ভুয়া মফিজ বলেছেন: পড়লাম, আনেকটা আমারই কেস। অনেক ধন্যবাদ।

১৬| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪২

সোহানী বলেছেন: ৫ ও ৮ নং মন্তব্যেই উত্তর আছে............ এগুলোতে সার্চ করলে বউয়ের ডলা প্লাস ফেইসবুক স্টাটাস কোনটাই মিস হবে না...........হাহাহাহা

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

ভুয়া মফিজ বলেছেন: মাইকেলের মেঘনাদ বধ কাব্যে পড়েন নাই..........
''আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে''?

১৭| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৫

তারেক ফাহিম বলেছেন: হাঃ হাঃ শেষে এড-এ সন্দেহের পাত্র করে তুলল!!!

অন্তত এই ব্যাপারে আমি ‍মুক্ত।

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

ভুয়া মফিজ বলেছেন: কিন্তু কতদিন?

১৮| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

এই ধরণের এড থেকে গবেষণামূলক অনেক ডাটা পাওয়া যায় যা কমার্শিয়ালি ব্যবহার করা যায়।

আমি এখন পর্যন্ত ৩৩ রকমের এড পেয়েছি।

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০০

ভুয়া মফিজ বলেছেন: আপাততঃ সকল প্রকার গবেষণা বন্ধ...... :)

১৯| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪০

হাতকাটা হাকিমুল বলেছেন: রাশিয়ান ওই এড পেতে কি করন লাগব কন তো ওস্তাদ, আমিও টেরাই করুম

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

ভুয়া মফিজ বলেছেন: ওবায়দুল হক ভাইএর কথাই ঠিক, লোকেশানের জন্যই হচ্ছে, কারন এই এড ছাড়াও ন্যাটওয়েষ্ট ব্যাংক, হ্যালিফ্যাক্স ব্যাংক, রয়্যাল মেইল ইত্যাদির এডও আসে, এগুলো তো দেশে দেখায় না।
তাই ওই এডের লাইগা আপনেরে ইংল্যান্ডে আইতে হইবো।

২০| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি এখন যেখানে বসি তার পেছনে গ্লাসের জানালা দিয়ে সব দেখা যায়। আশে পাশের কেউ এক ঝলক এসব এড দেখে মনে করতে পারে আমি এডাল্ট সাইটে বেশী সময় কাটাই!!!

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৮

ভুয়া মফিজ বলেছেন: অতি সত্যি কথা।

২১| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৩৯

যূথচ্যুত বলেছেন: আম্মো চাই ওই অ্যাড ! :(

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১০

ভুয়া মফিজ বলেছেন: এইহানে আইয়া পরেন........ :)

২২| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৩

মোস্তফা সোহেল বলেছেন: সত্যি আপনার কোন দোষ নাই।
আমারটাতে তো দেখি বিকাশের এ্যাড আসে।
আমি সৌভাগ্যবান মনে হইতাছে ;)

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১২

ভুয়া মফিজ বলেছেন: লোকেশানের জন্যই হচ্ছে, কারন এই এড ছাড়াও ন্যাটওয়েষ্ট ব্যাংক, হ্যালিফ্যাক্স ব্যাংক, রয়্যাল মেইল ইত্যাদির এডও আসে, এগুলো তো দেশে দেখায় না। আবার বিকাশ বা দেশের কোন এড এখানে আসে না।

২৩| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

কালীদাস বলেছেন: যতদূর জানি এই এডগুলো আসে নেট সার্ফিং এর প্যাটার্ণ থেকে। আমি টর ইউজ করি ব্লগে আসতে, মজিলায় বারবার ক্যাশ পরিষ্কার করতে বিরক্তি লাগে বলে। মজিলায় অনেক পেজেই আমাকে এয়ারলাইনগুলোর এড দেখাত গত সপ্তাহে, কারণ লং ডিসটেন্ট ফ্লাইটের টিকেট বুক করার জন্য বেশ ঘুরাঘুরি করেছিলাম বিগত দিনগুলোতে। আজকে দেখছি লোকাল ইলেক্ট্রনিক মার্কেটের এড দেখাচ্ছে; কারণ গত কয়েকদিন একটা ফোন কেনার জন্য ঘুরাঘুরি করছিলাম। আপনার প্যাটার্ণটা পেয়েছে সম্ভবত বাংলা নিউজপেপার থেকে। ভুল বলেছি কি?

১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

ভুয়া মফিজ বলেছেন: বাংলা নিউজপেপার তো আমি প্রতিদিনই পড়ি, কিন্তু তাতে করে এই এড আসবে কেনো বুঝলাম না....... :(

২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

চানাচুর বলেছেন: সমবেদনা রইলো মফিজ ভাই :D

আমার এখানেও জিপি ইন্টারনেটের এড দেখায় অথচ আমি মোবাইল ডাটা ইউজ করিনা অনেকদিন হল :|

২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮

ভুয়া মফিজ বলেছেন: আসল ঘটনা কি জানি না। এড সিলেকশানের একটা প্যাটার্ন তো অবশ্যই আছে। গত কিছুদিন ধরে ফোর্ড গাড়ীর এড দেখাচ্ছে। আমি জীবনেও এই গাড়ী খুজি নাই.... :(
সমবেদনার জন্য ধন্যবাদ।

২৫| ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৯

চানাচুর বলেছেন: পোস্টটি বিড়ম্বনার হলেও খুবই মিষ্টি লেগেছে পড়তে। ভাবীরও রাগ নিশ্চয়ই পড়েছে !:#P

২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৩

ভুয়া মফিজ বলেছেন: ভাবীরও রাগ নিশ্চয়ই পড়েছে অবশ্যই। ওটা ছিল সাময়িক রাগ। ও জানে আমার চরিত্র ফুলের মতো না হলেও কাছাকাছি পবিত্র :)। আর আমার বিড়ম্বনায় ছিল সাময়িক। সহমর্মিতার জন্য ধন্যবাদ।

২৬| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

খায়রুল আহসান বলেছেন: পোস্টে শেষ মন্তব্যের ঠিক এক বছর পর আপনার এ পোস্টে এলাম একটা লিঙ্ক ধরে। রম্য হিসেবে লেখাটা বেশ ভাল লেগেছে, তবে আপনার সেই সাময়িক দুর্গতির অংশটুকু পড়ার সময় বেশ খারাপ লাগছিল।
সম্পূর্ণ অপ্রত্যাশিত আক্রমণে দিশেহারা অবস্থায় এত কথা বলতে গিয়ে একটু তোতলা ভাবও চলে এসেছিল আমার কথায় - হায় রে! :) :(
যাক, সবশেষে সবকিছুর মধুরেণ সমাপয়েৎ হয়েছে জেনে অবশ্য খুব ভাল লাগলো।

২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

ভুয়া মফিজ বলেছেন: এতো পুরানো পোষ্ট কষ্ট করে পড়ার জন্য প্রথমেই আপনাকে বড় করে একটা ধন্যবাদ।
যথার্থ বলেছেন, সাময়িক দুর্গতি, তবে এরকম একটু-আধটু দূর্গতি না থাকলে তো জীবনটাই পানসে হয়ে যায়, তাই না!! :)

এতো পুরানো পোষ্টে আপনার অপ্রত্যাশিত মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ।

২৭| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

ব্লগার_প্রান্ত বলেছেন: আমিও খায়রুল আহসান স্যারের মতো, ১ বছর পর হাজিরা দিলাম
আমার পিসিতে বহুদিন ধরে অ্যাড ব্লকার আছে, আমি পিসিতে কখনোই সামুর অ্যাড দেখিনাই, তবে কিছু সাইট আছে যেখানে অ্যাড ব্লকার চালু থাকলে সাইটে একসেস পাওয়া যায় না।
চীনের একটা কোম্পানির সাথে আমাদের উচ্চগতিসম্পন্ন ট্রেন আমদানি নিয়ে ঝামেলা চলছে, হেড কোয়ার্টার থেকে প্রচুর চাপ...তাও বিষয়টা দেখছি....।
হ্যাকার ম্যান আর্কিওপটেরিক্সের একটা মন্তব্য আমার ব্লগে আছে, আইসেন...

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

ভুয়া মফিজ বলেছেন: আপনার স্ব-উদ্ভাবিত জোকটা দারুন হয়েছে.....তুলনাহীন!!
হ্যাকার ম্যান আর্কিওপটেরিক্সকে বলেন, ব্যাপারটা খোলাসা করতে।

২৮| ১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৬

আমারে স্যার ডাকবা বলেছেন: লাস্ট আপডেট কি? কোন রাশিয়ান পরীকে কি দেশে টাইনা আনতে পারছেন? B-))

১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৪০

ভুয়া মফিজ বলেছেন: জ্বীন আর পরী নাকি একসাথেই থাকে। পরীকে (সে যেখানকারই হোক না কেন) টানাটানি করলে জ্বীনও চলে আসতে পারে.......তাই সেই চেষ্টা করি নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.