![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Apprentice Lawyer At Chittagong judge court বাস্তবতায় বিশ্বাসী,আমি মুসলিম হয়ে গর্বিত।
Sometimes আমাদের ভাল ডিগ্রি থাকে,ভাল একটা CV থাকার পরেও We fail to achieve our targets and get the dream job যেমনটি আমরা চাই। যদিও আমরা মুসলিম We believe that, আল্লাহ আমাদের তৈরী করেছেন এবং সব কিছুই তিনি আমাদের এই দুনিয়াতে সরবরাহ করবেন। সুতরাং আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে একা তাঁর উপর নির্ভর করা উচিত।
Beneficial tips and DUA for Finding A job:
চাকরির জন্য আমাদের শারীরিক(Physical) এবং আধ্যাত্মিক(Spiritual) উভয় সংগ্রাম করা উচিত।
Physical Effort:- মানে একটা ভাল শিক্ষা, preparing your CV or Resume, চাকরি খুঁজা, নিজেকে প্রস্তুত করা for an interview,
Spiritual energy :- মানে Relying On আল্লাহ Alone. Putting yout trust (আল্লাহর প্রতি আস্থা) hoping for his mercy এবং making prescribed Duas(দোয়া) for finding a job.
২) তাওয়াক্কুল :- আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপণ করা।
এটার অর্থ হল, You try finding a job here and there, you acquire a higher degree, Etc.
যদি আমরা আল্লাহর সর্বশক্তিমানের উপর ভরসা করি তবে Allah has saved something for you better than you expect. কিন্তু আমরা জানি না আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন।কিন্তু মনে রাখতে হবে ' dnt get depressed or dishearten and start thinking that failure is distined for me.
হাদীসে বলা হয়েছে," আমাদের মায়ের গর্ভে থাকা অবস্থায় আমাদের বিধান লিখিত আছে" (বুখারী হাদীসঃ৩১৫)।
২) তাকওয়া :- আল্লাহ পবিত্র কুরআন মাজীদে বলেছেন ঃ " যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরী করে দেন এবং তার জন্য আল্লাহই যথেষ্ট, তার উদ্দেশ্য আল্লাহ পূরণ করবেনই" (সূরা তালাক্ব ২-৩ আয়াত)।
তাকওয়া মানে To always be on guard and to protect yourself from sins, যদি কেউ তাকওয়ার অন্তর্ভুক্ত হয় তবে ইন-শা-আল্লাহ Allah will help them find the necessary Job Easily.
3)ইস্তেকফার( Istighfaar) :- কোরআন মাজীদে আল্লাহ নির্দেশ করেছেন, বেশি বেশি ইস্তেকফার করা। আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাওয়া।
হাদীসে ইস্তেকফারের কথা বলা আছে এমন, " আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুমু, ওয়া আতুবু ইলাইহি।’ দিনে দু'শতবার।
ইবনে উমার (রাঃ) বর্ণিত ' we would count that নবীজি (সাঃ) would say in one sitting one hundred times.
"Rabbigh firlee watubb alayya Innaka anta -at tawaabur Raheem"
thats means,' O my Lord forgive me and accept my repentance indeed you are the one who forgives and most merciful '
৪) Dua For finding a job After the Fajr Salah:-
নবীজি ফজর নামাজের পরে আমাদের সুন্দর একটি দোয়া শিখিয়েছেন for incresing provision for getting halal Earning.
ওম্মে সালামা (রাঃ) হতে বর্ণিত, " নবীজি এই দোয়াটা পড়তেন ফজর নামাজের পরে,
"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবাহ ওয়া আমালান মুতাকাববিলা"
বাংলা অর্থ :
হে আল্লাহ! আমি তোমার কাছে এমন ইলম চাই যা আমার জন্য উপকারী। এমন রিজিক চাই যা আমার জন্য পবিত্র ও হালাল। এবং এমন আমলের তাউফীক চাচ্ছি যা তোমার দরবারে কবূল হবে।
৫) উওম দোয়া In the HOLY QURAN for finding Job:-
" Rabbana atina fid-dunya Hasanatan wa fil'akhirati hasanatan waqina 'adhaban-nar " (সূরা বাকারা-২০১)
৬) দাশীলতা:- Giving In a small amount of donation or whatever you may afford even though you are broke. By giving charity and facilitating other in fulfillings their needs would assist u finding a Good job.
আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, " Allah will aid a servant (of his) so long As the servant aids his brother."
আর একটা মাধ্যম আছে অন্যদের আপনার জন্য দোয়া করতে বলা। that too will help a lot.
My Allah deliver every beliving person out of his condition and provide them a হালাল Job and real income.
May Allah make it easy for every muslim to find a job.keep looking for a job and keep on making দোয়া for finding a Job. (আমিন)।
SSB©
©somewhere in net ltd.