![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
মুস্তাফিজ বর্ষসেরা উদীয়মান বিভাগেও মনোনয়ন পেয়েছেন,। এর মধ্যে সাধারণ পাঠকেরা কেবল বর্ষসেরা উদীয়মান বিভাগে ভোট দিতে পারবেন। এর জন্য ক্রিকইনফোর সাইটে গিয়ে ভোট দিতে হবে।
ভোট দেওয়ার জন্য যা করতে হবে সেটি হলো, প্রথমে যেতে হবে নিচের লিংকটিতে—
http://www.espncricinfo.com/awards2015/content/site/awards2015/debut.html
লিংকটি খুললেই দেখবেন বর্ষসেরা উদীয়মান দশ খেলোয়াড়দের ছবি ও ২০১৫ এ তাঁদের পারফরম্যান্স দেওয়া আছে। কম্পিউটার থেকে ঢুকলে প্রথম সারির ডানদিকে পাবেন মুস্তাফিজের ছবি। আর মোবাইল থেকে ঢুকলে মুস্তাফিজের ছবি পাবেন দুই নম্বরে। সেখানে মুস্তাফিজের ছবিটিতে ক্লিক করে সিলেক্ট করুন তারপর পেজের নিচে চলে যেতে হবে। সেখানে নিজ নিজ নাম ও নিজের সক্রিয় ই-মেইল আইডি দিতে হবে।
এর নিচেই আছে ‘Vote Now’। এখানে ক্লিক করলেই আপনার ভোট দেওয়ার কাজটি সম্পন্ন হয়ে যাবে।
আসুন যত গুলো সম্ভব আমরা আমাদের মুস্তাফিজকে ভোট দেয়।
যত গুলো ইমেই আছে আপনার তত গুলো ভোট দিতে পারবেন। মাত্র এক মিনিটের ব্যাপার।
০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
যতগুলো সক্রিয় বা একটিভ ইমেইল আছে তত গুলো ভোট দিতে পারবেন। আমি বেশ অনেকগুলো দিয়েছি। যদি আপনার একাধিক ইমেইল থাকে বন্ধু বা পরিচিত ব্যাক্তির ইমেই আছে যা আপনি জানেন,কিন্তু ইন্টারনেট না থাকায় ভোট দিতে পারছে না, আপনি এই ক্ষেত্রে ওই ইমেইল দিয়ে আমি ভোট করতে পারেন। আমার মনে হয় এতে কোন অন্যায় হবে না।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পরিসংখ্যানই বলে দিচ্ছে কে হবে সেরা ডেবুট্যান্ট। ভোট দিয়েছি
০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
বিদ্যুৎ বলেছেন: প্রথম ধন্যবাদ ভোট দেওয়ার জন্য এবং তারপর মন্তব্যের জন্য।
এই বিভাগ থেকে কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। পরিসংখ্যান যার যা সেটা অবশ্য একটা ব্যাপার কিন্তু প্রতিটা দেশের লোক কিন্তু তাঁদের প্লেয়ারকে ভোট দিবে তাতে পরিসংখ্যান যায় থাকুক। তাই আমাদের বেশি বেশি ভোট দিতে হবে। আজকে আমার ছুটির দিন, বাসায় বসে শুধু মুস্তাফিজকে ভোট দিচ্ছি। ভাবছে এত ভোট কেমন করে দিচ্ছেন তাই না? আমার কাছে দেশি বিদেশি কমপক্ষে ২০০-২৫০ এর মত ইমেইল আইডি আছে। তাই দিয়ে দিচ্ছি। আশাকরি পরিশ্রম সার্থক হবে।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৬
অন্ধবিন্দু বলেছেন:
অবশ্যই! তা তার বলতে। খুব ভাল করেছেন পোস্ট করে।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩২
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আশাকরি বেশি বেশি ভোট দিবেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি ফার্ষ্ট!

নিউজটা পড়ে অব্দি ভাবছি কাজের ফাক পেলেই পোষ্ট দিব! আপনি দিয়ে বড়ই উপকার করলেন
দুই ই-মেইলে দুই ভোট দিয়েছি। বন্ধু বান্ধবদেরও জানাচ্ছি্
আমাদের কাটার এখানেও যেন সবাইকে কেটে টপেই থাকে তাই হোক ব্রত
+++++++++++++++++++