![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
ছবি ইন্টারনেট।
অমানুষ
-------------------------- বিদ্যুৎ
ম্যান বড় না ওম্যান বড়
হরহামেশা তর্ক যে কর?
কাজের মধ্যেই প্রমাণ কর
কে ছোট আর কেবা বড়।
দেখ সবাই চোখ মেলিয়ে
এসব কিবা তাহলে মিছে?
পুরুষ ছাড়া কিসে মেয়েলী
পায় না খুজে জনম পিছে।
ফি’মেল হইতে মেল চুরি
হিরোইন হতে কর হিরো
ক’টা তোমায় বলব বুঝি
পায়না হেথায় ফিরে দিশো।
ওরে গাধা ওরে নরাধম
এত বল না লজ্জা শরম
কাজের মধ্যেই প্রমাণ কর
কে ছোট আর কেবা বড়।
মানবী এর ঈ ছেঁটে দাও
হইতে নিজে মহা মানব,
লজ্জা তোর হয়না পুরুষ
সাঁজতে বীর মহা মানব।
হার ছাড়া হিরো হয় জিরো
নারী ছাড়া হও দেখি বুড়ো?
নর নারী কেহ নয় বিরোধী
মানব ছাড়া তুমি নও মানবী।
ফিমেল থেকে ফি ছেঁটে দাও
হিরোইন থেকে কাটো ইন
উল্টা-পাল্টা বললে পুরুষ
মানুষ নাম-ই হবে হীন।
©somewhere in net ltd.