নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

আমি জানি আমি কে।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৬



আমি অতি হিংস্র
তোমার হিংস্রতা আমাকে অতি হিংস্র করেছে।
আমাকে তো পাল্লা দিয়ে স্রোতের বিপরীতে কুমিরের সাথে লড়তে হবে।
আমাকে অতি ধ্বংসাত্মক হিংস্রতা অবলোকন করেছে অবিনশ্বর হতে।

আমি নশ্বর জানি
তোমার অভিশপ্ত কর্ম আমাকে অবিনশ্বর করেছে।
তোমার সমস্ত অপকর্ম ধবংস করে আমাকে সৃষ্টি করতে হবে সৎকর্ম।
মিথ্যার উপরে সত্যকে প্রতিষ্ঠিত করায় হচ্ছে আমার কাজের সারমর্ম।

জানি আমি ধার্মিক
তোমার অধর্ম-ই আমাকে অতি ধার্মিক করেছে।
তোমার লালন করা ধর্ম যে একে অপরের কাছে মারাত্মক অবিশ্বাসী।
সত্য ও ন্যায়ের অধিকার আদায়ে আমরা সবাই পরস্পর মহা বিপ্লবী।

আমি বিপ্লবী মহা বিপ্লবী
তোমার অক্রিয়তায় আমাকে মহা বিপ্লবী করেছে।
আমি শুধু অস্ত্র হাতে তোমার হীনতাকে আঘাতে করছিনা নির্বংশ ।
মসী হাতে আঘাতে আমি তোমার মুখোশ খুলে করব জীবন ধবংস।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জ্বলেপোড়ে ছারখার হতে চান নাকি?

(অদ্য আমি বিভ্রান্ত)

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৬

বিদ্যুৎ বলেছেন:



আমি জ্বলন্ত অগ্নিশিখা
আমি সবকিছু জ্বালায়
আমি নিজে জ্বলি না।

ধন্যবাদ, ভয় পাবেন না প্লিজ।

২| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দ্রোহে মন বিভ্রান্ত হয়।

২১ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:২৬

বিদ্যুৎ বলেছেন: হতে পারে তবে ভয়ের কিছু নেই।

৩| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর কবিতা +++

২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:১২

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য। ভাল থাকবেন রইল শুভকামনা।

৪| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা ++

২১ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:২৮

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য। ভাল থাকবেন সব সময়।

৫| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল ভাই। খুব সুন্দর লিখেছেন নিজকে বর্ণনীয় কবিতা।

শুভকামনা রইল ভাই।

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:২৬

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই। আপনার জন্যও রইল শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.