![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
মোঃ শামীম হোসেন (বিদ্যুৎ)
ওরা বুঝবে কি?
ওরা তো নিমক হারামের বংশধর
ইতিহাস থেকে শিক্ষা নিতে না অনড়।
ওরা করবে কি?
বন্ধুর ছলে নির্মাণ করিবে বন্ধুর পথ
যাদের প্রোটোপ্লাজমে মীর জাফরের শপথ।
ওরা মানবে কি?
ওরা তো মানতে নারাজ স্বীয় উক্তি
হেলায় ফেলায় মিথ্যা বলিবে ভাঙ্গবে ওয়াদা চুক্তি।
ওরা দেখবে কি?
লোলুপ চক্ষু যুগল রাখিবে মেলিয়া
দেখিতে পারিবেনা নিষ্ঠা যেথা বদজাত কর্নিয়া।
ওরা জাতে কি?
যাদের শুধু পরাধীনতার দীর্ঘ ইতিহাস
স্বাধীন হয়েও সইতে পারে ঘৃণ্য সবার উপহাস।
ওরা চাই কি?
জানেনা ওরা আসলে চাইতে হবে কিবা
তাই তো ওদের হবেনা ঐক্য জীবন দিবে বৃথা।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৪৯
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ রাজীব নুর আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪২
রাজীব নুর বলেছেন: সুন্দর।