![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
সব কথা বলতে পারিনা, তথ্য প্রযুক্তি আইন এর ৫৭ ধারার পর এবার ডিজি-টাল ৩২ ধারা!! কিন্তু ঐ যে দীর্ঘ দিনের বদভ্যাস অন্যায় অবিচার সকল অনাচারের বিরুদ্ধে না বলে থাকতে পারিনা। তাই কিছু বলা
মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেবের জন্য খুব কষ্ট লাগে। শেষ বয়সে মানুষ আল্লাহর ইবাদত একটু বেশি বেশি করে। অন্ততপক্ষে পাপাচার থেকে নিজেকে কিছুটা হলেও নিবৃত করে রাখে। পবিত্র রমজান মাস কিন্তু আব্দুল হামিদ সাহেবের তা আর হয়ে উঠছে না। সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোন দণ্ডপ্রাপ্ত আসামীকে দেশের এবং দেশের আপামর জনসাধারণের কল্যাণের স্বার্থে মহামান্য রাষ্ট্রপতি কেবল অভিযুক্ত ব্যাক্তিকে ক্ষমা করতে পারেন। কিন্তু যাদের তিনি ক্ষমতার অপব্যবহার করে ক্ষমা করে যাচ্ছেন তাঁতে তাঁর নিজের শাস্তি যে বৃদ্ধি হচ্ছে তা তিনি কিভাবে রোধ করবেন? শুনা যাচ্ছে এযাবৎ কালে সকল রাষ্ট্রপতি মহদয়গণের মধ্যে তিনি এই ক্ষেত্রে অগ্রগণ্য, সবচেয়ে বেশি অপরাধীকে ক্ষমা করে দিয়েছেন। এ যেন ক্ষমার দরিয়া! তার চেয়ে আইন করে সকল বিচার বহির্ভূত হত্যা বৈধ করে নিন।
৩১ শে মে, ২০১৮ রাত ৯:১৩
বিদ্যুৎ বলেছেন: শুরুর কথা বললে শুরু থেকেই বলতে হবে। মধ্যখানে শুরু করা প্রতিহিংসাপরায়ণ প্রকাশ পেল। শেখ মুজিব যে স্বাধীন বাংলাদেশে প্রথম সিরাজ শিকদারকে হত্যা এবং জাসদের ২০ হাজার নেতা কর্মী হত্যা করেছে সেইখান থেকে শুরু করতে হবে। শুধু প্রসঙ্গের বাইরে গিয়ে মিথ্যা তথ্য দিয়ে মন্তব্য করে কি ফাইদা নিতে চান?
২| ৩১ শে মে, ২০১৮ রাত ১০:১২
চাঁদগাজী বলেছেন:
শেখ মুজিব ঘোষণা দিয়ে করেননি; উনি আধা মিলিটারীকে ব্যবহার করেছলেন; বেগম জিয়া মিলিটারীকে যুক্ত করেছেন।
৩| ৩১ শে মে, ২০১৮ রাত ১০:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাষ্ট্রপতি জানেন তেনার জানাজায় লক্ষ লক্ষ লোক আসবে, দোয়া করবে...
০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০২
বিদ্যুৎ বলেছেন: হুম! হয়ত আপনি ঠিক বলেছেন।
৪| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: বলা হল না। বলাটা উসকে দেওয়া হল। সেটাই খেলা। জাদুময়তা। অথচ কোনো কৌশল নেই, ছলনা নেই। রহস্য ছাড়া বিস্ময়বোধ আর আনন্দের উদ্বোধন হয় না।।
দুষ্টলোক গুলো মরে সাফ হচ্ছে এটা তো ভালো।
০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাই কোন হত্যাকাণ্ড আমি সমর্থন করিনা। বিনাবিচারে হত্যা আরও একটি হত্যার দিকে ধাবিত করে। অতএব এই হত্যাকাণ্ড কোন সমাধান নয়।
৫| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ইতিহাস যেন ঘুরে ঘুরে আসে ..
ব্যর্থতার ডালি লয়ে বারবার
আঠার কি বাহাত্তার
ভিন্ন নামে একই কারবার!!!
কানে বাজে প্রথম সেই ক্রশ ফায়ার আর হুংকার
কোথায় সিরাজ শিকদার????
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১৩
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৮ রাত ৯:০১
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া ক্রস-ফায়ার চালু করেছিলেন; অল্পের জন্য আপনি উহাকে অনুভব করার সুযোগ পাননি, মনে হয়