![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
এ টি এম সামসুজ্জামান ফেসবুক লাইভে এসে দাবী করলেন যে তিনি মরেন নাই। কিন্তু ৭১ টিভি'র দাবী তিনি মরা, লাইভে এসেছিল এ টি এম এর প্রেতাত্মা! ৭১ টিভি'র ধারণা সুত্র হল "কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই" অতএব এ টি এম সামসুজ্জামান ফেসবুক লাইভে এসে প্রমাণ করল এটা তার প্রেতাত্মা!!!!!!!!!! হায় ৭১। ৭১ বানোয়াট সুত্র মতে একজন মানুষকে ৭/৮ বার মেরে ফেলার পর সে আর জীবিত থাকতে পারেনা। এ টি এম সাহেব যে জীবিত আছেন সেটা প্রমাণের জন্য তাকে কাদম্বিনীর মত মরেই তবে প্রমাণ করতে হবে সে জীবিত ছিল।
১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
বিদ্যুৎ বলেছেন: হুম!
ধন্যবাদ আপনাকে।
২| ১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মিডিয়ার আরো যাচাই করা উচিত সূত্র।
১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
বিদ্যুৎ বলেছেন: হুম। এভাবেই বিভিন্ন বিষয়ে ক্রমাগত মিথ্যা প্রচার করছে বিভিন্ন মিডিয়া। বিশেষ করে ৭১ টিভি। অহেতুক মিথ্যাচার। ধন্যবাদ আপনাকে।
৩| ১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
ত্রিকোণমিতি বলেছেন: উই দ্যা হুজুগে বাঙালী। মোট কথা আলোচিত নিউজ করতে হবে। হোক সত্য বা মিথ্যা
১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
বিদ্যুৎ বলেছেন: ঠিক তাই তবে মিডিয়া হিসেবে ৭১ টিভি খুবই মিথ্যুক। ধিৎকার।
আপনাকে ধন্যবাদ।
৪| ১৩ ই জুন, ২০১৮ রাত ১২:৩৭
রাজীব নুর বলেছেন: সস্তা অনলাইন গুলো ভিজিটর বাড়ানোর জন্য কুত্তা পাগল হয়ে গেছে।
তারা মনে হয় নিজের মা বোনকে বেচতে পারবে।
১৩ ই জুন, ২০১৮ সকাল ৭:৪৯
বিদ্যুৎ বলেছেন: সস্তা অনলাইনের কথা তো বিবেচনার মধ্যে রাখাই উচিৎ না। এটা ৭১ টিভি'র কাণ্ড। আগে দেখতাম যারা অনলাইন পোর্টাল বা সামাজিক মাধ্যমে লেখালেখি করে তাঁরা প্রতিষ্ঠিত গণমাধ্যমের রেফারেন্স দিত আর এখন মিডিয়াগুলো উল্টা কাজটি করছে। দেশে গণ মাধ্যমের ভূমিকা এমনিতেই প্রশ্নবিদ্ধ আর এরকম কাণ্ড করলে তো আর গণমাধ্যম বলে কিছু থাকে না।
৫| ১৩ ই জুন, ২০১৮ সকাল ৯:২৩
টারজান০০০০৭ বলেছেন: বিনুদুন !!
২০ শে জুন, ২০১৮ ভোর ৬:৫১
বিদ্যুৎ বলেছেন: হুম!
৬| ১৩ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৬
হাঙ্গামা বলেছেন: ওরা চেতনায় উদ্বুদ্ধ। মারতে দেন।
২০ শে জুন, ২০১৮ ভোর ৬:৫২
বিদ্যুৎ বলেছেন: হুম! চেতনা উতলিয়ে পড়ছে!!!!
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
হাসান কালবৈশাখী বলেছেন:
নায়ক রাজকেও মৃত্যুর আগে কয়েকবার হত্যা করা হয়েছিল।