![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
তৃনমূল থেকে হাইকমান্ড সবাই যেন প্রতিযোগিতায় নেমেছে, কে কত অদ্ভুত পল্টিবাজ! মূলত এই মঞ্চয়ান হচ্ছে। তাতে লাজ লজ্জার বালাই নাই।
ঝালকাঠিতে একজন ঠ্যাং উঠাইয়া দিসে আরেকজন সেই সুযোগ কামে লাগাইছে। সেই ঝাল ঘটনা একটু টক লাগছিলো। তাই আত্মহত্যার নাটক । এখন সেটা মিষ্টি ঘটনায় পরিনত হইছে। তিন বছর স্ত্রীর মত ব্যবহার করার পর এখন নাকি ধর্ষক সরদার শাহ্ আলম পল্টিবাজ ফারজানা নাদিরা'র বাপ হইসে। হায়রে তুই হইলি নারী জাতির কলঙ্ক।
ঢাবি ভিসি এরই মধ্যে পল্টিবাজ ভিসি হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন। সবার জন্য বিনে পয়সায় বিনোদনের খোরাক জুগিয়েছেন।
ইতিহাসের পাতায় শিক্ষক সমাজের কলঙ্ক হিসেবে একক আধিপত্য বজায় রেখেছে।
শেখ হাসিনা পাবনা যাবে এই খবর অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটু ব্যাঙ্গ করে বলেছেন তিনি পাবনায় বিশেষ একধরনের চিকিৎসা নিতে যাচ্ছেন। বিষয়টি আমি ব্যাক্তিগত ভাবে ঘৃণা ভরে প্রত্যাখান করেছি। কিন্তু পাবনায় গিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটাও সেরা পল্টিবাজ হওয়ার মতই একটি বক্তব্য। তিনি বলেছেন তার দল এবার ক্ষমতায় গেলে সব গ্রামগুলোকে শহরে পরিণত করবে। এটা কেমন পল্টিবাজ বক্তব্য হতে পারে বলেন তো দেখি? আমাদের তো সামনে জাদুঘর এ টিকিট কিনে প্রবেশ করে সংরক্ষিত ডামি গ্রাম দেখতে হবে!
১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:০৭
বিদ্যুৎ বলেছেন: শুভ সকাল। আপনাকে ধন্যবাদ প্রথম মন্তব্য করে আপনার ভাল লাগা জানানোর জন্য।
২| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১৩
বিদেশে কামলা খাটি বলেছেন:
আম জনতা ভোদাই যে দেশে সে দেশে এর চেয়ে আর ভালো কি দেখব?
১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১৯
বিদ্যুৎ বলেছেন: হুম! আপনি বেশ উদ্বেগের কথাই বলেছেন। তবে আমজনতা একসময় হয়ত জাগবে তখন আর এই পল্টিবাজী চলবে না। ধন্যবাদ আপনাকে।
৩| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের নেতারা তো আজীবন এমন কথাই বলে আসছেন।
শুনতে শুন অতে আমরা অভ্যস্ত।
১৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৩
বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ, আমরা অনেক উল্টাপাল্টা কথা আগে শুনেছি কিন্তু এরা যা বলছে তা তো আর কোন কথার সাথে তুলনা চলেনা। ধন্যবাদ আপনাকে।
৪| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৬
রক বেনন বলেছেন: গ্রাম কে কিভাবে শহরে পরিণত করবে তা তো বলা হয়নি। কোন কোন দিক দিয়ে পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন বা উন্নত করবেন তাও বলা হয়নি। এটাই শুভঙ্করের ফাঁকি!!
১৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৮
বিদ্যুৎ বলেছেন: প্রথমেই আপানাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আসলে আমাদের দেশে কোন রাজনৈতিক গোষ্ঠী বা ব্যাক্তি সেইভাবে বলে না। শুধু বলবে এটা করব সেটা করব কিন্তু কিভাবে করবে জিজ্ঞাস করলে বলতে পারবেনা। সব ভাঁওতাবাজি, তবে সব গ্রামগুলো শেখ হাসিনা শহর বানাবে এর চেয়ে আর কি ধোঁকাবাজী কথা আছে?
৫| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৬
ক্স বলেছেন: উন্নয়ন করার আর কোন জায়গা বাকি নাই - তাই এখন গ্রামগুলোকে শহর বানানোর খায়েস হয়েছে।
ঢাবি ভিসি স্রেফ একটা শিক্ষিত বেশ্যা ছাড়া আর কিছু নয়। নিজের মস্তিষ্ক ছাত্রলীগের কাছে ভাড়া খাটায়।
১৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৯
বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ, আপনি একেবারে সঠিক কথা বলেছেন। আপনাকে অশেষ ধন্যবাদ।
৬| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুব ভালো হবে ।
১৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪১
বিদ্যুৎ বলেছেন: হুম! খুব ভাল হবে।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:০২
স্রাঞ্জি সে বলেছেন: শুভ সকাল।
হা হা
"আমাদের তো টিকেট কেটে প্রবেশ করে সংরক্ষিত ডামি গ্রাম দেখতে হবে"। মজা পাইলাম।