![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
গত কিছুদিন পূর্বে গণমাধ্যমে একটি খবর এসেছিল বর্ষীয়ান রাজনৈতিক আশরাফুল ইসলাম অসুস্থ। তিনি নাকি কিছু বুঝতে পারছেন না এমনকি নিকট আত্মীয় কাউকে চিনতেও পারছেন না। হৃদয় ব্যথিত হল। লিখেছিলাম এই খবর যেন সত্য না হয়। কারণ হল বেশির ভাগ ক্ষেত্রে এই নিউজ গুলো এসেছিল বিভিন্ন নিউজ পোর্টালে। এবার একটি মূল ধারার পত্রিকা প্রথম আলো বাসস এবং ইউএনবি এর বরাত দিয়ে খবর করেছে শেখ হাসিনা এবং তার আশেপাশে কেউই কোটা আন্দোলনের যৌক্তিকতা বুঝতে পারছেন না। যদি সত্য হয় তাহলে বুঝা যায় যে পাবনা থেকে ফিরেও তিনি সুস্থ হন নাই।
আমরা তার সুস্থতা কামনা করি।
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৫
বিদ্যুৎ বলেছেন: আগে বুঝে কোটা বাতিল করতে চেয়েছিল কিন্তু পাবনা থেকে ফিরে আর কিছু বুঝতে পারছে না। হয়ত কিন্তু বললে হবে না সোজা লাইনে আসতে হবেরে কুদ্দুইসা!
আমি তার সুস্থতাই কামনা করেছি, তার অসুস্থতা কামনা করি নাইরে কুদ্দুইসা। বুঝলে?
২| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৬
ফেনা বলেছেন: শিকঁড় খুজঁ শিকঁড়...
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৯
বিদ্যুৎ বলেছেন: হুম! সে তো তার শিকড় এদেশ থেকে উপড়িয়ে বিদেশে পুঁতেছে।
৩| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:২১
শাহিন বিন রফিক বলেছেন:
শেখ হাসিনার মত এমন জাদরেল প্রধানমন্ত্রীর মুখে এমন কথা কি শোভা পায়?
তিনি অসুস্থ নন, এটা তাঁর রাজনীতির ম্যাজিক। খালেদা ইস্যু দুরে রাখার জন্য তিনি ইচ্ছে করেই এগুলো করেছেন।
আমার বিশ্বাস উনি জাতীয় নির্বাচনের তফসিলের আগেই কোটা দাবীদের হাতে অন্তত কিছু হলেও খড়-কোটা ধরিয়ে দিবেন।
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৮
বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ আপনি হয়ত ঠিক বলেছেন। অপেক্ষায় রইলাম কি হয়। ধন্যবাদ আপনাকে।
৪| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১:৩৩
কাওসার চৌধুরী বলেছেন: দেশটা উনার বাপ দাদার সম্পত্তি । এজন্য উনি যাহা বলিবেন তাহাই সকলে মানিয়া লইতে হইবে । উনার কথাই আইন।
১৮ ই জুলাই, ২০১৮ ভোর ৫:২৮
বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ আপনি ঠিক বলেছেন। ওনার কথার আইনই ওনাকে ধবংস করবে।
৫| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জায়গা মত একটা বাড়ি খেলে সব বুঝতে পারবেন বাংলা সিনেমার মত...
১৮ ই জুলাই, ২০১৮ ভোর ৫:২৯
বিদ্যুৎ বলেছেন: হুম ঠিকই বলেছেন। অপেক্ষায় রইলাম কি হয়!
৬| ১৮ ই জুলাই, ২০১৮ ভোর ৪:২০
চাঁদগাজী বলেছেন:
না হয়েছে রম্য, না হয়েছে বোধগম্য
৭| ১৮ ই জুলাই, ২০১৮ ভোর ৪:২২
অক্পটে বলেছেন: উনি এটাওতো বুঝতে পারছেন না ভোটের আগের রাতে সব ভোট একটা নির্দিষ্ট মার্কায় মেরে সকালে কেন্দ্র থেকে পুলিং এজেন্টদের বের করে দিয়ে নির্বাচন কমিশান দিয়ে সিল মারিয়ে নিজের দলকে পাস করালে কি এমন সমস্যা হয়? ভোটত ভোটই সিল মারা থাকলেইত হয়। নৌকা মার্কায়তো সিল মারাই আছে। পাস ত আমরাই করেছি। সংবিধানে ত ভোটের কথা লেখাই আছে।
আমরা বুঝতে পারছিনা এমন ভোট হলে কী কারণে আমাদের অবৈধ বলা হয়!
১৮ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩০
বিদ্যুৎ বলেছেন: বুঝবে ঠিকই কিন্তু অসময়ে যখন আর শেষ রক্ষা হবেনা। ধন্যবাদ।
৮| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৭
কাইকর বলেছেন: এগুলোর মাথা ঠিক আছে ।এগুলো জাতে মাতাল তালে ঠিক ।ঘুম করলে বলবে ঠিক ,ঘুষ খেলেও বলে ঠিক ।বিরোধিতা করলে বলে বেঠিক।আমাদের প্রধানমন্ত্রী এমন ওই সঠিক।
২০ শে জুলাই, ২০১৮ সকাল ৭:০৪
বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ আপনি ঠিক বলেছেন। আমরা জাতি হিসেবে দুর্ভাগ্যবান। জুলুম অত্যাচার নির্যাতনের সাথে তিরস্কার শুনতে হয়।
৯| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৫
রাজীব নুর বলেছেন: শত্রুর সাথে হেসে কথা বলতে পারা মানেই রাজনীতি
আমি সেই রাজনীতি আজো শিখতে পারিনি।
২০ শে জুলাই, ২০১৮ সকাল ৭:০৮
বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ আমরা হয়ত অতটা সুন্দর ভাবে পারিনা কিন্তু উনি একজন রাজনৈতিক ব্যাক্তি হিসেবে যে ধরনের তামাশার কথা বলেন তা যেন আমরা যারা নতুন প্রজন্ম কাছে অকল্পনীয় হয়।
১০| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০১
মিঠু পারভেজ বলেছেন: আমিন
২০ শে জুলাই, ২০১৮ সকাল ৭:০৮
বিদ্যুৎ বলেছেন: হুম!
১১| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১০
হাঙ্গামা বলেছেন:
তাহাজ্জুত নামায আর হজ্জ্বে কাজ হবে না যদিনা জনগনের সাথে অন্যায় করা হয়। আখেরাতে হিসাব দিতে হবে।
২০ শে জুলাই, ২০১৮ সকাল ৭:১২
বিদ্যুৎ বলেছেন: হক্কুল ইবাদ নষ্ট করলে তার জাহান্নাম ছাড়া উপায় নাই। কিন্তু আখিরাত, জান্নাত, জাহান্নাম যারা বিশ্বাসই করে না তাদের কাছে আবার হিসাবের মুল্য আছে? আল্লাহ তাদের হেদায়েত নসীব করুন।
১২| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৫
ব্লু হোয়েল বলেছেন: ছাত্রলীগ<যুবলীগ<বুড়ালীগ সব শেষ করে ভাবছি কেন মিথ্যার বেসাতি করলাম । জাতীয় সংসদ পবিত্র জায়গা । সেখানে দাঁড়িয়ে একবার বললেন কোটা থাকবে না (যদিও দাবি ছিল কোটা সংস্কারের বাতিলের নয়) । আবার সেখানে দাঁড়িয়ে কোটা বাতিল সম্ভব নয় বলে মন্তব্য ।
২০ শে জুলাই, ২০১৮ সকাল ৭:১৫
বিদ্যুৎ বলেছেন: যেদিন সংসদে দাঁড়িয়ে বলেছিল কোন কোটা রাখবেনা সেদিনই লিখেছিলাম এটা চরম ভণ্ডামি। চাইল কোটা সংস্কার উনি বললেন বাতিল! হায়রে অসত্যবাদী!
১৩| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩২
অক্পটে বলেছেন: জাতির ঘাড়ে সিন্দাবাদের ভুত হয়ে চেপে বেসেছে এইজন। জাতি তাকে ঘাড় থেকে নামাতে পারছেনা এখন।
২০ শে জুলাই, ২০১৮ সকাল ৭:১৭
বিদ্যুৎ বলেছেন: হুম! ঠিক বলেছেন। এই অমানিশার সেই কোথায় আমরা জানিনা। তবে শেষ একবার হবেই।
১৪| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০০
বরুন মালাকার বলেছেন: ব্লু হোয়েল, তাবলীগ ?
১৫| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৩
চাডেরনুর বলেছেন: সামান্য লেখা বুঝার যোগ্যতা চাদগাজির নাই, হায়রে পাখির মগজ
২১ শে জুলাই, ২০১৮ সকাল ৭:০২
বিদ্যুৎ বলেছেন: কীটপতঙ্গের পক্ষে কি আর মানুষের বিষয় বোঝা সম্ভব!
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৯
আখেনাটেন বলেছেন: হা হা হা; ওরে কুদ্দুস, একই অঙ্গে কত রঙ্গ দেখবি তুই দ্যাখে যা...।

এক অর্থে নেত্রী খারাপ বলেন নি। ঘুষ, দুর্নীতি ইত্যাদির মতো মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে কোটাতে কেন ছাত্ররা। ধরলে মূল ধরে টানো তখন আগা মাথা সব আসবে। এটাই হয়ত মাননীয়া বুঝাতে চেয়েছেন।