নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে ঢুকতে না পেরে মাহির আফসোস

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৩৮



জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর মাহমুদুর রহমান মান্না আর মাহী বি চৌধুরীর মধ্যেকার ফোনালাপ নিয়ে খুব আলোচনার ঝড় উঠেছে। অনেক জাতীয় গণমাধ্যমে ফলাও করে প্রচার ও প্রকাশ করা হয়েছে। এটার পিছনে যে সরকারের একটা বিরাট অবদান আছে তাতে কোন সন্দেহ নেই। কারণ গোপন কথোপকথন আমাদের মত আমজনতা নিশ্চয় ফাঁস করেনি।

যাইহোক এই জাতীয় ঐক্যফ্রন্ট প্রক্রিয়ায় বি চৌধুরী শুরু থেকেই জড়িত ছিলেন। তাই তাঁকে বাদ দিয়ে এই ঐক্যফ্রন্ট স্বাভাবিক ভাবে আলোচনা সমালোচনা হতেই পারে। কিন্তু এই বিচ্যুত ঘটার জন্য কিন্তু তাঁর ছেলে মাহীর বিতর্কিত ভূমিকায় দায়ী।

জনাব মান্না আর মাহীর মধ্যে এই ফোনালাপে বেশ নাটকীয়তা লক্ষ্য করা যায়। মাহী একবার বললেন এটা জাতীয় ঐক্যের নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র আবার মান্নার এক প্রশ্নে মাহী বলেন আমরা তো ঐক্য থেকে বের হয়নি আপনারা আমাদেরকে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বের করে দিলেন।
তার মানে কি হল? একবার জাতীয় ঐক্যফ্রন্টকে বলল রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র আবার সেখান থেকে বের করে দেওয়ার কারণে আফসোস করে মাহী বললেন আমরা তো বের হয়নি আপনারা আমাদের বের করে দিলেন। শুধুই সুবিধাবাদী, তাই না?

জোটের রাজনীতিতে নাম সর্বস্ব দলের বেশ কদর। আর এই কৌশলে ইনু, আনোয়ার,বড়ুয়া, মাজভান্ডারিসহ অনেকেই সুবিধা নিচ্ছে।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:১২

বাকপ্রবাস বলেছেন: মাহি যে সরকারী এজেন্ট সেখানে কোন ভুল নেই, সুন্দর সাইজ করা গেছে

১৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:০১

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ আপনি হয়ত ঠিক বলেছেন। মাহীর কথা আর কাজ আসলে তাই প্রমাণ করে। তারা সরকারের এজেন্ট হয়ে ফ্রন্টে ঢুকতে চেয়েছিল এটা ঐক্য ফ্রন্ট নেতারা ধরে ফেলেছেন। তাই আউট হয়ে এখন হতাশ হয়ে পড়েছে বাপ বেটা বিকল্প ধারা।

২| ১৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শিরোনামে ও লেখাতে সহমত। মাহীকে আমার ভালো লাগত। কিন্তু বাপ বেটার আচরণ আসলেই বিরক্তিকর। তারা বুঝতে পারছে না 'রাজাকার/স্বাধীনতা বিরোধী' এসবের এখন আর কোন মার্কেট ভ্যালু নেই...

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৮

বিদ্যুৎ বলেছেন: সেটাই তো কথা। আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ

৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৩

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
২০০১ এর নির্বাচনে তো উনি রাজাকারদের মাথায় তুলে রেখেছিলেন। এখন আবার কি বলেন।

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫০

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ এই দ্বিমুখী আচরণই তো তাকে আউট করে দিয়েছে।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩২

বলেছেন: শেষ কথা টা ভাললাগছে।
সবাই ফাঁও ফাঁও নেতা আর কাঁটা হলো জোট নামক জেট স্কাই এ চড়ে।

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫১

বিদ্যুৎ বলেছেন: ঠিক, শতভাগ ঠিক বলেছেন। ধন্যবাদ

৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৪

রাজীব নুর বলেছেন: আমার ধারনা নির্বাচনের আগে সরকার তাদের সুযোগ দিয়েছে, তাই তারা লাফাচ্ছে।
নির্বাচনের পরে তারা আবার গর্তে ঢুকে যাবে।

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৪

বিদ্যুৎ বলেছেন: ভাই তারা কিভাবে সরকারের বিরুদ্ধে যাবে। হাতে যে দড়ি লাগবে তাই সরকারের হয়ে তোষামোদি। তাই তো বলি হঠাত করে চেতনা ফিরে পেল কেন? এখানে দেখেন ---https://www.prothomalo.com/bangladesh/article/1561761/মান্নান-একাই-ধ্বংস-করেছেন-একটি-আর্থিক-প্রতিষ্ঠান

৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৪

রাজীব নুর বলেছেন: আমার ধারনা নির্বাচনের আগে সরকার তাদের সুযোগ দিয়েছে, তাই তারা লাফাচ্ছে।
নির্বাচনের পরে তারা আবার গর্তে ঢুকে যাবে।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৮

কলাবাগান১ বলেছেন: রাজাকার বান্ধব দের কাছেই " 'রাজাকার/স্বাধীনতা বিরোধী' এসবের এখন আর কোন মার্কেট ভ্যালু নেই..."

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৬

বিদ্যুৎ বলেছেন: ঠিক সত্য বলেছেন। ধন্যবাদ

৮| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৫

কে ত ন বলেছেন: সব ঠিক আছে, কিন্তু চোর ধরল কে?

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮

বিদ্যুৎ বলেছেন: সবই তো প্রকাশে ঘটছে। কে চোর ধরল আপনিও নিশ্চয় জানেন। ধন্যবাদ

৯| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৮

কলাবাগান১ বলেছেন: তাহলে আপনি রাজাকার বান্ধব...স্বীকার করা ভাল ...ভাল ভাবে পড়তেই সময় নেন না এই হল আপনার লেভেল
" ঠিক সত্য বলেছেন। ধন্যবাদ"

১৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:১১

বিদ্যুৎ বলেছেন: আমি পড়েই আপনাকে বলেছি কারণ কারা এখন রাজাকার বান্ধব সেটা আগে সিরিজ লিখে বলেছি। রাজাকারদের ফাঁসি দেওয়ার পর এর ভ্যালু শেষ। এখন কাহারও কাছে এটার তেমন কোন ভাল্যু নেই। এখন কয়েকটা শুধু ক্ষমতাসীন দলের আঁচল ধরে নিঃশ্বাস নিচ্ছে। হয়ত ক্ষমতার পালা বদলে এদেরও ঝুলতে হবে। আমি সব সময় এগুলো ছেঁটে ফেলার পক্ষে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.