![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
সবাই কেন জানি প্রিয়া সাহা'কে অভিযুক্ত করে কথা বলছে! আমরা কি একবারও কেউ ভেবেছি? বাংলাদেশ মিশন টপকিয়ে একজন লোক কিভাবে মার্কিন প্রেসিডেন্ট এর সাথে কথা বলার সুযোগ পাই? বাংলাদেশ থেকে এসে তাও আবার বাংলাদেশ মিশন এর তোয়াক্কা না করে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে যোগদান করে। কিভাবে? আসলে সরকার বা সরকারের কোন একটি বিশেষ মহল প্রিয়া সাহাকে দিয়ে এইরকম একটি মেসেস ট্রাম্পকে দিতে চেয়েছিল কিন্তু সমস্যা হয়েছে ইংরেজির অদক্ষতা আর সংখ্যার বিভ্রান্তি নিয়ে। “ডিজঅ্যাপিয়ার” শব্দটি বর্তমান সরকারের জন্য একটি গলার কাটা। যেটা এই সরকারের সমার্থক নাম। বলার কথা ছিল যে মুসলিম মৌলবাদীরা বিএনপি সরকারের সাহায্যে গুম করেছে যার পরিমান ৩ কোটি। কিন্তু অদক্ষতার কারণে বিএনপি সরকারের কথা বলতে পারে নাই। বাংলাদেশে যারা ডিজঅ্যাপিয়ার বা গুম হইতেছে তা কিন্তু ক্ষমতার প্রশ্নেই। তবে সেটার পরিমান ৩ কোটি নিশ্চয়ই না। মেসেসটা মূলত সরকারের বিপক্ষে যাওয়ায় সরকার কিছুটা বিব্রত তবে সরকারী তত্ত্বাবধানেই কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিনিধিত্ব করেছিল ট্রাম্পের আমন্ত্রণে। তবে মার্কিনীদের কাছে কেউ কোন নালিশ করতে গেলে ভাল করে তথ্য প্রমাণ নিয়ে যাবেন। কারণ ওরা আপনাদের থেকে অনেক বেশি খবর রাখে। বাংলাদেশে কখন কোথায় হামলা হবে তা তারা আগাম বলে দেয়!!
©somewhere in net ltd.