নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

BAL এর নেতারা নতুন রূপে ফিরেছে নিজেদের আসল পেশায়!!!

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৬


যদিও সরকার জনগণের ভোট ভিক্ষা করে নয়, ভোট ছিনিয়ে নিয়ে সরকার হয়েছে।


মহামারী করোনাভাইরাস সংক্রামণে এই চলমান সংকটে অনেকেই পুরনো পেশায় ফিরেছে। নিবেদিত প্রাণ শক্তি নিয়ে। এমনকি বিনা পারিশ্রমিকে(ভলেটিয়ারী) সময়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ চিকিৎসা সংশ্লিষ্ট পেশায়। আর্তমানবতার সেবাই। কিন্তু আমাদের দেশে রাজনৈতিক, ডাক্তার( সবাই কিন্তু না) আছে তাদের আখের গোছাতে।

যেমন ফিরেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ডাক্তারি পেশায়।
আর বাংলাদেশের আওয়ামী লীগ নেতারা চুরির পেশায়!



মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৩:২৩

নেওয়াজ আলি বলেছেন: Bal :-P

০৯ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:৪৩

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ।

২| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৩১

আমি রাছেল খান বলেছেন: বাংলা কলাম ইংলিশে BAL, ব্যাপার না। চালিয়ে যান। দাগ থেকে যদি দারুন কিছু হয়...

০৯ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:৪৬

বিদ্যুৎ বলেছেন: সবই তো চলছে। আর খারাপ কিছু নয়, তবে যে যেমনটা বুঝে। ধন্যবাদ বিস্তর মন্তব্য করার জন্য।

৩| ০৯ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৫

অভি চৌধুরী বলেছেন: নিজের নামটা মগজের মধ্যে লাগান তারপর যদি একটু কাজ করে, নিউইয়র্ক ঘুরে আসেন তারপর বুঝবেন এই দেশ সরকার কি।

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৬

বিদ্যুৎ বলেছেন: আপনি কি বুঝে মন্তব্য করেছেন বুঝতে পারিনি। তবে নিউইয়র্কে লীগের নেতা কর্মীদের মত এরকম ত্রাণ চুরি করার কোন খবর জানা নাই। যাইহোক আপনাকে ধন্যবাদ।

৪| ০৯ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চোর চিরকালই চোর; সে কখনই ভালো হবেনা।

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৮

বিদ্যুৎ বলেছেন: আওয়ামীলীগের অতীত ইতিহাস যা শুনেছি বা দেখেছি বর্তমানের সাথে মিলালে আপনার মন্তব্য খুবই যথাযথ। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

৫| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০১

সাইন বোর্ড বলেছেন: আমি তো ভেবেছিলাম নিম্নকেশ ছাড়াও BALএখানে আলাদা কোন অর্থ বহণ করছে । চোর, টাউট, বাটপার - এসব তো পুরানো BAL এর কথা ।

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩১

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ, সেই কথায় একটু স্মরণ করেছি এখানে যে এই ভয়াবহ মহামারীতেও ওরা ন্যায়ের পথে ফিরে এলো না। আফসোস ওদের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০২

ক্ষুদ্র খাদেম বলেছেন: ভূটানের প্রধানমন্ত্রী ও একজন ডাক্তার, যিনি আমার জানামতে এই মুহূর্তে সপ্তাহে দুই দিন রোগী দেখছেন। আমাদের ডাক্তাররা তাদের সাধ্যমত কাজ করলেও যে কোন ভাবেই হোক, সরকার মনে হয় চাচ্ছে না তাঁরা সফল হোক। এমন সব হাসপাতালকে প্রথমেই বেছে নেয়া হোল, যাদের কাছে কিছুই নেই। আর তারপরে বলা হোল, সরকার সব ব্যবস্থা গ্রহণ করেছে। এরচেয়ে হাস্যকর আর কী হতে পারে??? /:)

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৫

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ আপনি চমৎকার মন্তব্য করেছেন। ভাল থাকুন, সুস্থ থাকুন। আপনাকে অশেষ ধন্যবাদ।

৭| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৪

বংগল কক বলেছেন: এই মুহুর্তে চুরি করাটা কি ঠিক হইতেছে? সারা দুনিয়ার মানুষ করোনা ভাইরাসের গজবে পাপ কাজ পরিত্যাগ করতেছে। সমস্ত মদের আড্ডা, নাইট ক্লাব বন্ধ হয়ে যাচ্ছে। এই সংকটের সময়ে গরিব মানুষের হক মারতে গেলে করোনা ভাইরাসের অভিশাপে নির্বংশ হয় যদি? খারাপ সময় কিন্তু এখনও আসে নাই।

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৯

বিদ্যুৎ বলেছেন: ঠিক বলেছেন ভাই। এরা কি কোন মানুষের পর্যায়ে পরে। এই মহামারী দুর্যোগেও ক্ষান্ত হয়নি অন্যায় থেকে।
আপনাকে অশেষ ধন্যবাদ। ভাল থাকুন সুস্থ থাকুন।

৮| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫২

শিকারি মুসাফির বলেছেন: প্রথম ছবিটা পাবো কই ??

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪০

বিদ্যুৎ বলেছেন: ছবি তো উপরেই আছে ভাই।

৯| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: হে হে হে---

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪১

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন নিরাপদ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.