![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন লেখক হবার। মানুষের মনের গভীরে পৌছাবার
এক লোক ঝাড়ু দিয়ে একটা ইদুর মারতে মারতে যাচ্ছিল। ইদুর লাফিয়ে লাফিয়ে পালাচ্ছিল, ঠিকমত মারতে পারছিল না তাই।
আশে পাশের লোকজন ইদুর নিয়ে তর্ক করা শুরু করল, কেউ বল্ল, সাদা রংগের অনেক বড়, কেউ বলল, না সেটা কালো, কেউ বলল বাদামী। এভাবে তর্ক বেধে গেল।
তারা তখন লোকটাকে খুজা শুরু করল, তাদের কেউ তাকে চিনে না, তাই লোকটার খোজ শুরু করল। প্রথমে তার কি পোশাক পরা ছিল সেটা নিয়ে লোকজনকে জিজ্ঞেস করা শুরু করল।
কেউ বলল, লোকটার পরনে ছিল সবুজ টি শার্ট, কেউ বলল, না নীল গেঞ্জি, কেউ বলল, চাদর ছিল গায়ে; এমনভাবে লেগে গেল আবার তর্ক।
এবার লোকটার গায়ের রঙ দিয়ে খোজার চেষ্টা হল, কেউ বলল, তামাটে, কেউ শ্যামলা, কেউ উজ্জ্বল শ্যামলা আবার কেউ কালো, আবার তর্ক।
এর লোকটার হাতের ঝাড়ু নিয়ে আবার তর্ক।
সারাদিন খোজাখুজি করে রাতে লোকটার খোজ মিলল।
প্রথম দেখল লোকটা আসলে কালো কুচকুচে, তার গায়ে ছালার বস্তার পোষাক আর তার হাতে ঝাড়ু ছিল না, ছিল লাঠি। আর লোকটা ছিল অন্ধ আর পাগল। আর পিটানোর সেইসময় আসলে কোন ইদুরই সেখানে ছিল না। সেটা তার পাগলামি ছিল।
বেশিরভাগ মানুষ যা দেখে তা আসলে সঠিকভাবে দেখে না আর যা দেখা দতকার তা খেয়াল করে না।
©somewhere in net ltd.