| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মজুমদার সাহেবকে চেনেন????
বুজছি চেনেন না!!!! নো প্রবেলেম নিচের ছবির ভদ্রলোকই মজুমদার সাহেব!!
বাইরের পেশা শিক্ষকতা তবে তলে তলে কি করেন জানেন??? কি আবার লেখা চুরি???
ভাইসাহেবকে আমার চুরি করে নেয়া কবিতায় আমার নাম দেয়ার জন্য ইনবক্স করি এবং সেই পোস্টে মন্তব্য করে আসি
তিনি উত্তরও দেন তবে আমার নাম ব্যবহার করার সৌজন্যতা দেখাতে পারেননি বরং আমার কমেন্ট খানাই মুছে দিয়েছেন
নতুন খবর হলো তিনি গত পরশু সামুতে নিক খুলেছেন![]()
স্বাগত বক্তব্যে ধর্মের কাহিনীও শুনিয়েছেন!!খিক খিক খিক!!![]()
![]()
তিনি নিজেকে অদ্ভুত ভাবেন!!! আমিও তাই ভাবি তবে অদ্ভুতের সাথে চোর শব্দটা জুড়ে দিয়ে
সেখানে শুভকামনা জানিয়ে এসেছেন ব্লগার সুজন ভাই!![]()
![]()
তিনি ব্লগার পলাশমিয়ার পোস্টে জ্ঞানগর্ভ মন্তব্যও করেছেন এবং পলাশমিয়া ভাইয়্যু তার উত্তরও করেছেন!!![]()
![]()
পরিশেষ :-
অনেকেই লেখাচোর পিডাইতে চাইছেন। সামুতেই এইবার একজনকে ধরাইয়া দিলাম। দেখি কে কত পিডাইতে পারেন!!
দাদা ভাইর ব্লগের লিংক
বিদ্র. যার পিডানি সব থেকে ভালো হবে তাকে নিয়ে ফরিদ ভাই লিখবেন সনেট!!!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৯
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!![]()
কুমিরের সাথে লরাই করতে উনি পানিতে নামছে সুমন দা!!!![]()
২|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৮
বিলিয়ার রহমান বলেছেন:
শুরুটা আমি নিজেই করলাম!!![]()

৩|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৯
নাগরিক কবি বলেছেন: ব্যাপক বিনোদন।
![]()
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১২
বিলিয়ার রহমান বলেছেন: বিনেদিত হইলেতো পোস্টে লাইক দিতে হবে ভাইয়্যু!!!!!!
লাইক কই!!![]()
![]()
![]()
৪|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
মানবিক দৃষ্টি থেকে তার পক্ষে হয়ে সাধারণ ক্ষমা চাচ্ছি। তাকে সবাই ক্ষমা করে দেন। আশা করি তিনি এই সংশোধনের সুযোগ নিবেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৬
বিলিয়ার রহমান বলেছেন: হে হে হে!!!
সেই সুযোগ তারে দিছিলাম তয় গ্রহন করেন নাই!!!![]()
![]()
![]()
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯
বিলিয়ার রহমান বলেছেন: এই কবিতা চোরের পোস্টে বিভিন্ন জন যখন মন্তব্য করেছেন তখন তার সে কি ভাব ছিল!!
আপনি জানেনা ভাই আমি জানি!!
৫|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৮
নাগরিক কবি বলেছেন: তবে তাই হোক।।। ![]()
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৭
বিলিয়ার রহমান বলেছেন: ধইন্না ভাই!!!![]()
৬|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৫
চাঁদগাজী বলেছেন:
সামুতে এসেছেন, ভালো হয়ে যাবেন; ব্লগিং করুক।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১১
বিলিয়ার রহমান বলেছেন: ওনার ফেবু টাইম লাইন ঘুরে দেখেছি ! মৌলিক কোন লেখা নাই!!
তাহলে সামুতে লিখবেন কি করে!!![]()
নিশ্চয়ই অন্য জায়গা থেকে কপি করে!!!
উনি এমন এক মহান মানুষ যিনি প্রকৃত লেখকের অনুরোধকে তুচ্ছ জ্ঞান করেন!!
৭|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৬
বিবর্ন হিমু বলেছেন: এভাবেই লেখকদের অসম্মান করছে কিছু মনুষত্বহীন মানুষ । আমরাও কলম আর লেখনির সাহায্যে এদের প্রতিরোধ করবো ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১১
বিলিয়ার রহমান বলেছেন: বিবর্ন হিমু আপনার সাহসী মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই!![]()
৮|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যিই আপনার অপারেশন ক্লিনহার্টে যতো বড় চোরই হোক রেহাই নাই। ধরা তো পড়তেই হবে তাকে। যে লেখকের নাম জানার পরও সৌজন্যতা দেখাতে পারেনি তারাই দেখবেন বড় গলা আউড়াবে সবসময়।
এমন বড় গলাকে আমি ইয়ে.... করি।
এরাই মিথ্যেবাদী প্রতারক জুচ্চুরির উস্তাদ।
যাবো তার লিঙ্কে মহৎ এই চোরকে একবার না দেখলে আমার কেমন জানি লাগছে ভাই।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৫
বিলিয়ার রহমান বলেছেন: আমি ডেভিল!!![]()
অদৃশ্য!! তবে চোদের পিছনে ছায়ার মত লেগে আছি!![]()
ওরা প্রায় তিনশজন আমার লেখা চুরি করেছে........!! আমাকে ডেভিল বানিয়ে ছেড়ছে!!!
৯|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৬
সাইফুল১৩৪০৫ বলেছেন: ভাই সামু থেকে আমারও অধিকাংশ লেখা চুরি হয়ে গেছে। এক চোরের ওখানে এক মাইয়া কমেন্টস করছে অনেক মেধাবী আপনি। সে চোরে বলে কী, এ আর কিসের মেধার পরিচয়? চারপাশে যা ঘটছে তাই তুলে ধরছি আরকি?
ভাইরে সত্যিই ওর বুকের বামপাশে একটা লাত্থি মারতে মন চাইছিল।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৪
বিলিয়ার রহমান বলেছেন: সাইফুল ভাই
এর আগে কাউকে এরকমভাবে বলেনি। উনি আমার সকল অনুরোধ প্রত্যাখান করেছেন! এভাবে না বলে আর উপায় ছিল না!!
১০|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি কোন লিঙ্কে যেতে পারতেছিনা। সামুথেকে শেয়ার করতে পারতেছিনা। কেউ কি কোন পরামর্শ দিবেন ?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৫
বিলিয়ার রহমান বলেছেন: ছবির বাটনে ক্লিক করুন
এবার নিচের ছবির মতো একটা উইনডো আসবে
উপরের বক্সে লিংক এর টাইটেল এবং নিচের বক্সে ইউআরএল দিয়ে দিন।
১১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫২
নেয়ামুল নাহিদ বলেছেন: ক্ষমা করে দেন না হয়
অবাক লাগে, অন্যের লেখা কিভাবে নিজের বলে চালানো যায়!
নিজের লেখাতেই কিছু কমন কমন ঠেকলেই কেমন খারাপ লাগে আর অনেকেই লেখা চুরি করে, দুঃখজনক ![]()
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২০
বিলিয়ার রহমান বলেছেন: আগে তার পোস্টে আমার করে আসা মন্তব্যটি পড়ুন
এবার বলেন আমার কি করা উচিৎ?????????
১২|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১১
ধ্রুবক আলো বলেছেন: অবাক, হতবাক মর্মাহত হইলাম, এখনতো সর্ষেতেই ভুত!!
সনেটে পিদানিটা দেখতে হইবো তারপর ভালো লাগবো।
কেন একজন আরেকজনের লেখা নিজের আমি চালায়। লজ্জা থাকা তো উচিত।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৩
বিলিয়ার রহমান বলেছেন: ইউসুফ আলীর পোস্টে লিখে আশা মন্তব্যের স্ক্রীনশট পেলে খুশি হতাম!!![]()
![]()
১৩|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
তার উচিত ছিল লেখকের কাছে ভুল স্বীকার করা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৬
বিলিয়ার রহমান বলেছেন: উনি আমার একটা অন্তত অনুরোধ রাখলে মন খারাপ হতো না!!!!
কিন্তু সেই বিনয় তিনি দেখাতে পারেননি!![]()
১৪|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৩
জানা বলেছেন: ইনি শিক্ষক! কোথায় পড়ান?! কী পড়ান!?
একজন শিক্ষক যদি নিজেকে জনসম্মুখে এত নীচে নামাবার মানষিকতা পোষণ করেন তাহলে আর বলার কিছু নেই। ওনার কাছ থেকে কিছু শুনতে চাই অর্থাৎ দেখা যাক উনি নিজেকে প্রমাণ করতে এখানে আসেন কিনা। আপাতত এটি দেখার জন্যেই ঐ ব্লগটি বাঁচিয়ে রাখছি।
ধন্যবাদ @বিলিয়ার রহমান। এমন চরিত্রের সর্বত্র বিস্তর প্রচার-প্রসার জরুরী
। সবাই যাতে চিনে রাখতে পারে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: জানাপু,
একুশের এই মহান দিনে তোমায় আমার ব্লগে আসার জন্য একডালি বাসন্তী ফুলের শুভেচ্ছা !![]()
তুমি এমন সময়ে আসলে আপি যখন তোমার এই অধম ভাই চোরদের সর্বগ্রাসী ছোবলে শ্রান্ত, বিধ্বস্ত!!!!তবে তোমার উপস্থিতিতে আমি আনন্দিত, উৎফুল্ল, অনুপ্রাণিত!!
এই অধমের ব্লগে যখন এসেই পড়েছো তখন আমার লেখা একটা কবিতা শুনিয়ে দেই( যেটি ইউসুফ আলীসহ প্রায় ২০ জনে চুরি করেছিল)
সে দিনের সেই তপ্ত দুপুরে
হরিৎ রঙা কৃষ্ণচূড়ার ছায়ায়
আবীর রাঙা ফুল হাতে লয়ে
আমি ছিলাম কান্তা তোমার অপেক্ষায়।
বাবুই পাখিরা উড়ছিল দল বেঁধে
দক্ষিণা বাতাসে পাখা নেড়ে নেড়ে।
ডালিয়া ,জবা আর চাঁপা ফুলে
মৌমাছিরা সব নাচছিল অদূরে।
তোমার জন্য এনেছিলাম ভেরেন্ডা ফুল
আমি নীল ভোমরা হব বলে।
এনেছিলাম লাল পদ্ম, হলুদ গাঁদা
গুজে দিতে তোমার ঘন কুন্তলে।
সেই সব কুসুমেরা তোমার স্পর্শে
সৌরভের শোভা ছড়ানোর আগে।
তোমার ক্লান্ত দেহ লুকিয়ে ছিলো
আলু থালু আর দূর্বার বাগে।
সেই থেকে ছেড়েছি কৃষ্ণচূড়ার ছায়া
উদভ্রান্ত হাটছি বিজন কান্তারে
হাজার রঙের প্রজাপতি ফরিঙের ভিড়ে
তোমায় খুঁজে ফিরেছি বেঘোরে ।
শ্রান্ত হৃদয়ে শীতল সমীর হয়ে
ফের কোন এক তপ্ত দুপুরে
কান্তা আমার শিউলি ফুল হয়ে
আসবে কী দেখতে তোমার ভোমরারে ?
এই কবিতাটি কিন্তু তোমার মডুরা সিলেক্ট করেনি! একটু বকে দিও!!!![]()
![]()
![]()
পরিশেষে তোমার সুস্থতা কামনা করে প্রার্থনা করছি যেন তোমার পথচলা হয় মসৃণ! তোমার হাতে গড়া এই ব্লগ উঠুক উচ্চতার শিখরে।
১৫|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৮
জানা বলেছেন: সঙ্গত কারণে এই পোস্ট টি নির্বাচিত পাতায় থাকছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৫
বিলিয়ার রহমান বলেছেন: জানাপি ওনাকে ওনার বক্তব্য বলে যাওয়ার আমন্ত্রন জানিয়ে এসেছি!
উনি আসবেন কিনা জানিনা???
তবে আমার আর ওনার প্রতি কোন অভিযোগ নাই!উনি নিজেকে শুধরে নিতে পারলে ভাল, না পারলে তার দায়ভার কেবল তার একার!
১৬|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৮
সচেতনহ্যাপী বলেছেন: এভাবে প্যান্ট খুলে নেওয়াই ঠিক হয়েছে।। পদ্ধতিটি পছন্দ হয়েছে।। নিমকহারামদের স্থান নেই।।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৭
বিলিয়ার রহমান বলেছেন: সচেতনহ্যাপী ভাই
সম্ভবত আমায় খুব ভালোবাসেন!!!!![]()
সে জন্যই সহ্য করতে পারছেন না!! ঠিক বলেছিতো????
১৭|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:১৫
জাহিদ অনিক বলেছেন: নাহ ! আপনাকে নিয়ে আর পারা গেল না ! ওনাকে এইভাবে ধুয়ে দিলেন !
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২০
বিলিয়ার রহমান বলেছেন: অনিক ভাই ওরা আমায় ডেভিল বানিয়ে ছেড়েছে!!
তবে আমি এই ভাইকে ক্ষমা করে দিয়েছি!!( তিনি ক্ষমা না চাওয়া সত্ত্বেও!!!!!!!!!!!)
১৮|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৫০
শূন্যনীড় বলেছেন: বড় কষ্টের গো ভাই!!!!!
এ দেহি ভাদ্র চোর ![]()
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২২
বিলিয়ার রহমান বলেছেন:
ভাই সম্ভবত ভদ্র চোর বলতে চেয়েছেন!![]()
১৯|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৭
শায়মা বলেছেন:
এই ছবিটাকেই মনে পড়লো!!!!!!!!
![]()
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২২
বিলিয়ার রহমান বলেছেন: জয় বাংলা
ঠেলা সামলা!!!!!!!!!![]()
![]()
![]()
![]()
![]()
২০|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
লেখাচোরকে 'লাইভ' করে দিলেন ![]()
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৫
বিলিয়ার রহমান বলেছেন: আমার এরকম করার কোন ইচ্ছা ছিল না ভাই!!!![]()
বলতে পারেন এর দায়ভার পুরোটাই তার!!!![]()
বিস্তারিত
২১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১০
স্পর্শ বলেছেন: মুঞ্চায় হেতিরে ধইরা জুতা খুলে মুজা দিয়া পিডাইয়ে কচু গাছের লগে ফাঁসিতে ঝুলাই !!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯
বিলিয়ার রহমান বলেছেন: হেতি লজ্জায় নাকি নীল হইয়া গেছে ভাই!!!![]()
২২|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাগ্যিস আপনার চোখে পড়েছে...
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০
বিলিয়ার রহমান বলেছেন: আমার চোখে তো পড়তেই হবে ভাই!!!!![]()
২৩|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বেকুব চোর। চেহারাটাও চোরের মতো। শিক্ষকও হইছে মনে হয় চুরি কইরা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১
বিলিয়ার রহমান বলেছেন: হেনা ভাই!!!!!!!!!!!!
নতুন গল্প আসবে কবে????? অবশ্য আমিও একটা লিখছি নাম ‘ভেজাল’
২৪|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১
নাগরিক কবি বলেছেন: আপনার লেখাটা আবার সামনে পড়ে গেল। তাই ভাবলাম আরেক বার বিনোদন নেই।
আপনার এখানে দেখি লেখকের সমাহার। দু'এক জনের ব্লগ ঘুরে আসলাম। আপনিও ঘুরে আসিয়েন। কি যানি একটা কথা ছিল, সরষেতে ভূত। মনে করতে পারছি না।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!!!!
লিখতে পারলেই তো তিনি লেখক!
আপনার টোনটা সম্ভবত বুঝতে পেরেছি! তাই বলছি ,“ রাতারাতি কেউ কিন্তু লেখক হয়ে ওঠে না ভাই!!!” লেখক হওয়ার জন্য আমাদের চেষ্টাটা থাকতে হবে নিরন্তর! তবে না আমরা সত্যিকারের লেখক হয়ে উঠব!!
২৫|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১
জেন রসি বলেছেন: এ দেখি একেবারে দুদকের অভিযান!
চলুক......চলুক.....চলুক ![]()
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৭
বিলিয়ার রহমান বলেছেন: হা হা
এই অভিযান চলছে চলবে.........!!![]()
২৬|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চোর দেখতে বেশ নাদুস নুদুস। ওরে সুন্দর বনে পাঠায়ে দেন। বাঘেরা খেয়ে দোয়া করবে। জাতীয় পশুর প্রতি আমাদের দায়িত্ব থাকা দরকার।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৯
বিলিয়ার রহমান বলেছেন: নিজের কৃত কর্মের জন্য এই সম্মান পাচ্ছেন উনি!!!![]()
২৭|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: 
আহা এই রূপে তারে বেশ মানাতো!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩২
বিলিয়ার রহমান বলেছেন: তিনি যেন নিজের ভুল শুধরে নিতে পারেন সে কামনা করছি!
২৮|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৪
মেটাফেজ বলেছেন: পিডা হালারে পিডা।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫২
বিলিয়ার রহমান বলেছেন: ভাই পিডাপিডিতে তো আপনিতো খুব আগাইয়া আছেন দেখছি

২৯|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৬
নাগরিক কবি বলেছেন: ইউছুফ আলি অদ্ভুত, গত কাল রাত ১২ টায় ব্লগার পলাশ মিয়ার আইডিতে তার জ্ঞান গর্ভ থেকে জ্ঞান বিতরন করেছে। আমি আপনাকে অনুরোধ করবো আপনি সেখানে যান
আমরা বিনোদিত হই। মজাই মজা। ![]()
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!
বিনেদন আইজকার মতো শ্যাষ!!!!!
যেটুকুন হইছে সেটুকুনই আশারাখছি উনি সারাজীবন মনে রাখবেন!![]()
৩০|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৭
সাহসী সন্তান বলেছেন: আহঃ কি সুন্দর নিঃষ্পাপ মুখ! ইচ্ছা করতেছে জুতাইয়া ঐ মুখের চেহারাটাই চেঞ্জ কইরা দিই!
জানা আপুর সাথে সহমত! ব্যাটা যদি এইখানে আইসা নিজের ভুল স্বীকার না কইরা যায়, তাইলে ওরে সুলেমানী ব্যান মাইরা ব্লগ থেকে খেঁদানো হোক!
আমাদের দরকার নেই অমন সবব্লগারের! দুষ্টু গরুর থেকে বরং শূণ্য গোয়াল অনেক ভাল! হালায় নিজের একটা মৌলিক লেখা লিখতে একজন লেখককে যে কি পরিমাণে পরিশ্রম করতে হয় সেইটা যদি জানতো, তাইলে ওর চৌদ্দগুষ্টিও কোনদিন চুরির করার মত এমন জঘন্য কাজ করতে সাহস করতো না।
ধন্যবাদ বিলিয়ার ভাই, ছাগলটাকে সবার সামনে উপস্থাপন করার জন্য!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: আপনার পিডানিটা ভিন্নধর্মী হইছে!![]()
আশারাখছি শীঘ্রই ফরিদ ভাই আপনাকে নিয়ে সনেট লিখবে!!![]()
৩১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মুছে দিয়েন ভাই ২১ নং।
গালি দিতে মন চায়, কিন্তু দিতে পারি না। বিবেকটা সাড়া দেয় না, তাই চুপ হয়ে থাকি।
সেদিন একজনের ফেবু পোষ্টে সুন্দর করে বলে আসলাম। দেখি কমেন্ট সব মুছে দিয়েছে। আমাকে ব্লক দিছে, এখন আর দেখতে পারি না। অন্য একাউন্টে খুঁজে দেখি আমার ভদ্রতা পছন্দ করেননি, মুছে দিয়েছে।
আপনিই ভরসা, চোরদের কিছু করতে একমাত্র আপনিই পারবেন। আপনার জন্য শুভকামনা সবসময়।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: ২১ নম্বর মন্তব্য মুছে দিয়েছি!![]()
৩২|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
ব্লগার বিলিয়ার রহমান
বিলিয়ার রহমান বিলায় দেদার
সাহিত্যের রত্নরাজি লেখনি ছোঁয়ায়,
আহা সেকি মুগ্ধময় আকর ধোঁয়ায়
মন রাজ্য জুড়ে যেন চাঁদের জোছনা।
বারে বারে পাঠ করে সুপদ্য সম্ভার
সে সকল এ আমায় আবেশে জড়ায়
অমৃতের আলোরশ্মি নিমিশে ছড়ায়
স্বরতন্ত্রে ছুটে চলে সুরের মূর্ছনা।
লোভে পড়ে আসে চোর শিক্ষিত আপদ
চুরিকরে লেখা মালা কেমন বজ্জাত!
তারপর ধরাপড়ে দেখে কি বিপদ
মান কুল সব যায় খোয়ায় ইজ্জত।
বিলিয়ার কিলিয়ার গোয়েন্দা বিশাল
চোর ধরা পুলিশের আলোর মশাল।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০০
বিলিয়ার রহমান বলেছেন: আমাকে নিয়ে কবিতা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এখনি পোস্টে গিয়ে মন্তব্য করে আসছি!![]()
৩৩|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অবশেষে আপনাকে নিয়ে কবিতাটা লিখেই ফেল্লাম। পোষ্টে প্রথমেই আপনার মন্তব্য আশা কতরছি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৩
বিলিয়ার রহমান বলেছেন: দেখেছি এবং মন্তব্য রেখে এসেছি!![]()
৩৪|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
মার্কোর্পলো বলেছেন: চড়ায়া খেদান উচিত।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৬
বিলিয়ার রহমান বলেছেন: খেদানি বহুত খাইছে!!!!
মনে হচ্ছে উনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন!!![]()
৩৫|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
অরুনি মায়া অনু বলেছেন: কি সাংঘাতিক অবস্থা মানুষ এত নিচে কি করে নামতে পারে বুঝিনা। ![]()
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৮
বিলিয়ার রহমান বলেছেন: অনু আপি তোমার লেখা চোরেরা কি এরকমের নাকি আরো জঘন্য???
৩৬|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামু অথরিটি এখনো চুপচাপ আছে কেন বুঝতে পারছি না।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৯
বিলিয়ার রহমান বলেছেন: জানা আপু তাকে( ইউসুফ আলী মজুমদার) ডিফেন্ড করতে বলেছেন!!!![]()
তবে উনি সম্ভবত আসবেন না!!
৩৭|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই চোরটারে কিছু ওষুধ দিয়া আইলাম তার পোস্টে। আমারটা মনে হয় ১১ নম্বর কমেন্ট। অন্যন্যদের গালি গালাজ খাইয়াও লোকটার কোন লজ্জা শরম নাই। একদম বেহায়া।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩০
বিলিয়ার রহমান বলেছেন: দেখছি!!!!![]()
আপনারটা ১২ নম্বর কমেন্ট!!![]()
৩৮|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আরে শেষ পর্যন্ত আমি যারে সাগতম জানাইলাম সে হল চোর। বলেনতো দেখি। যাই হোক চোর হলেওতো ব্লগে ব্লগিং করতে এসেছে তাকে আমরা সবাই এত উপহাস করে একটু ভাল করে বুঝায়ে দিলে হয়তো বুঝে যেত বলতো এই ব্লগের লেখকগন অনেক উদার একেতো লিখা চোরি করেছি তারপর আরো লিখা সাদছে নেওয়ার জন্য। আইডিয়াটা ভালই ঠেকছিল বিলিয়ান ভাই কিন্তু ওর যা শুনা হল এখন সে আর ব্লগে থাকবে কিনা কে যানে?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩২
বিলিয়ার রহমান বলেছেন: উনি ওনাকে শুধরে নিয়ে লেখক হয়ে উঠতে পারলে আমাদেরও আপত্তি নেই!!
৩৯|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯
কাছের-মানুষ বলেছেন: লেখা চোরের এহন কাণ্ডের জন্য তীব্র ক্ষোব প্রকাশ এবং ঝাঁঝালো ভাষায় প্রতিবাদ জানাচ্ছি।
তবে যদি সে নিজের ভুল বুঝতে পারে তাহলে তাকে স্বাভাবিক ব্লগিং এর সুযোগ দেবার পক্ষে আমি !
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪
বিলিয়ার রহমান বলেছেন: অবশ্যই সে একটা সুযোগ পেতে পারে!!! তবে কথা হচ্ছে সেই সুযোগ নেয়ার কথা সত্যিই কি তিনি ভাবছেন ???
৪০|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫১
আমিই মিসির আলী বলেছেন: চোরের বিবর্তন!
ভবিষ্যৎ চোর কেমন হইবে!!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: চোরের বিবর্তন নিয়ে একটা রম্য লিখে ফেলেন না!
পড়ে মজা পেতাম!![]()
৪১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
দয়া করে সবাই তাকে সংশোধনের সুযোগ দেন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: আমিও চাই তিনি সংশোধিত হোন!![]()
৪২|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: তাকে কিন্তু আমি এই কথাটাও বলেছি, “আপনার প্রতি আমার আর কোন অভিযোগ নাই। তবে এই ভেবে করুণা হচ্ছে যে এই লজ্জা আপনাকে বয়ে বেড়াতে হবে!
জীবনে বড় হোন, এগিয়ে যান, ভুলগুলো শুধরে হয়ে উঠুন একজন মাহান হৃদয়ের অধিকারী এই কামনা করছি!”( যদিও উনি ইচ্ছাকৃত ভাবে আমার সাথে যোগাযোগ করেননি। আর ওনার সামুর নিকটাও আমি নিজে নিজে খুঁজে পেয়েছি।)
৪৩|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৯
মাঝিবাড়ি বলেছেন: চুরিতে বিনোদন আছে!!! হাহাহা
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: বিনেদন স্বাস্থ্যের জন্য ভালা ভাই!![]()
৪৪|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৮
আলম সুমন বলেছেন: ধন্যবাদ সবাইকে
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: কিসের জন্য ধন্যবাদ ভাই!!!
৪৫|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৪
কানিজ রিনা বলেছেন: অদভূতুরে চোর তাইত ওরাত গাছের ডালে
ডালে পাতায় বেড়ায়। হেরা মনে লয় বাপের
কাছ থেইকা চুরির ট্রেনিং প্রাপ্ত।
গালি আর দিব বানর কুত্তা বিলাই ছুঁচা
ইঁদুর সাঁপ শিয়াল ভেরা গরু মহিশ ছাগল
পিড়ানহা কুমির হায়ানা। সামনে পাইলে
এইগুলই বলতাম।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: সবাই বাদ!!!!!!!!!!!
আপনার পিডানিই এক নম্বর!!![]()
৪৬|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৮
ক্লে ডল বলেছেন:
একেবারে হাতে নাতে।
আপনার ক্ষমতা আছে!! এভাবেই ছাই দিয়ে ধরতে হবে। যাতে পালাতে না পারে!! ![]()
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: আমার ক্ষমতার কথা বাদ দেন!!!!!!
আপনার যে লেখা চুরি হয় সে খবর কি রাখেন???
লেখা চুরি পর্ব দুই দেখেন!!![]()
৪৭|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪০
মোস্তফা সোহেল বলেছেন: এই চোর ধরার জন্য আপনাকে নুপেল দেওয়া হোক
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: ওটাতো ফয়েজ ভাই এর কাজ ভাই!![]()
৪৮|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
ডঃ এম এ আলী বলেছেন: অনেক মহতি প্রচেষ্টা , এ কর্ম রোধে বেশ সহায়ক হবে । সকলেই যদি হয় সোচ্চার তাহলে এর গতি হবে রুদ্ধ ।
চৌর্য কর্ম হবে বন্ধ , লিখালিখি সকলের চলবে অনবরত নিশ্ছিদ্রভাবে নিশীদিন । এ ব্লগে আমাদের লিখাগুলি
লগ লগ ইন লিমিটেশন দিয়ে বদ্ধ চারি ধারে, যা ঘুরে আমাদের চতুর্দিকে অবিরত রাত্রিদিন্ ।
আমাদের প্রয়োজন মিটাতেই প্রাণ তার হয়ে আসে ক্ষীণ চোরে নিবে অার কত দিন । যাহোক
সে এখন ধরা খেয়েছে হবে বিলীন ।
শুভেচ্ছা রইল
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৭
বিলিয়ার রহমান বলেছেন: লেখাচুরি ঠেকাতে আমাদের সবারই সচেতন হওয়া উচিৎ ভাই!![]()
আপনার প্রতিও শুভকামনা রইলো ভাই!![]()
দেরি করে উত্তর দেয়ায় দুঃখিত!![]()
৪৯|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০২
শামীম সরদার নিশু বলেছেন: প্রিয় বিলিয়ার রহমান
আপনি আটা-ময়দায় মিশ্রিত থেকে এই কঠিন মিশন কিভাবে চালিয়ে যাচ্ছেন?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫১
বিলিয়ার রহমান বলেছেন: কোন মিশন নাই ভাই!![]()
জহুরি চোখতো তাই অটো ধরা পড়েগেছেন!![]()
৫০|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১১
মেটাফেজ বলেছেন: লেখক বলেছেন: ভাই পিডাপিডিতে তো আপনিতো খুব আগাইয়া আছেন দেখছি
হ, আমি ফরিদ ভাইয়ের সনেট পাইতে চাই আমার নামে
চুর হালার মাদার আর ফাদার ![]()
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২
বিলিয়ার রহমান বলেছেন: ভাই ফরিদ ভাই কি লিখবে!![]()
আম্মেরে নিয়া সনেট লেখমু আমি নিজেই!![]()
![]()
![]()
৫১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৩
যাযাবর রাজা রিটার্নস বলেছেন: চোরের মুখে ধর্মের কথা,এটাইতো হয় যথা তথা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: আশাকরি উনি নিজেকে শুধরে নেবেন!![]()
৫২|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩
কালীদাস বলেছেন: সম্ভবত রেগুলার কপিপেস্ট করার সুবিধার জন্য এখানে শাখা খুলেছেন ভদ্রলোক ![]()
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!![]()
কালীদাস ভাইয়া লোকটার অনেক শিক্ষা হয়েছে!
এ পথে সম্ভবত আর পা বাড়াবেন না!![]()
৫৩|
২৫ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩২
খায়রুল আহসান বলেছেন: কালীদাস ভাইয়া লোকটার অনেক শিক্ষা হয়েছে!
এ পথে সম্ভবত আর পা বাড়াবেন না!
-- চোরে না শোনে ধর্মের কাহিনী। তাদের শিক্ষাও কখনো হয় না। সময় সুযোগ পেলেই অন্যের পকেট (পড়ুন ব্লগ) কাটবে।
২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪০
বিলিয়ার রহমান বলেছেন: নাকে আমি মন থেকেই মাফ করে দিয়েছি!
আল্লাহ ওনাকে নিজের ভুল বুঝতে পারার জ্ঞান দান করেন!
৫৪|
২৫ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৩
রোকসানা লেইস বলেছেন: চোর আবার শিক্ষক। কি শিখাবে এই চোর চুরি ছাড়া। এর পেশার জায়গায় জানানো দরকার। এমন লোকের ব্যাকগ্রাউন্ড চেক দরকার। ধন্যবাদ চোরটার নাম, চেহারা চিনিয়ে দেয়ার জন্য।
২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪২
বিলিয়ার রহমান বলেছেন: ওনাদের মতো অনেকেই প্রতি নিয়ত এই কাজ করে চলেছেন আপি!![]()
কত জনকে ধরবো!![]()
বিবেক না থাকলেতো জোড় করেতো বিবেক চালান করা যায় না!
৫৫|
২৫ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪১
খায়রুল আহসান বলেছেন: বেশ একটা উচিত কাজ করেছেন বেশরম চোরটাকে ধরিয়ে দিয়ে। সে অনেক সুযোগ পেয়েছিল, লেখাটি সম্পাদনা করে মূল লেখকের নাম বসিয়ে দিয়ে লেখকের কাছে সৌজন্য হিসেবে হলেও দুঃখ প্রকাশ করার। কিন্তু সে সেটা আমলে নেয়নি। তাকে এখনো ব্লগে রাখা হয়েছে কেন বুঝতে পারছিনা। এরা শিক্ষক নামের কলঙ্ক।
মজুমদার সাহেবকে আজীবন এ কলঙ্ক বয়ে বেড়াতে হবে, হয়তো তার পরিবারের সদস্যদেরকেও কিছুকালের জন্য।
২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৯
বিলিয়ার রহমান বলেছেন: আপনার মতামতের সাথে একমত না হয়ে উপায় নেই।
তবে আমরা কতজন মজুমদারকে থামাতে পারবো বলেন!!!!
৫৬|
১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০০
ভ্রমরের ডানা বলেছেন:
এই লেখা চোরটা কে? তার ঠিকানা ও কর্মের নমুনা বের করে কপিরাইট আইনে মামলা করা দরকার!
১৪ ই মে, ২০১৭ দুপুর ১২:১৫
বিলিয়ার রহমান বলেছেন: কতজনকে থামাবো ডানা ভাই!!!
কতজনকে আইনের আওতায় আনবে!!
আমাদের আনাচে কানাচে ঘাপটি মারা হাজার হাজার মজুমদার রয়েছেন!!! আমি বলতে বলতে ক্লান্ত!
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৭
সুমন কর বলেছেন: জাতি হেরে চিন্না লাইছে..........এহন হুধু পিডান দরকার !!!
সামু থেকে ব্লক করা হোক।