| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুপারস্টার শাকিবের মতানুযায়ী তাকে করা সব প্রশ্নের উত্তরই অপু জানেন। সত্যিই যদি অপু সব কিছুই জানতেন তবে জাতীয় জীবনে এর প্রভাবটা কেমন হতো!!!
রিক্সাচালক
__এই মামা মগবাজার যাবা??
__না যামু না!
__আরে যাবা না কেন?? টাকা কি কম দিমু??
__হেইডা অপুরেই জিগাইয়া লন!!!![]()
![]()
মাছ বাজার
__এই মামা পাঙ্গাসের কেজি কত??
__পাঙ্গাস কন ক্যা কন ইলিশ??
__ইলিশ!! পাঙ্গাস আবার ইলিশ হইলো কামনে!! ক্যামতে কি??
__আম্মে হেইডা অপুর ধারেই হুইন্না লন! ![]()
![]()
ডাক্তারের চেম্বার
__আপনার সমস্যা কি??
__সেটা অপুকেই জিজ্ঞেস করেন?
__ও বুঝলাম!
__তাহলে ডাক্তার সাহেব আমার কি করা উচিৎ?
__সেটা অপুকেই জিজ্ঞেস করেন!!![]()
![]()
জয়নালের বাসা
__ও বউ ভাত কই??
__ভাত পামু কই!! আইজ বাজার থেইক্কা কি আনছো হুনি??
__হেইডা তুই অপুরেই জিগাইয়া ল! ![]()
__অপু!! এই হতিনেরে আবার কবে বিয়া করলা ! হায় হায়..........! এহন আমার কি ওইবো গো....!![]()
বোটানিক্যাল গার্ডেনে প্রেমিক প্রেমিকা
__এই আমি কি তোমায় একটা চুমো খেতে পারি??
__কেবল একটা চুমো!!! নাহ! তাহলে তুমি খেতে পারো না!
__কিন্তু কেন আমিতো কেবল একটা চুমোই খেতে চেয়েছি??
__না কেন, তা তুমি অপুকেই জিজ্ঞেস করো!![]()
ঢাকা সিটি মেয়র
__মেয়র সাব রাস্তায় এতো পানি? আমরা চলাচল করমু কেমনে??
__সেটা আপনারা অপুকেই জিজ্ঞেস করেন!! ![]()
![]()
বিদ্যুৎ মন্ত্রী
__জ্বালানীর দাম না বাড়া সহ বিদ্যুৎ উৎপাদনের সব কিছুই অনুকূলে তবু বিদ্যুৎ এর দাম বাড়াতে চাচ্ছেন কেন??
__সেটা আপনারা অপুকেই জিজ্ঞেস করেন!![]()
![]()
বি এন পি অফিস
__বর্তমান সরকাররে উন্নায়ন কর্মকান্ড নিয়ে আপনাদের মতামত।
__ এই সরকার গনবিচ্ছিন্ন সরকার! এদের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই!! শিঘ্রই আন্দোলন করে এদের ক্ষমতা থেকে নামিয়ে দেয়া হবে!
__কিন্তু সেই আন্দোলন কবে নাগাদ শুরু হতে পারে??
__সেটা অপুকেই জিজ্ঞেস করেন!![]()
![]()
বিলির বন্ধুমহল:-
__আরে মামা তুমি এতা কিছু থাকতে শাকিব অপুরে নিয়া পইরা আছো ক্যান??
__সেটা অপুকেই জিজ্ঞেস কর মামা!![]()
কাজের বুয়া
__ওই বুয়া আজকে ডালে একবারে লবন দেওনি! ইস মাছে আবার ঝাল বেশি দিয়া রাখছো!! হায় হায় মাংসে আবার পোড়া লাগাইয়া দিছো। এমন হইলো ক্যান!
__আমারে কইয়া কি হইবো কন! আম্মে হেইডা অপুরে ই জিজ্ঞাস করেন!![]()
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: আমিও মন্তব্য পাইয়া ভীষণ খুশি হইছি ভাইজান! ![]()
তয় কতটুকু খুশি হইছি সেই টুকুন অপুরেই জিগাইয়া লন!! কেমন! ![]()
২|
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০২
সিনবাদ জাহাজি বলেছেন: +++
ব্লগিং করছি, পাশে জনৈক বন্ধু বসা।
কিরে প্লাস দিলি ক্যান?????
অপুরে যায়া জিজ্ঞাস কর
মজা পাইছি
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৭
বিলিয়ার রহমান বলেছেন: এই মন্তব্যের উত্তরে কি বলা যায়..........
আচ্ছা যাই অপুরেই জিজ্ঞেস করে আসি!! নাকি! ![]()
৩|
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৬
জুনিয়ার ব্লগার বলেছেন:
ভাইয়া, নতুন ব্লগ কি ভাবে লিখে এবং পোষ্ট দেয় একটু শিখিয়ে দিবেন ?
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৯
বিলিয়ার রহমান বলেছেন: সেটি অপুকেই জিজ্ঞেস করেন! ![]()
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১১
বিলিয়ার রহমান বলেছেন: সিরিয়াসলি আপনি পারেন না!!!!
আচ্ছা তাহলে এই বিষয় নিয়ে একটা পোস্ট দেই নাকি???
৪|
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৭
আমি চির-দুরন্ত বলেছেন: ভাইজান, আপনি কি এইটা লেখার আগে অপুরে জিগাইয়া লইছিলেন????
নাইলে কিন্তু শাকিব কাকু আপনার ভবলীলা সাঙ্গ করে দিবেনি!!!
![]()
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৩
বিলিয়ার রহমান বলেছেন: জিগাইছি কি জিগাই নাই হেইডা আপনে অপুকেই জিজ্ঞেস করেন! ![]()
৫|
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৫
জুনিয়ার ব্লগার বলেছেন:
ব্লগিং জগতে একদম নতুন ভাইয়া, একারণে বুঝতে একটু কষ্ট হচ্ছে।
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২০
বিলিয়ার রহমান বলেছেন: আচ্ছা ঠিক আছে!! কালকে এই বিষয়ে একটা বিস্তারিত পোস্ট দেবো! ![]()
৬|
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২২
ধ্রুবক আলো বলেছেন: আমি জিজ্ঞাসা করব না ![]()
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৩
বিলিয়ার রহমান বলেছেন: ক্যালা? ![]()
৭|
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৮
জুনিয়ার ব্লগার বলেছেন:
খুশি হয়ে একখানা বিনুদুন মার্কা ছবি উপহার দিয়ে গেলাম.......... আর আপনার লেখা কি আমি চুরি করতে পাড়ি? এগুলোই ব্লগে পোষ্ট দিয়ে দিব, কি বলেন ?
আচ্ছা , ঠিক আছে ভাইয়া। কাল দেখা হবে ।ধন্যবাদ ।

২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: ছবিখানা সেই হইছে!![]()
আর আমার লেখা আপনি যত খুশি তত চুরি করতে পারেন! ![]()
![]()
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৭
বিলিয়ার রহমান বলেছেন: আপনার জন্যও একটা উপহার আছে ভাই! ![]()

৮|
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩০
কানিজ রিনা বলেছেন: অপুরে ক্যান লিখলেন, অপুকেই জিজ্ঞাসা
করুন।
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪০
বিলিয়ার রহমান বলেছেন: এই মন্তব্যের উত্তর আমি দিমু না!!!!![]()
আপনি অপুর কাছ থেকেই উত্তরটা নিয়া নেন! ![]()
৯|
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪১
মোস্তফা সোহেল বলেছেন: এই পোষ্ট দেওয়ার আগে অপুরে জিগাইছিলেন তো?
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: জিগাইছি কি জিগাই নাই হেইডা আপনে অপুকেই জিজ্ঞেস করেন! ![]()
১০|
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৩
জুনিয়ার ব্লগার বলেছেন:
....এবার বিচিত্র অনুষ্ঠান
[ভাল্লাগছে আধুনিক ডান্স
২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: হু ভাই!! ![]()
সেই রকম বিনুদুন! ![]()
১১|
২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহ া দারুন মজার হয়েছে
২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: সত্যিই মজার হয়েছে আপি!![]()
জেনে খুশি হলাম আপি! ![]()
১২|
২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫০
সালমান মাহফুজ বলেছেন:
![]()
২৫ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০০
বিলিয়ার রহমান বলেছেন: )![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
১৩|
২৫ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব মজার রম্যবোধ আপনার। ভালো লাগলো পড়ে।
মাঝেমধ্যে এরকম হাসিতামাশা দরকার ভাই। খুব হাসলাম আপনার কথাগুলো শুনে।
শুভকামনা রইল ভাই।
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: হাসি দিয়েছেন!!!! ভালা কথা!![]()
কন্তুক আপনি কি অপুকে জিজ্ঞেস করে হেসেছেন???? ![]()
![]()
![]()
১৪|
২৫ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ৭ নং মন্তব্যে, ছবিটা দেখে অবাক হলাম। ফকিরদের সমিতি কতোটা শক্তিশালী হতে পারে তার প্রমাণই বোধহয় ছবিটি!!!
ধন্যবাদ জুনিয়র ব্লগার ভাই।
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: ১৪ নম্বর মন্তব্যের উত্তর অপুকে জিজ্ঞেস করে দেযা হবে! ![]()
![]()
![]()
১৫|
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৮
সায়ান তানভি বলেছেন: হা হা হা
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: সায়ান তানভি ভাইয়া
আমার ব্লগে স্বাগতম!![]()
রম্য (পড়ুন অরম্য) পড়ে খুশি হয়েছেন জেনে ভালোলাগলো!![]()
ভালোথাকুন!![]()
১৬|
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৮
সুমন কর বলেছেন: মোটামুটি !!
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪১
বিলিয়ার রহমান বলেছেন: বিশ্বাস করেন! নোটিফিকশনে যখন আপনি মন্তব্য করেছেন দেখেছি তখন এরকম একটা যে মন্তব্য পাবো সেটিই অনুমান করেছিলাম!!![]()
আর অনুমানটা শেষ পর্যন্ত সত্যিই হয়ে গেল! ![]()
আমার অনুমান সত্যি করে যাওয়া মন্তব্যে প্লাস সুমনদা!![]()
১৭|
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৯
জুন বলেছেন: মন্তব্য করবো কিনা অপুকে জিজ্ঞেস করে আসি বিলিয়ার রহমান
+
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা !![]()
আমি উত্তর করবো কিনা সেটিও না হয় অপুকে জিজ্ঞেস করে আসি আপি!!
নাকি??![]()
প্লাসের জন্য থ্যাংকু!![]()
১৮|
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৪
সুমন কর বলেছেন: আমি কিন্তু কাউকে জিজ্ঞেস করে মন্তব্য করি নাই......
আমার কাছে যেটা ভালো মনে হয়, সেটাই করি।
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: আমার কাছে যেটা ভালো মনে হয়, সেটাই করি।
আমিও মোটামুটি সেটিই বিশ্বাস করি!!
কারন আমি যে লেখায় কনফিডন্ট থাকি আপনিও সেগুলোতে মোটামুটি লেখেন না! ![]()
১৯|
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার পোষ্ট আমার কেমন লাগল সেই কথা আপনে অপুর কাছ থেকেই জাইন্না লইয়েন।
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২২
বিলিয়ার রহমান বলেছেন: হু মেয়াবাই!![]()
আপনার মন্তব্য আমার কেমন লাগছে আপনি কিন্তু সেটিও অপুর কাছ থেকে জেনে নেবেন কেমন!![]()
২০|
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৮
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
এমন মজায় কি বলতে কি বলি , তাও আবার অপুকে জিজ্ঞেস করে আপনি জেনে নেবেন কিনা ভাবছি ।
এই ভাবাটাও আবার কেন ভাবছি, সেটা আবার অপুকে জিজ্ঞেস করতে যাবেন না যেন। কেন যাবেন না , সেটা জানতেও কি অপুকে জিজ্ঞেস করতে হবে ? এর উত্তরে আবার বলবেন না যেন , অপুকে একটু জিজ্ঞেস করে আসি .......
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৫
বিলিয়ার রহমান বলেছেন: এই মন্তব্যের উত্তরটা অপুকে না জিজ্ঞেস করেই দিতে চেয়েছিলাম।
অপুকে না জিজ্ঞেস করে মন্তব্য কিভাবে করতে হয় সেটি জানতেই এখন অপুর কাছে যাচ্ছি। ফিরে এস উত্তর করবো জী এস ভাইয়া! ![]()
২১|
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১১
সচেতনহ্যাপী বলেছেন: ভাল না মন্দ জানতে চাওয়ায় অপুতো আপনর নম বললো ![]()
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৬
বিলিয়ার রহমান বলেছেন: অপু আমার নাম বলেছে!!!!!
ভালা !!!
তয় ঘটনা হাচা নাকি মিছা সেটি অপুর কাছ থেকে জেনে আসছি! ![]()
২২|
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০৪
কবীর বলেছেন:
অপুর প্রশ্নপত্র ফাঁস হছে নাকি ???? খারান জিগাই লই ....................। ![]()
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৭
বিলিয়ার রহমান বলেছেন: হু তাই করেন!![]()
অফটপিক:- এই বারের প্রোপিবটা কিন্তু সেই হইছে!
পিকে এক হাজার লাইক! ![]()
২৩|
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৯
নীলপরি বলেছেন: দারুন ।
![]()
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৯
বিলিয়ার রহমান বলেছেন: নীলপরি,
এই মন্তব্যটি কি অপুকে জিজ্ঞেস করে করেছেন???
২৪|
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৬
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । একদম রসালো টাইপ পোস্ট । ভাল লেগেছে ।
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩০
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!![]()
একদম মন ভালো করে দেয়া একটা মন্তব্য!![]()
মন্তব্যে প্লাস!![]()
২৫|
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২১
চাঁদগাজী বলেছেন:
অপু বেচারী, মানুষ অভিনেতাকে বিয়ে করে? শাকিব বিয়ের অভিনয় করেছে; মেয়েটা বেকুব ধরণের।
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: দোষটা দুজনেরই। তবে পরিমানে কম বেশি এই আর কি!
২৬|
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৮
ধ্রুবক আলো বলেছেন: ভাই, আমার বাসায় ওয়াই ফাই নাই অপুরে জিজ্ঞাস করলে কি পাওয়া যাবে!?
![]()
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৪
বিলিয়ার রহমান বলেছেন: অপুকে জিজ্ঞেস করলে ওয়াই ফাই পাওয়া যাবে কিনা চলেন সেটি অপুর কাছ থেকেই জেনে আসি!! ![]()
২৭|
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২১
শাহিন-৯৯ বলেছেন: শুধু +++ দিলাম।
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: আমি আপনাকে শুধু ট্রিপল ধইন্নাপাতা দিলাম! ![]()
২৮|
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৫
মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: পোস্টটা ফেবুর একটা বিনুদন গ্রুপে শেয়ার দিছি....... কেন দিছি তা অপুরে জিগাইতে হবে..!
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: ঠিক আছে দিয়ে দেন!!!
তবে হ্যা শেয়ার দেয়ার আগে অবশ্যই অপুকে জিজ্ঞেস করে নিবেন! ![]()
২৯|
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৫
ওমেরা বলেছেন: অপু আবার কেঠা !!!! যে সব কিছু তাকে জিগাইতে হবে !!!
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: অপু কে তা জানতে অপুর সাথে যোগাযোগ করুন! ![]()
৩০|
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১০
ওমেরা বলেছেন: অপুকে তা তো জানার আমার কোন দরকার নেই , অপুকে সেটা সাকিব জানলেই হবে ।
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৮
বিলিয়ার রহমান বলেছেন: শাকিব জানলে হবে কিনা সেটি অপুকেই জিজ্ঞেস করেন! ![]()
![]()
![]()
৩১|
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৩
ওমেরা বলেছেন: ধুর ভাইয়া এত অপু অপু বলবেন না তো সাকিব মাইন্ড করবে ।
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৭
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!![]()
আচ্ছা আর অপু........ ধুর আবার অপু বলে ফেললাম!![]()
আবার মন্তব্য করে যাওয়ায় ধন্যবাদ!![]()
৩২|
২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:০৭
উম্মে সায়মা বলেছেন: আমি হাসতে হাসতে শেষ
মন্তব্যগুলোও সব রম্য
সেইরকম রম্য হয়েছে বিলিয়ার ভাই।
২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: হেসেছেন!!!!
খুব ভালো!! এবার ভালোয় ভালোয় হেসে যাওয়ার ফি পাঠিয়ে দিন!!!![]()
নাকি ফি দেবেন কিনা তাও আবার অপুকে জিজ্ঞেস করতে হবে!!!! ![]()
![]()
৩৩|
২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:১৯
নায়না নাসরিন বলেছেন: হা হা হা মচৎকার লেখা বিলিয়ার ভাইয়া
![]()
২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: নায়না নাসরিন
পাঠ+ মন্তব্য + প্লাসের জন্য ধন্যবাদ!![]()
আপনার কাছে চমৎকার লেগেছে জেনে খুশি হলাম!![]()
ভালোথাকুন!![]()
৩৪|
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০৯
উম্মে সায়মা বলেছেন: ফি দিতে হবে? অবশ্যই অপুকে জিজ্ঞেস করতে হবে! ![]()
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: তাহলে অপুকে জিজ্ঞেস করে এসে আর একটা কমেন্ট করেন দেখি! ![]()
![]()
৩৫|
০১ লা মে, ২০১৭ রাত ১:২৮
সাকিব ইফতেখার বলেছেন: সেন্স অব হিউমার ভালোই।
০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: হু ভালাই!![]()
আপনার প্রশংসার(প্রায়) জন্য ধন্যবাদ ভাই!![]()
৩৬|
২৬ শে মে, ২০১৭ দুপুর ১২:৪০
দেলোয়ার সুমন বলেছেন: আমি কিছু কমুনা
কেন কমুনা হেইডা অপুরে জিজ্ঞেস করেন ![]()
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: ঠিকাছে ভাই!!! মুই হেইডাই করমুনে!![]()
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৩
জুনিয়ার ব্লগার বলেছেন:
পড়ে ভীষণ মজা পেয়েছি ভাইয়া।