নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

চুরির কবলে সামুর ১০১ জন ব্লগার: মহাচুরি পর্ব ০১

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

প্রথমেই বলে রাখছি এই পোস্টটা কাউকে ছোট, খাঁটো, বড় বা লম্বা করার জন্য করিনি।কোন গোষ্ঠী বা দলকে এই পোস্টের মাধ্যমে আহত করারও কোন সুপ্ত বাসনা আমার নেই! নিছক সচেতনতা সৃষ্টিই আমার এ পোস্টের একমাত্র উদ্দেশ্য!!
আহমেদ জী এস

গেমচেঞ্জার

এম এ আলী

অপ্সরা

জুন

চাঁদগাজী

খায়রুল আহসান

সুমন কর

কি করি আজ ভেবে না পাই

বিদ্রোহী ভৃগু

শাহরিয়ার কবির

আবুহেনা মোহাম্মদ আশরাফুল ইসলাম

জাহিদ অনিক

মনিরা সুলতানা

প্রামানিক

জেন রসি

দিশেহারা রাজপুত্র

বিজন রয়

ভ্রমরের ডানা

সোনাবীজ অথবা ধূলোবালি ছাই

হাতুড়ে লেখক

রূপক বিধৌত সাধু

সেলিম আনোয়ার

কাজী ফাতেমা ছবি

ধ্রুবক আলো

নীলপরি

গিয়াস উদ্দিন লিটন

কথাকথি

ইতি সামিয়া

মোস্তফা সোহেল

অপু তানভীর

কঙ্কাবতী রাজকন্যা

নাঈম জাহাঙ্গির নয়ন


সম্রাট ইজ দ্য বেস্ট

মাহমুদুর রহমান সুজন

উম্মে সায়মা

নীল সাধু

রোকসনা লেইস

আলপনা তালুকদার

নাগরক কবি

নতুন নকিব

নাঈম ফয়সাল নয়ন

পার্থো তালুকদার

মাহবুবুল আজাদ

রাজ সোহান

ফয়সাল রকি

নিয়াজ সুমন




শেষকথা
সামু অথরিটি আমাদের কথা দিয়েছিলো চুরি ঠেকাতে আমাদের জন্য কিছু একটা করার। আমরা সে কথা রক্ষা করার প্রহর গুনতেই পারি। তবে আমাদের নিজেদের লেখা থেকে যদি নিজেরা হাড়িয়ে যেতে না চাই তবে সামু নয় বরং আমাদেরই আমাদের জন্য খাটতে হবে!! ফেসবুক গ্রুপ “সামহোয়ার ইন ব্লগ কবি পরিষদে” যোগদানের আওভান জানিয়ে আজকের লেখাটা শেষ করলাম!!

মন্তব্য ২৩৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (২৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মাইরালাইছে বিলি ভাই।

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫

বিলিয়ার রহমান বলেছেন: হে হে হে!!!!:)


এবার সবাই একটু ঠেলা সামলাক মেয়াবাই!;)

২| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

শায়মা বলেছেন: ঐ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আমার খট্টাঙ্গ পুরান চুরি করছে কে!!!!!!!!!!!!!!!!!

সাবু হাবু চোর!!!!!!!!!!!!!!

আজকে তার একদিন কি আমার একদিন!!!!!!!!!!!!!!!

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০

বিলিয়ার রহমান বলেছেন: ঐ লেখাটার আরো কয়েকজন মহান চোর আছে আপি!!!!!!


ফেবুতে সার্চ দিয়ে দেখেন!!:)

৩| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

শায়মা বলেছেন: আমি এখুনি মেরা জড়ুয়া বহিন অপ্সরান্দ্রনাথ ঠাকুরকে খবর দিচ্ছি দাঁড়াও! X((

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১

বিলিয়ার রহমান বলেছেন: হে হে হে!!!:)


৪| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

শায়মা বলেছেন: যাক বাবা আমি অনেকদিন কবিতা, গল্প লিখিনি। আমার বহেনাদের গল্প কাব্য খট্টাঙ্গ পূরান চুরি হয়েছে, চুরি হয়েছে আমার ভাইয়ুদের কষ্টার্জিত সম্পদ। আমারটা অষ্টাপদী চক্রভেদী অঙ্কন, লেঙ্গন চুরি করতে আসেনি চোর!!!!!!!!

একটি কথা প্রতীয়মান হইলো চোরেরা বড়ই কাব্য গল্প তথা সাহিত্য প্রেমী কাজেই এইসব সাহিত্য বাদ দিয়া আমার মতন আর্টিকেল লেখো!!!!!!!!!!!! :)

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: ভেরি গুড টিপস আপি!!!:)



সম্ভবত আমার আর অনলাইনে কবিতা পোস্ট করা হচ্ছে না!:)

৫| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

শায়মা বলেছেন: বলো কি!!!!!!!! আমার পুরান খাটের পায়ার এখন কি হবে! আমি কি তেপায়ায় ঘুমাবো নাকি!!!!!!!!!!! :(( আই মিন আমার বহেনা কি তেপায়ায় ঘুমাবে!!!!!! :(

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: চোরের স্বর্গে এটাইতো ভাগ্য আপি!!:)

৬| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

কুঁড়ের_বাদশা বলেছেন:

মেয়া-বাই, আমি কুঁড়ের বাদশা বলে, আমার পোষ্ট চোরে চুরি করে নাই ক্যারে??? =p~ :) :-B


১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: আফনেরতো কুনো পোস্টই নাই!!!:)



কেবল এককান ছপি ছাড়া! ;)

৭| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

শায়মা বলেছেন: ৬. ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬ ০
কুঁড়ের_বাদশা বলেছেন:

মেয়া-বাই, আমি কুঁড়ের বাদশা বলে, আমার পোষ্ট চোরে চুরি করে নাই ক্যারে??? =p~ :) :-B



তুমি ব্লু হ্যোয়েল মডারেটর তোমারটা চুরি করে মরবে নাকি!!!!!!!!!!!!!!!!

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: তুমি ব্লু হ্যোয়েল মডারেটর তোমারটা চুরি করে মরবে নাকি!!!!

হা হা হা!!!


কুড়ে মিয়ার উত্তর চাচ্ছি!!!:)

৮| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

কুঁড়ের_বাদশা বলেছেন:

আফনেরতো কুনো পোস্টই নাই!!!:)



কেবল এককান ছপি ছাড়া! ;)



মনের দুঃখে এবার আমি “““ব্লু হ্যোয়েল গেম “ খেলে মরে যাবে। এতো বড় অবিচার লেখা চোরেরা আমার সাথে করতে পারে না। আমার একটা পোষ্ট চুরি করে নাই ।। :( #:-S :|


১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: ব্লু হোয়েল খেলতে গিয়ে আবার কুড়ামি করবেন নাহতো!!!:)



গেমে সফল হওয়ার শুভকামনা!!;)

৯| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২

শায়মা বলেছেন: কুঁড়ে মিয়া উত্তর দেবে কি!!!!!!!

আজ সকালে সে আমাকে আত্মহত্যায় প্ররোচিত করেছে। আই হ্যাভ প্রমান!!!!!!!!!!!!!

বিশ্বাস না হয় আমার পোস্টে দেখে আসো!!!!!! :((

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: ও এম জি!!!


এতা ভয়ংকর অভিযোগ কুড়ে মিয়াবাই!!:)

১০| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬

কুঁড়ের_বাদশা বলেছেন: বিলিয়ার ব্লগ !!!



এখন

ভাংচুর!!!!! ভাংচুর!!!!!!ভাংচুর!!!!!!!! :)

ভাংচুর করা হবে। :)


ভাংচুর না করলে কোন আন্দোলন সফল হয়না । =p~ :) :-B

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: হায় হায়!!!!:)


এবার দেখছি স্বয়ং আমিই হুমকির কবলে!!!!:)


হুমকি ধামকি বাদ!!! তার চেয়ে বরং আপনার বিকাশ নম্বরটা দেন!!
আফনেরে ঠান্ডা করার জন্য কিছু পাঠাইয়া দেই মেয়াবাই!!:)

১১| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮

মো: নিজাম গাজী বলেছেন: হায় হায় একি অবস্থা সাহিত্য ও চুরি করে। ব্লগার ভাই পুলিশের মতই কাজটা করেছেন।

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: আমি হবু পুলিশ তো তাই এমন কাজ কাম একটু আধটু করি আরকি!!:)


মন্তব্যের জন্য থ্যাংকু ব্রো!!:)

১২| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

প্রামানিক বলেছেন: স্বপ্নের ফেরিওয়ালা, ২৫ ডিসেম্বর ২০১১, ঘটনা কি? এই ছড়া তো আমি প্রথম আলো ব্লগেও প্রকাশ করেছিলাম।

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৪

বিলিয়ার রহমান বলেছেন: ২০১১!!!!!

আমার কাছেও কেমন কেমন লাগতেছে???
একটু ফেবু সার্চ মারেনতো প্রামানিক ভাই!!!:)


যাহোক ওটা বাদদিয়ে পোস্টে আপনার আপডেটেড একটা ছড়ার জুড়ে দিয়েছি!!:)

১৩| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

কুঁড়ের_বাদশা বলেছেন:
শায়মা বলেছেন: কুঁড়ে মিয়া উত্তর দেবে কি!!!!!!!

আজ সকালে সে আমাকে আত্মহত্যায় প্ররোচিত করেছে। আই হ্যাভ প্রমান!!!!!!!!!!!!!

বিশ্বাস না হয় আমার পোস্টে দেখে আসো!!!!!! :((



-ব্লগার শায়মা আপু, এখন আমার সাথে বিরোধী দলের ভূমিকা আচরণ করছে। সে আমার কাছে বুদ্ধি চেয়েছে। আমি তাকে ভাল বুদ্ধি দিয়েছি ।এখন এসে আবার সে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। কেউ বিশ্বাস করবে না। =p~ :)


১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: শুধু বললেই হলো!!!


বিশ্বাস করাতে চাইলে আগে বিকাশ করেন!!!!!!:)

১৪| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: চোরগুলার স্বভাব যতদিন না বদলাবে, ততদিন চুরি ঠেকানো কঠিন কাজ।
কিন্তু কিভাবে এদের কানগুলা কাটা হয় এমন পোস্টগুলাও পড়ে না? আপচুচ!

স্বপ্নের ফেরিওয়ালা সামুতে একটা আছে।

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

বিলিয়ার রহমান বলেছেন: সামুর ব্লগাররা অন্তত কপি করবেন না!!


এই আশাটুকু এখনো আছে!! জানিনা এটা কবে নাগাগ খান খান হয়ে যাবে!!!


সম্মিলিত প্রচেষ্টায় লেখাচুরি অনেকাংশেই কমানো সম্ভব!!


মন্তব্যের জন্য থ্যাংকু!! ভালো থাকুন!:)

১৫| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৪

মনিরা সুলতানা বলেছেন: একজন সেইফ সাইডে থাকার জন্য হেম চন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে আমার কবিতা শেয়ার দিয়েছেন ;
হাতের কলিকাল !! আর একজন কপিপেষ্ট করতে যেয়ে উৎসর্গ কে ও কবিতার লাইন ভেবেছেন !!!!
এত্ত কথা কারে কইতাম :(

কারে জানাবো মনের .....।

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৮

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মতো আমিও আপি!!!!!




কারে জানাবো মনের ..... :((

১৬| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

হাতকাটা হাকিমুল বলেছেন: কুঁড়ের_বাদশা ব্রাদার আসলে পাব্লিক আমাগো ভয় পায়
হেই লাইগা চুরি করনের সাহস পায়না । খেক খেক খেক ;)

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৯

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!!!:)

১৭| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

সুমন কর বলেছেন: কিচ্ছু করার নেই !!!!!!!!!!! সামুর লেখাই, সামুতে চুরি হয় !! আর ফেবু !!

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১০

বিলিয়ার রহমান বলেছেন: চোরদের সম্মিলিত ধোলাই দেয়ার সময় হয়তো পারহয়ে যাচ্ছে সুমনদা!!!

১৮| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৮

জুন বলেছেন: তালিকায় আমার নাম না দেখে দুঃখ পেলাম বিলিয়ার :(

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

বিলিয়ার রহমান বলেছেন: জুনাপি!!!


এভাবে ভক্তের দিলে কষ্ট দিতে নেই!!!:)

আমি ফেবুতে সার্চ দিয়ে তোমার চোরদের পাইনি!! তোমার ভ্রমন পোস্টতো ফেবুতে তেমন চুরি হয় না!! ওগুলো চুরি করে বিভিন্ন ম্যাগাজিন!! আর আমি আজ সব ফেবু চোরদের শায়েস্তা করার জন্য এই আয়োজন করেছি আপি!!:)

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২১

বিলিয়ার রহমান বলেছেন: জুনাপি!!!


পাওয়া গেছে!!! পেস্টে এড করেও দিচ্ছি!!! এবার ভাইটিকে ক্ষমা করে দাও প্লিজ!!!:)

১৯| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১১

শায়মা বলেছেন: ১৮. ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৮ ০
জুন বলেছেন: তালিকায় আমার নাম না দেখে দুঃখ পেলাম বিলিয়ার :(



হা হা হা হা জুন আপু!!!!!!!!!!!!

চোরেরা লাইক অনলী প্রেম কাব্য এ্যান্ড প্রেম গল্প!!!!

তুমি ভ্রমন ব্লগ লিখে সেইফ আছো তাই!!!! :)

যদিও আমি একবার দেখছিলাম আমার রাঙ্গামাটি ভ্রমন লেখা আমার অর্ধেক হাত পা মাথাওয়ালা ছবি সহ এক পেইজে না না দুই পেইজে প্রকাশ করে দিতে !!!!!! :)

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৫

বিলিয়ার রহমান বলেছেন: জুনাপির লেখা বেশ কিছু ম্যাগাজিন অনুমতি না নিয়ে ছাপিয়ে দেয়!!


আমি কয়েকটাকে মার্কও করেছিলাম!!

২০| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:


আমার লেখা চোর বলেছেনঃ আজও তাই কবি হওয়ার তীব্র প্রচেষ্টায় আছি


শুভ কামনা রইল ব্ন্ধু ।। একটু নিজের মাথা খাটিয়ে কবি হও। :-B


১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৭

বিলিয়ার রহমান বলেছেন: নিজের মাথা খাটাবে!!!!!:)


এমন স্বপন না দেখাই ভালা মেয়াবাই!!!:)

২১| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

নীলসাধু বলেছেন: ব্লগে পোষ্ট করার কয়েক মিনিটের মধ্যেই সেই লিখা কপি পেস্ট হয়ে নানা মাধ্যমে শেয়ার হয় নানা নামে।
কি আর করা।
চোর তো চোরই। সে চুরি করেই যাবে। নিজ থেকে লিখতে পারবে না কোনদিন।
নিন্দা রইলো। (এ ছাড়া আর কি করা যায়!!)


আপনাকে ধন্যবাদ অনেকের লিখা যে নিয়মিত চুরি হয়ে যাচ্ছে তা আবার একবার মনে করিয়ে দিয়েছেন বলে।
ভালো থাকুন।

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৯

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মতামত প্রদানের জন্য আপনাকেও ধন্যবাদ ভাই!:)



ভালো থাকুন!!:)


শুভকামনা!:)

২২| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:


কবি ভ্রমরে ডানার কবিতা চুরি করেছেন একজন মহিলা চোরে। ভ্রমরের ডানা ভাই সফল কবি। :)





অভিনন্দন কবি ভ্রমরের ডানা


এখন কবিতা লেখার চাওয়া-পাওয়ার হিসাবটা চোরের মধ্যে থেকে খুঁজতে হবে। :) :-B

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩০

বিলিয়ার রহমান বলেছেন: এখন কবিতা লেখার চাওয়া-পাওয়ার হিসাবটা চোরের মধ্যে থেকে খুঁজতে হবে


হা হা হা!!!:)

আফনের কথা শুনে ঝেড়ে হাসলাম মেয়াবাই!!!:)

২৩| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৯

জুন বলেছেন: আমি দু একটি পত্রিকায় আমার ভ্রমন কাহীনি আমার বিনা অনুমতিতে ছাপতে দেখেছি । প্রমান খুজে এনে লিংক দিয়ে যাবো বিলিয়ার @শায়মা ধন্যবাদ সত্যি বলেছো ।

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৮

বিলিয়ার রহমান বলেছেন: ভক্তকে ক্ষমা করে আগের মন্তব্যটা মুছে ফেলার অনুমতি দিয়ে যাও আপি!!!:)

২৪| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২১

মনিরা সুলতানা বলেছেন: শাহরিয়ার কবীর বলেছেন:


আমার লেখা চোর বলেছেনঃ আজও তাই কবি হওয়ার তীব্র প্রচেষ্টায় আছি


শুভ কামনা রইল ব্ন্ধু ।। একটু নিজের মাথা খাটিয়ে কবি হও। :-B


হাহাহা এইডা এপিক :P
মর্ম বেদনা আছে তাইলে ।

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩২

বিলিয়ার রহমান বলেছেন: আমিও আর একটু হেসে নিলাম!!!:)


হা হা হা!!!:)

২৫| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৪

মনিরা সুলতানা বলেছেন: জুন আপু তোমার টা চুরি করতে ও সেই মেধা আর সাহস লাগে :
পাবলিক ক্যাক কইরা ধরে বলবে _
কবে গেছিলি ক ???

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: জুনাপুর আপুর প্রথম তিনটা পোস্ট আমলে নিয়ে চোর মহাশয়দের খুঁজেছি! তবে কাউকে পাইনি!!:)


চার নম্বরটায় সফল হয়েছি!!!:)

২৬| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৭

কুঁড়ের_বাদশা বলেছেন:
বিলিয়ার ব্লগ !!!



এখন

ভাংচুর!!!!! ভাংচুর!!!!!!ভাংচুর!!!!!!!! :)

ভাংচুর করা হবে। :)


জুন আপুর চোরের ছবি তারাতারি আপনার পোষ্টে দেন ।।

আবার
বিলিয়ার ব্লগ !!!



এখন

ভাংচুর!!!!! ভাংচুর!!!!!!ভাংচুর!!!!!!!! :)

ভাংচুর করা হবে। :)

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪০

বিলিয়ার রহমান বলেছেন: আন্দোলন থামান মিয়াবাই!!!:)



আফনের দাবি মানা হয়েছে!!:):):)

২৭| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৮

জুন বলেছেন: মাই গড আমার চিয়াং মাই এর ওয়াট রং খুন ভ্রমন পোষ্ট B:-) B:-)
X(( X(

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪০

বিলিয়ার রহমান বলেছেন: ছুটো ভাইয়ের সাথে এইরাম লাগ করে না আপি!!! :):)

২৮| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৫

উম্মে সায়মা বলেছেন: শায়মাপুর খট্টাঙ্গ পুরান যে চুরি করেছে তাকে জিজ্ঞেস করুন একটা শব্দেরও অর্থ বলতে পারবেনা X((

একটা পোস্ট দিয়ে বসতে পারলাম না তার মাঝেই চুরি হয়ে গেল? :|
আপনার পোস্ট দেখে আমিও ফেসবুকে সার্চ দিলাম। এক চোর দেখলাম পোস্ট দিয়েছে সময় দেয়া ২০১৫! এ কবিতার তখনও জন্মও হয়নি! মনে হয় তার আগের কোন পোস্টে গিয়ে এডিট করে আমার লেখা বসিয়ে দিয়েছে! এখন তো দেখছি ছবি আপুর মত নিজেকে নিজের লেখার চোর বনতে হবে! :-& আমি পোস্ট দিয়েছি ২০১৭ তে আর তারটা ২০১৫! কত বুদ্ধিমান চোর! এ বুদ্ধি কাজে লাগিয়ে লিখলে নিঃসন্দেহে ততক্ষণে একটা কবিতা হয়ে যেত...
ঘৃণা জানিয়ে গেলাম X((

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪২

বিলিয়ার রহমান বলেছেন: চোরের মাথায় বুঝি বুদ্ধি থাকতে নেই!!!!:):)



:):)

২৯| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:


যার যত লেখা চুরি হবে,সে তত বড় সফল লেখক । এখন থেকে লেখা চোরদের মধ্যে থেকে লেখক হওয়ার সফলতা-বিফলাতা খুঁজতে হবে।। =p~ :-B :)

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!!:)


জয় লেখা চোরদের জয়!:)

৩০| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩

মাহবুবুল আজাদ বলেছেন: ওরে আল্লাহ এত চোর কেন? এক লেখা কয়জন চুরি করে?

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: আপডেটে আপনার স্ক্রীন শটটাও জুড়ে দিয়েছি!!!:)

৩১| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭

অন্তরন্তর বলেছেন: একটা ব্যাপার খেয়াল করলাম চোরেরা সব ভাল লিখাগুলো চুরি করেছে। তাদের ভাল ট্যাঁসট আছে। লেখা চুরি বন্ধ করা যাবে না। শুভ কামনা রইল আপনাদের জন্য।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: ভালো আর মন্দ নাই!!!:)


সামুর প্রায় লেখাই চুরি হচ্ছে!!!!!


৩২| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮

মাহবুবুল আজাদ বলেছেন: আমার লেখার অবস্থা দেখেন : কয় জনে


১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: দেখলামতো!!!:)


একেবারে হায় হায় অবস্থা!:)

৩৩| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: তালিকায় আমার কোন পোস্ট নেই; এ অবিচার মানি না!

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: আপডেট দেখেন মেয়াবাই!!:)

৩৪| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৯

মলাসইলমুইনা বলেছেন: বিলিয়ার ভাই : আপনিতো শ্রেণী মার্কসীয় দ্বন্দ্বের সূত্রপাত করলেন ব্লগে ! এই যে নিশিকুটুম্বদের কবলে পড়া সেলিব্রেটি ব্লগারদের উন্মুক্ত লিস্টি দিলেন এর মধ্যে আমার নাম ধাম কিছুই নাই -মানে আমি জাতপাতহীন নমঃশূদ্র |এখন আমার প্রিয় এই সেলিব্রিটি ব্লগাররা কি তাদের লেখায় আমার মতো নমঃশূদ্রদের মন্তব্য করতে দেবেন না করলে খুশি হবেন ? এখন আমার ব্লগ জীবনের কি হপে ?

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: আরকয়টা দিন সবুর করেন মেয়াবাই!!!


এইতো আপনাকে ধরলো বলে!!:)

৩৫| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩

নূর আলম হিরণ বলেছেন: :p :p:p :p

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: পার্ট টুতে এটাও দিয়ে দেবো!!:)

৩৬| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বহত তকলিফ পহনচায়ে চোরোঁ নে। উন কো সাযা দেনে কা তরিকা সোচিয়ে মেয়াবাই। :-B

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩০

বিলিয়ার রহমান বলেছেন: ইতা কিতা কইলেন মেয়াবাই!!!!:)



অন্য কুনো ভাষায় গালি দিয়া গেলেন নাকি????;)


৩৭| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮

ধ্রুবক আলো বলেছেন: প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, খুব প্ররিশ্রমী কাজ করেছেন। এতো গুলো চুরি হাতেনাতে তুলে ধরেছেন। কৃতজ্ঞতা।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩০

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেওওও!:)



;)

৩৮| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

ধ্রুবক আলো বলেছেন: এই ভার্চুয়াল জগতে চুরি ঠেকানো টা প্রায় অসম্ভবই বটে। কারণ চোরে না শুনে ধর্মের কাহিনী। চুরের মার বড় গলা।

" রবীন্দ্রনাথ যদি এই যুগের কবি হতেন, তাহলে উনি ভিক্ষা করে খেতেন আর রাস্তায় রাস্তায় পাগলের মত ঘুরে বেড়াতেন। আর সব সময় চিৎকার করে বলতেন আমার কবিতা চুরি হয়েছে! আমার লেখা চুরি হয়েছে!"

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: চোরে ধর্মের কাহিনী না শুনুক আর নাই শুনুক আমরা কিন্তুক মাইক লাগিয়ে হলেও ধর্মের বানী প্রচার করবো!!:)




;)



৩৯| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫

শায়মা বলেছেন: http://www.travelbd.co/post/dhaka_2 আমার স্টোরি টেলিং রাইটিং!!!!!! :-/

https://www.facebook.com/1724813604409124/photos/a.1724815827742235.1073741826.1724813604409124/1999990583558090/?type=3 আমার ইমোশন কন্ট্রোল রাইটিং



ইন্নিনিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজীউন!!!!!!!! :-/

আমার আর্টিকেল পোস্টও রক্ষা পায়নি!!!!!!!!!!! চাবি!!!!!!!! চাবি!!!!!!!!! তালা চাই সিন্দুকে!!!!!! :( :( :(

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: চাবি!!!!!!!! চাবি!!!!!!!!! তালা চাই সিন্দুকে!!!!!!


আমাদের দাবি আমাদের দাবি!!!

মানতে হপে মানতে হপে!!:)

৪০| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯

কানিজ রিনা বলেছেন: এগুল গৃহপালিত চোর,চোরদের বাবারা মনে
হয় চোর ছিল।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: চোরদের বাবারা কেন চুরির দায়ে গাল শুনবে আপি??


চোর সব মুর্দাবাাদ!!

৪১| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০

যূথচ্যুত বলেছেন: আমার লেখা কি কভু চুরি হবে না? :(

আমি কি কোনদিন সেলেব হতে পারব না? :((

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: চোরদের কাছে সেলেব বলে কিছু নেই!!!


সবার লেখাই চুরি হয়!! পর্ব দুইয়ে সম্ভবত আপনি থাকছেন!!:)

৪২| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

শায়মা বলেছেন: ৪১. ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০ ০
যূথচ্যুত বলেছেন: আমার লেখা কি কভু চুরি হবে না? :(

আমি কি কোনদিন সেলেব হতে পারব না? :((


পারবে ভাইয়া!


একখানা প্রেমকাব্য লেখো!

এখুনি চুরি হবে! গ্যারান্টি!!!!!!!!!!!

একজন অভিজ্ঞ ব্লগারের বাণী মনে রেখো! :)

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: আমিও একমত আপি!!!:)



:):)

৪৩| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

যূথচ্যুত বলেছেন: মলাসইলমুইনা বলেছেন: বিলিয়ার ভাই : আপনিতো শ্রেণী মার্কসীয় দ্বন্দ্বের সূত্রপাত করলেন ব্লগে ! এই যে নিশিকুটুম্বদের কবলে পড়া সেলিব্রেটি ব্লগারদের উন্মুক্ত লিস্টি দিলেন এর মধ্যে আমার নাম ধাম কিছুই নাই -মানে আমি জাতপাতহীন নমঃশূদ্র।

আমিও আছি এই কাতারে! :(

এতবড় কলঙ্ক, এতখানি লজ্জা আমি কোথায় লুকোব? :((

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪০

বিলিয়ার রহমান বলেছেন: আমিতো প্রথমেই বলেছি এই পোস্টের মাধ্যমে আমি কাউকে বড়, ছোট, লম্বা বা খাটো করতে চাইনি!!:)


সো গোত্র বিভাজনের প্রশ্নই আসার কথা না মেয়াবাই!!:)

৪৪| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

রুহুল আমিন খান বলেছেন: সবাই সামুর পোস্ট চুরি করে ফেসবুকে দেয়
ফেসবুকের পোস্ট চুরি করে কেউ সামুতে দেয় না
সামু<ফেসবুক

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪১

বিলিয়ার রহমান বলেছেন: হু!!!


আমরা তাহলে এটার ভিত্রে শান্তি খুঁজি!!:)


নাকি মেয়াবাই???:)

৪৫| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

যূথচ্যুত বলেছেন: শায়মা বলেছেন:

পারবে ভাইয়া!

একখানা প্রেমকাব্য লেখো!

এখুনি চুরি হবে! গ্যারান্টি!!!!!!!!!!!

একজন অভিজ্ঞ ব্লগারের বাণী মনে রেখো!
:)



হায়! :(

প্রেম ও কাব্য কিছুই আসে না আমার। (যুগপৎ একপিস-ই এসেছিল ক্ষুব ছোট্টবেলায়, হারমায়নি-কে দেখে :D )

তারচে' বরং, ওই দাড়িবুড়ো-টার থেকে ঝেড়ে দি? :P

ওর এসব খুব আসে। /:)

নকলে নকল-ক্ষয় হয়ে যাক। :P

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪২

বিলিয়ার রহমান বলেছেন: এই মন্তব্যের উত্তরো কি আমার দিতে হপে মেয়াবাই!!!:)

৪৬| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫

শায়মা বলেছেন: যূথচ্যুত

ভাইয়া হারমায়নিকে নিয়ে লেখে সেও ভালো। দাঁড়িবুড়োকে নিয়ে লিখতে গেলে শেষে ভূতের কিল খেয়ে মরতে পারো। আমরা না হয় অক্ষম চোর ধরা কিন্তু দাঁড়িবুড়ো কিন্তু অমর ব্যক্তিত্ব কাজেই ...... সাবধান হুশিয়ার!!!!!!!!

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: যূথচ্যুত


আপির হুশিয়ারিটাকে গুরুত্ব দিয়ে দেখতে পারেন!!! :P

৪৭| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০০

মলাসইলমুইনা বলেছেন: যাক একটা ব্যাপার অন্তত খারাপ লাগছে না -অপ্সরার খটাঙ্গ পুরান পড়তে হওয়া দন্ত ব্যাথা এখন আরো একজন বা একাধিক নিশিকুটুম্বস অফ ফেসবুক শেয়ার করবে ! তাতে আমাদের ভাগে ব্যাথা একটু কমবেতো তাই না ? অপ্সরা কি বলেন ?

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: প্রতি উত্তরের দায়িত্বটা তাহলে অপ্সরা আপির জন্যই রেখে দিলাম!!:)

৪৮| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪

যূথচ্যুত বলেছেন: ভূতের কিল!! :-*

তা'লে থাক। B:-)

দরকার নেই সেলেব হবার। |-)

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: এভাবে হাল ছেড়ে দিলে চলে?????




?????;)

৪৯| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

শায়মা বলেছেন: ৪৭. ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০০ ০
মলাসইলমুইনা বলেছেন: যাক একটা ব্যাপার অন্তত খারাপ লাগছে না -অপ্সরার খটাঙ্গ পুরান পড়তে হওয়া দন্ত ব্যাথা এখন আরো একজন বা একাধিক নিশিকুটুম্বস অফ ফেসবুক শেয়ার করবে ! তাতে আমাদের ভাগে ব্যাথা একটু কমবেতো তাই না ? অপ্সরা কি বলেন ?


একদম সত্য কথা!!!!!!!

মরুক আর দাঁত ভাঙ্গুক সেই খট্টাঙ্গ পূরাণ পড়িয়া!!!!!!!!!! :)

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: মরুক আর দাঁত ভাঙ্গুক সেই খট্টাঙ্গ পূরাণ পড়িয়া!!!!!!!



হা হা হা !!!!:)

৫০| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬

এম আর তালুকদার বলেছেন: অাপনার কর্মে মুগ্ধ হলাম, তবে চোরদের জন্য সমবেদনা ছাড়া কিছু নাই। এই চুরির সুশীল ভাষায় প্রতিবাদ করতে গিয়ে দীর্ঘদিন জীবন নিয়ে টানাটানির ভিতর ছিলাম। আল্লাহ বাঁচাইছে, চোরেরা যত পারো চুরি কর, আর প্রতিবাদ করে কি হবে যদি জীবনই না থাকে...

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

বিলিয়ার রহমান বলেছেন: আমারো আর প্রতিবাদ করার ইচ্ছা নেই!!!!


এটাই শেষ চেষ্টা!!!:)


এবার যদি সবার ঘুম ভাঙ্গে!!! না ভাঙ্গলেও সমস্যা নেই!! আমিও না হয় তখন সবার মতো নাক ডাকা শুরু করবো!!!:)

৫১| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

নীলপরি বলেছেন: এরা কি সামুতে বসেই থাকে । পোষ্ট বের হয় আর নিয়ে যা্য় ?

এবার হয়তো সিরিয়াস হওয়ার সময় হয়েছে । আমি ফেবুতে নেই । সামুতে থেকে কিছু করা গেলে করবো । পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ ।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: সামু থেকে করার মতো আমাদের তেমন কিছুই নেই!!


সামুর টেকরা চাইলে কিছু একটা করতে পারেন!!!


তবে চাইলে ফেবুতে আমরা সম্মীিলিত ভাবে চোরদের মুখোশ উন্নোচন করতে পারি!!:)

৫২| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪

মলাসইলমুইনা বলেছেন: মনিরা সুলতানা, আপনার লেখা পড়ে হাহাসির কোনো কারবারি নেই শুধু মুগ্ধ মুগ্ধতা | কিন্তু আপনার মন্তব্য :

১৫. ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৪ ১ মনিরা সুলতানা বলেছেন: একজন সেইফ সাইডে থাকার জন্য হেম চন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে আমার কবিতা শেয়ার দিয়েছেন ;
হাতের কলিকাল !! আর একজন কপিপেষ্ট করতে যেয়ে উৎসর্গ কে ও কবিতার লাইন ভেবেছেন !!!!
এত্ত কথা কারে কইতাম :
কারে জানাবো মনের .....।


মহা উচ্চাঙ্গের নিখাদ রঙ্গ হয়েছে | ঠাস ঠাস করে হাসি আসছে | ওয়েইট ---একটু হেসে নেই | হাঃ হাঃ হাঃ ....|

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: আবার যেহেতু এসেছেন তাই খালি হাতে ফিরিয়ে দেই কি করে!!!:)


আপনার তরফে তিনটে হাসির ইমু সম্প্রদান করা হইলো!!!


:):):)

৫৩| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:



আমাদের সামাজিক অবস্হায়, এটা স্বাভাবিক; এগুলো আগামী ৩০/৪০ বছর চলতে থাকবে।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: একটা ভয়ংকর রকমের আত্মমর্যাদাহীন জাতি হয়ে উঠছি আমরা!!

৫৪| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

কথাকথিকেথিকথন বলেছেন:



শায়মা ভাবছে, তার খট্বাঙ্গ পরাণ আবার কে চুরি করে ! অথচ আমার কবিতা কত আগে থেকেই চুরি হচ্ছে !

একজন সাহিত্যমনা ব্যাক্তির প্রোফাইলে ভুলে ঢুকে গেছিলাম । দেখি এ তো যেন আমার নিজের প্রোফাইল !

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: একজন সাহিত্যমনা ব্যাক্তির প্রোফাইলে ভুলে ঢুকে গেছিলাম । দেখি এ তো যেন আমার নিজের প্রোফাইল !


লন ঠেলা মেয়াবাই!!:)

৫৫| ১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

জাহিদ হাসান বলেছেন: চুরির মহাসমাবেশ ! B-))

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: চুরির না মহাচুরির মহাশমাবেশ!!!!:)

৫৬| ১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

যূথচ্যুত বলেছেন: কথাকথিকেথিকথন বলেছেন:

একজন সাহিত্যমনা ব্যাক্তির প্রোফাইলে ভুলে ঢুকে গেছিলাম । দেখি এ তো যেন আমার নিজের প্রোফাইল !





=p~ =p~ =p~

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০০

বিলিয়ার রহমান বলেছেন: :P :P :P :P

৫৭| ১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চুরি কোনদিন বন্ধ হবে না।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০০

বিলিয়ার রহমান বলেছেন: তাইলো তো সব্বোনাশ!!!!

৫৮| ১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,




চুরির চার্জশীটে একনম্বরেই আমার চুরি যাওয়া লেখার আলামত জব্দ করে লিপিবদ্ধ করলেন ? ভালো । এরপরে তদন্ত .... ‌আর তারপরে তদন্তের মুখ আর বিচারের সুখ আমরা দেশবাসী আর সব তদন্তের মতোই জিন্দেগীতে দেখে যেতে পারবোনা । :((

১৯ নম্বরে শায়মা শ্বান্তনা দিয়েছেন জুন কে -----
"হা হা হা হা জুন আপু!!!!!!!!!!!!

চোরেরা লাইক অনলী প্রেম কাব্য এ্যান্ড প্রেম গল্প!!!!

তুমি ভ্রমন ব্লগ লিখে সেইফ আছো তাই!!!! " :(

কিন্তুক @ শায়মা আমার লেখাটি তো নিরস আর্টিকেল, প্রেম কাব্য এ্যান্ড প্রেম গল্প নয় । জুন এর মতো আমিও অবাক ............... আপনার খাট্টাঙ্গ পুরাণে কি ভবিষ্যত বাণী করা আছে ? আপনার অষ্টাপদী চক্রভেদী দিয়ে এই চক্র কি ভেদ করা যাবে ????? :||

জুন বলেছেন: তালিকায় আমার নাম না দেখে দুঃখ পেলাম বিলিয়ার :(
নামটি থাকলেই যেন ভালো হতো , এমন একটি ভাব ! ;)
তাহলে এমন দুঃখের সত্য ঘটনার একটা গল্প বলি ----
আমার চেম্বারে অনেক রোগী এসে এমন বলে ," স্যার ৫/৬ হাযার টাকার পরীক্ষা-নিরীক্ষা করাইলাম কিন্তু ডাক্তারে কিছু পায় নাই ! ডাক্তারে কইছে আমার নাহি কিছু হয় নাই.. !!!!! " মুখখানা তার ব্যাজার । আমিও রস করে বলি , " ক্যানো কিছু হইলেই কি খুশি হইতেন আপনি ? এই যেমন কালাজ্বর, এইডস , ক্যান্সার .................." #:-S

জুন এবং এরকমের যারা যারা হুতাশে ভুগছেন, তারা এবার কি চাচ্ছেন তাদের লেখার গুষ্টি সহ চুরি হোক ??? :P :#)

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০২

বিলিয়ার রহমান বলেছেন: কাউকে না কাউকে দিয়ে তো শুরু করতে হতো নাকি???


তো আপনাকে দিয়েই শুরু করলাম জী এস ভাইয়া!!!:)



আপনার শেষের দোয়াটা কিন্তুক সেই হইছে ভাইয়া!!!!;)

৫৯| ১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

শায়মা বলেছেন: আহমেদ জী এস ভাইয়া!!!!!!

আমার লেখা নাতি পুতি গুষ্ঠিসহ চুরি করে মরুক চোরের দল!!!!! আমারও কিচ্ছু যায় আসে না!!!!!!! জুন আপু, আমি, মনিরা আপু আমরা দরজা খুলেই কবিতা লিখে ঘুমাবো!!!!!! যা যা চোরের পছন্দ বা অছন্দ হবে নিয়ে নিয়ে মরুক!!!!!!! :) :) :)

তবে আমি শুধু কবিতা বা গল্প প্রেমীরাই চোর ভেবেছিলাম সে মন্তব্যের আগে। ভাইয়া পরে নিজে একটু গবেষনা চালায় দেখি হায় হায় আমার আর্টিকেলও চোরদের পছন্দ এবং সেসব তাদের ফেসবুকের প্রেম নিবেদনের জন্য না সোজা নানা অনলাইন পেইজ ও ম্যাগাজিনে ছেপে দেয় আমার নাম না দিয়ে!!!! :((

আমার খাট্টাঙ্গ পুরাণে যে কি বাণ মারা আছে সে যদি চোরেরা জানিতো!!!!!!!!! হি হি হি

অষ্টাপদী চক্র বাণ গেলো বলে ! এক্কেবারে প্রাণের ভেতর দিয়ে মরমে পৌছিলো...... :D

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৪

বিলিয়ার রহমান বলেছেন: এই বানের কৌশল পাবলিকলি বলে দাও শায়মাপি!!:)


আমরাও বানটান দু একটা মারি আরকি!!!:):)

৬০| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বিলি ভাই আমিতো হাসতে হাসতে শেষ, চুর কত বোক দেখেন, আমি একজন অলেখকের লেখা করল চুরি! এই ব্যাটারা ফেবুকে কমেনট লাইক সংগ্রহের তালে, লিখার ভাল মন্ধ্যের তালে নয়।
চুরের সাথে দুস্তি ছাড়া এ মহা সমস্যা থেকে উত্তরের কোন পথ দেখছি না।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৬

বিলিয়ার রহমান বলেছেন: আপনি অলেখক এ হলো নিছকই আপনার সৌজন্যতা মেয়াবাই!!:)



চোরের ভালো লাগছে বলেইতো মেরে দিয়েছে!! :)

৬১| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

আখেনাটেন বলেছেন: ব্লগের কানাগলিতে চোরেরা ওৎ পেতে থাকে চুরি করার জন্য!!!!!

পোষ্ট দেওয়া মাত্র ঘটাতং ফেসবুকং প্রকাশং। :P

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৭

বিলিয়ার রহমান বলেছেন: একেং বারেং খাটিং কথাং!!:)


:):)

৬২| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

প্রামানিক বলেছেন: হায়! হায়!! করছে কি? চোরে দেখি আমার সব লেখাই কম বেশি চুরি করেছে। ধন্যবাদ বিলিয়ার রহমান। বিশাল একটি কাজ করেছেন।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

বিলিয়ার রহমান বলেছেন: হু!!!


আপনাকে ধন্যবাদ প্রামানিক ভাই!!!:)

৬৩| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৭

মনিরা সুলতানা বলেছেন: মলাসইলমুইনা বলেছেন: মনিরা সুলতানা, আপনার লেখা পড়ে হাহাসির কোনো কারবারি নেই শুধু মুগ্ধ মুগ্ধতা | কিন্তু আপনার মন্তব্য :

১৫. ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৪ ১ মনিরা সুলতানা বলেছেন: একজন সেইফ সাইডে থাকার জন্য হেম চন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে আমার কবিতা শেয়ার দিয়েছেন ;
হাতের কলিকাল !! আর একজন কপিপেষ্ট করতে যেয়ে উৎসর্গ কে ও কবিতার লাইন ভেবেছেন !!!!
এত্ত কথা কারে কইতাম :
কারে জানাবো মনের .....।

মহা উচ্চাঙ্গের নিখাদ রঙ্গ হয়েছে | ঠাস ঠাস করে হাসি আসছে | ওয়েইট ---একটু হেসে নেই | হাঃ হাঃ হাঃ ....|



আমি নিজে ও হাহাপগে (হাসতে হাসতে পরে গেলাম ) অবস্থা সিরিয়াসলি তাই হয়েছে ফেসবুক থেকে সার্চ দিলে এমন কত মজা যে দেখা যায় ।

উনার হিসেবে এটা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামক কারো লেখা :( কবি হিসবে মনে হয় আমার নামটা ব্যাকডেটেড

এই ভদ্র লোক আবার ব্লগে র মিষ্টি আপি কে উৎসর্গ পত্র ও সহ কবিতা লিখেছেন

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১১

বিলিয়ার রহমান বলেছেন: এসব দেখে আমার কষ্ট লাগে, লজ্জা লাগে!!!


দুঃখ হয়!!!


মানুষের রুচি বোধটা এতো নিঁচুতেও নামতে পারে????

একজন লেখকে এবাবে তার প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত করা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৬৪| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চোর দেখি ঘোড়া গাধা সব এক করি ফালাইছে!!
মেধাবীদের লিখা চুরি হইছে ভাল কথা তাই বলে আমার হাবিজাবিও-----

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

বিলিয়ার রহমান বলেছেন: আপনি মেধাবী লেখক নন এটা বলাটা নিছকই আপনার সৌজন্যতা!!:)

৬৫| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: জুন আপু তোমার টা চুরি করতে ও সেই মেধা আর সাহস লাগে :
পাবলিক ক্যাক কইরা ধরে বলবে _
কবে গেছিলি ক ???
ব্যাপক মজা পাইলাম :D

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৪

বিলিয়ার রহমান বলেছেন: জুনাপুর চোরদেরো পেয়েছি!!!:)


তবে একটু লেট হয়ে গিয়েছিলো আরকি!!:)

৬৬| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৫

কালীদাস বলেছেন: :(( :((
ইমিডিয়েটলি ব্লগের পোস্ট কপি করার অপশন বন্ধ করা উচিত। আমি আশা করব ব্লগের ডেভেলপাররা এব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন।

তবে এটা প্রোপার সমাধান না। সঠিক সমাধান হল ফেসবুকের এক্সেস বন্ধ করে দেয়া বাংলাদেশের জন্য। ফেসবুকভিত্তিক একটা অনলাইন জেনারেশন গড়ে উঠছে বাংলাদেশে যাদের স্বকীয়তা অত্যন্ত নিচু লেভেলের। একটা লাইন নিজে লেখার ঘিলু রাখেনা এই বিশেষ জেনারেশনটা। একেতো গোল্ডেন এপ্লাস জমানার পয়দা তারউপর এরকম গণহারে কপিপেস্টের অভ্যাসকারীরা দেশকে কোথায় নামাবে ভাবলেই ভয় লাগে।

###
উপরের প্যারায় কি লিখেছি ভুলে যান। ফেসবুক বন্ধ করতে বললে প্রায় সব বাংলাদেশি আমার নাগরিকত্ব বাতিলের আন্দোলন শুরু করার জন্য চোখের পলকে একমত হয়ে দেশ তামাতামা করে ফেলবে :((

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

বিলিয়ার রহমান বলেছেন: ইমিডিয়েটলি ব্লগের পোস্ট কপি করার অপশন বন্ধ করা উচিত। আমি আশা করব ব্লগের ডেভেলপাররা এব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন।

আপনার মতো আশাবাদী হওয়া ছাড়া আমাদেরো আর খুব একটা বিকল্প অপশন নেই!!:)


আর আমাদের মতো অকবিদের লেখা চুরি হওয়ার অযুহাতে ফেবু বন্ধ করার কথা চিন্তা করাও আইনত দন্ডনীয়!!!;)


মন্তব্যের জন্য থ্যাংকু কালীদাস ভাইয়া!:)

৬৭| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

অনিক_আহমেদ বলেছেন: হায়রে বাটপার। একেক চোর কপি পেস্ট করে এমন ভাব নেয়.....দেখলে মন চায়.....

বিলি ভাই আহেন সবাই মিলা এডিরে পিটাই। :(

কমেন্টের পরামর্শগুলো পড়ে ভাল লাগল। বিশেষ করে কালিদাস ভাই এর সাথে আমি একদম এক মত। ফেবু বন্ধ করে দেয়া হোক। আর যারা প্রক্সি আর ভিপিএন দিয়ে চালাবে তাদের দেশ ছাড়া করা হোক।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৯

বিলিয়ার রহমান বলেছেন: বিলি ভাই আহেন সবাই মিলা এডিরে পিটাই।


ভেরি গুড প্রোপজাল!!!!


বাট লাঠালাঠির সময় থাকবেনতো????;)

৬৮| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৩

সচেতনহ্যাপী বলেছেন: এত ধরা-বাধা না করে বরং সমস্ত চোরদের নিয়ে একটি মহাসমাবেশের ডাক দিন।। দেখেন কি হয়!!

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৪

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!:)

তখন কি হবে জানেন??


মহাশমাবেশের প্রচার পত্র হিসেবে যে লেখাটা লিখতে হবে সেটি তখন ফেসবুকের বিভিন্ন ওয়ালে অনেক অনেক মহান লেখকের নামে শোভা পাবে!!!:)

৬৯| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫০

সোহানী বলেছেন: আল্লাহ্ বাচাইছে কবিতা লিখি না........... (যদিও আমার এ ছাগল পাগল লিখা স্বয়ং পত্রিকাওয়ালারাই ছাপায়ে দিসে... :(( )

ধন্যবাদ বিলিয়ার চোর ধরার আড়ি পাতার জন্য ..............

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৮

বিলিয়ার রহমান বলেছেন: আপনার ব্লগ বাড়িতে গতকাল অভিযান চালিয়েছিলাম!!:)


আপাতত আপনি নিরাপদ আছেন!!:)

৭০| ১১ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই সব লেখা চোরদের জুতার মালা পড়ানো উচিত। :(

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৯

বিলিয়ার রহমান বলেছেন: তখন হয়তো জুতোর মালাটাও কপি হয়ে যাবে!!!:):ধ)

৭১| ১১ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:২৪

অজানিতা বলেছেন: এইখানে আরেকটি! :)
কেউ ফেসবুকে এভাবে না দিলে জানতেই পারতামনা আমার কবিতাতেও এত লাইক পড়তে পারে! :-B =p~ একজন মানুষ তার টাইমলাইনে দেওয়ার পর অন্য পেজে দিয়েছেন!!! B:-)


১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩০

বিলিয়ার রহমান বলেছেন: এটাকে ২য় পর্বে এড দিয়ে দেবো!!

৭২| ১১ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:১৫

জানা বলেছেন: দেখে রাখলাম পোস্টটি। এটা নিয়ে কাল কথা বলতে আসবো এখানে।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩১

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু জানাপি!!!:)


এই সমস্যা সমাধানে আপনার সহযোগিতা কামনা করছি!

৭৩| ১১ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:২২

নাগরিক কবি বলেছেন: ব্লগে লেখা বন্ধ করে দিয়েছি এই জ্বালায়

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

বিলিয়ার রহমান বলেছেন: লেখালেখি বাদ না দিয়ে বরং ইমেজিং করে পোস্ট দেন!!!

৭৪| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাইজান, এই রকম হলে ব্লগে আর লিখতে আসবো না। আমরা কষ্ট করে লিখবো আর তারা অবাধে চুরি চালিয়ে যাবেন সেটা কি মেনে নেয়া যায়?

আসুন, প্রতিরোধ করি।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: টেক্সট ইমেজিং করে পোস্ট করলে আর কেউ কপি করতে পারবে না!!!


চোরদের কারনে লেখালেখি বাদ না দিয়ে প্রতিনিয়ত নিজের লেখার খোঁজ রাখুন!!

৭৫| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৪

রাজসোহান বলেছেন: আমি আমার লেখা ব্লগেও দিই, ফেসবুকেও দিই। ফেসবুকে প্রচুর স্ট্যাটাস চুরি হয়। আমার প্রতিটা স্ট্যাটাসই এক/দুইদিন পর সার্চ দিলে অন্যজনের প্রোফাইলে দেখতে পাওয়া যায়। বাকী সবার ক্ষেত্রেও এরকম হচ্ছে। এগুলো এখন কমন ব্যাপার হয়ে গেছে। আগে চোর ধরে ধরে ফেসবুকে পোষ্ট দিতাম, এখন আর গায়ে লাগে না। কয়জনেরটা ধরবো?

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: এক একটা পোস্ট যখন বিশ ত্রিশ জন চুরি করে তখন বলার সময় ও ধৈর্য দুটোতেই টান পরে!!


কত দিন চোরদের পেছনে ছোটা যায় বলুন!!


আমরা সবাই কম বেশি ক্লান্ত!!!

৭৬| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫

রাজসোহান বলেছেন:


ক্রিয়েটিভ চোর। মূল কবিতা এখানে সিগারেট শুয়ে আছে নীল খাম জুড়ে

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: এ রকম আরো পাবেন!!!

৭৭| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪২

রাজসোহান বলেছেন:

ক্রিয়েটিভ চোর। মূল লেখাঃ এপিটাফ অফ লাভার'স ফ্রেইগ্র্যান্স

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: :):)

৭৮| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: যদিও আমি জানি যে বর্তমান অবস্থায় চুরি কখনো বন্ধ হবে না, তারপরেও চোরের কীর্তিকলাপ ফাঁস করে ফেসবুকে আমি চুরির প্রমাণসহ স্ট্যাটাস দিয়েছি। যাদের লেখা চুরি হয়েছে, তাদের সবাইকে অনুরোধ করছি, আপনারাও একই কাজ করুন।

ধন্যবাদ ভাই বিলিয়ার রহমান।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: ভালো করেছেন!!!


ফেসবুকে আমাদের সামু ব।লগের কবি পরিষদ নামে একটা গ্রুপ আছে!! আপনি চাইলে ওখানে জয়েন করতে পারেন!! আমরা সম্মিলিত ভাবে কাজ করলে কিছু একটা লাভ হতে পারে!!

৭৯| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:



এখনো ওমেরা খালা এ পোষ্টে মন্তব্য করে নাই। :( :( আমাদের এ ওমেরা খালার মত ভাল মানুষ এ ব্লগে আর একটাও নেই। :( :( আফসোস। :P

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: এভাবে পরোক্ষ আক্রমন না করলেই নয় কি ব্রো???

৮০| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:



আমি একজন ওমেরা খালার অন্ধ ভক্ত। আপনিও কি তাই? এখানে সব চোর চোর করছে আর ওদিকে ওমেরাকে। কেউ দাদী,কেউ নানী ডাকছেন। আপনারা যারা এই দুমুখো আচরণ করছেন তাদের চরিত্র নিয়ে আমার বিস্তার সন্দেহ আছে। ক্ষমা করবেন জনাব।মনে হচ্ছে একটু বেশি বলে ফেললাম।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: আপনি একটা কাজ করেন!!

কেবল এক ওমেরা নয় তারচেয়ে বরং যারা যারা কপি করছে তাদের সবাইকে ধরে এন একটা পোস্ট দেন!!

শুধু একজনকে নিয়ে লিখলে সেটি ব্যাক্তি আক্রমন হিসেবে বিবেচিত হওয়াটাই স্বাভাবিক!!

আর ওমেরাকে কেউ যদি আপি বা অন্য কিছু বলে সম্বোধন করে তাকেতো ব্লগীয় সৌজন্যতা ভিন্ন অন্য কিছু ভাবার প্রয়োজন মনে করছি না!! সৌজন্যতা দেখানোর মানে কিন্তু এই নয় যে কেউ কপি করলে তাকে সমর্থন করা হবে!!!

৮১| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবি পরিষদ গ্রুপে জয়েন করার ইচ্ছা আছে। আসলে আমি নিজে কবিতা লিখি না তো, তাই একটু সংকোচ হয়।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

বিলিয়ার রহমান বলেছেন: আমি আপনাকে এড দিয়ে দেব!!:)

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

বিলিয়ার রহমান বলেছেন: আপনিতো অলরেডি গ্রুপের মেম্বার হয়ে আছেন???

৮২| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
আপনার প্রতিউত্তরের কথাগুলো স্কিন শট দিয়ে রাখলাম।



তাইলে আর খামাখা চুর চুর না করে। চুর ওমেরা খালাকে সৌজন্যতা দেখাই গিয়ে। আসলেই আমি একটা স্টুপিড।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

বিলিয়ার রহমান বলেছেন: মিঃ ফেরি ওয়ালা আপনাকে দৃঢ় ভাবে জানাচ্ছি যে কপি পেস্টকে আমি ঘেন্না করি!!


সেটি হোক না ব্লগে কিংবা ব্লগের বাইরে!!!

আমি একই সাথে ব্যাক্তি আক্রমনকেও অপছন্দ করি!!

আমার প্রতি উত্তরের কথা গুলো কেন স্ক্রীন শট দিয়ে রাখতে হবে আমার তা বোধগম্য নয়! তবে আপনি সেটি করতেই পারেন!!

৮৩| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১০

রোকসানা লেইস বলেছেন: ভয়াবহ কাণ্ড করেছেন।
আমরা সবাই যখন ঘুমাচ্ছি আপনি চোর ধরায় ব্যস্ত।
এক দু টা নয় একশ এক খানা লেখা। ছবি শট নিয়ে পোষ্ট চাট্টিখানী কথা নয়।
ধন্যবাদ আপনাকে এমন দারুণ কাজের জন্য।

হাসব না কাঁদব বুঝতে পারছি না।
আমার শুধু লেখা নয় ছবিসহ হুবহু মেরে দিয়েছে।
আরেকজন লেখা তো নিয়েছেই সাথে আমি হয়ে গেছে B-) সামুতে দেয়া প্রোফাইলের লেখা মেরে দিয়েছে।

ভয়াবহ কাণ্ড করেছেন।
আমরা সবাই যখন ঘুমাচ্ছি আপনি চোর ধরায় ব্যস্ত।
এক দু টা নয় একশ এক খানা লেখা। ছবি শট নিয়ে পোষ্ট চাট্টিখানী কথা নয়।
ধন্যবাদ আপনাকে এমন দারুণ কাজের জন্য।

হাসব না কাঁদব বুঝতে পারছি না।
আমার শুধু লেখা নয় ছবিসহ হুবহু মেরে দিয়েছে।
আরেকজন লেখা তো নিয়েছেই সাথে আমি হয়ে গেছে B-) সামুতে দেয়া প্রোফাইলের লেখা মেরে দিয়েছে।



চোর ধরায় ব্যাস্ত থাকলে নিজের লেখা কখন লিখবেন।
আর কষ্টের ভাবনা চোর নিয়ে গেলে কি করার আছে।
সামু ব্ললগের কবি পরিষদ নামের গ্রুপটা কোথায় পাব?
শুভেচ্ছা ভালো থাকুন

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১

বিলিয়ার রহমান বলেছেন: নিজের লেখার খোঁজ নেয়!!!


আরো অনেক চোর পাবেন হয়তো!!:)


https://www.facebook.com/groups/176951239538795/ গ্রুপের লিংক

৮৪| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

হাতুড়ে লেখক বলেছেন: সাহসী পোস্ট। এখন চোর সম্প্রদায় আবার দল গঠন করে হামলা না করে! B-)

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

বিলিয়ার রহমান বলেছেন: ভয় পেয়ে গেলাম মেয়াবাই!!:)


চোরদের পেছনে ছোটাছুটি তাইলে বাদ!!:)

৮৫| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

কাবিল বলেছেন: আমার ঘিলুতে গল্প, কবিতা বলতে কিচ্চুই নাই, তাই আমার লেখা চুরি হওয়ার সম্ভাবনা নাই। এদিক থেকে আমি নিরাপদ ;)
আর কবিদের ঘিলুতে অঘাত ভান্ডার, একটা চুরি হবে তো চারটা লিখে ফেলবে। চুরি করবি কত কর! X(( চুরি করতে করতে যদি মনে হয় দেখি না আমিও একটু চেষ্টা করে দেখি, আপনার সুবাদে যদি কবি হয়ে ওঠে B-) তাতে মন্দ কি 8-|

যাইহোক, কবিদের অনেক কষ্টের লেখা চুরি হলে খারাপ লাগবে এটাই স্বাভাবিক। যাদের লেখা চুরি হয় একটা কাজ করতে পারেন। ফেবুতে একটা ফেক আই ডি খুলে চোরদের ধরপাকড়া করতে পারেন। চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে পারেন এটা কার লেখা। এমনকি ব্লগের লিঙ্ক জুরে দিয়ে আসবেন। এতে করে হয়ত চোরের উপদ্রব কিছুটা হলেও কমবে। এমনও হতে পারে ঐ লিঙ্ক ধরে অনেক ভাল লেখকও সামুতে আসতে পারে।
আপনার পোস্টটি জানা আপু দেখে গেছেন, আশা করি ভাল একটা সমাধান দেবেন।

বিলিয়ার ভাই আপনার কষ্টসাধ্য পোষ্টটি অনেক অনেক ভাল লাগা রইল।
ভাল থাকুন, সুস্থ থাকুন সব সময়।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: আপনি যত লিখবেন চোরেরা ততই আপনার লেখা চুরি করতে থাকবে???
একটা লিখবেন পাঁচ জনে চুরি করবে!!! আর পাঁচটা লিখলে চুরি করবে পঁচিশ জনে!! এটা যেন একটা অসীম গুনোত্তর ধারা!!


জানা আপুর দ্বারা একটা সমাধান হোক এমন চাওয়াটা আমারো!:)


সুন্দর মন্তব্যটির জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি!!!:)


আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন!!:)

৮৬| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই বিলিয়ার রহমান। তাহলে আমিও এখন থেকে কবি হয়ে যাচ্ছি, তাই না? হাঃ হাঃ হাঃ।


কেউ যদি জিজ্ঞেস করে, কবিদের মধ্যে অকবি কোত্থেকে এলো? তাহলে আমি বলবো বিলিয়ার রহমান ভাই আমাকে কবি বানিয়েছেন। =p~

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: আমরা যদি আমাদের গ্রুপের নাম বদলে লেখক পরিষদ করেদেই তবে কিন্তু এই সমস্যা আর থাকছে না হেনা ভাই!!!:)


৮৭| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: লেখা চুরি বলে কিছু নেই। কাঁট পেস্ট এই আরকি!!! :(

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০২

বিলিয়ার রহমান বলেছেন: ঠিক বলেছেন!!:)


লেখাচুরি ব্যাপারটা আসলে মিডিয়ার সৃষ্টি!!!:)

৮৮| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১০

জুন বলেছেন: @শায়মা ভাবছি কালই একটি লুতুপুতু কবিতা লিখে ফেলবো । কিন্ত শব্দ আর বর্ন আমার কাছে ধরা দিচ্ছে না :( @ মনিরা সুলতানা কি দিয়ে ক্যাক করে ধরবো বলেন তো ? অনেক বছর আগে চাংখার পুলে দেখেছিলাম বাঁশের লম্বা লম্বা চটি চালান দেয় চোর ধরার জন্য । অমন একজনকে আনতে হবে যদি এখোনো ঐ পেশার গুনীনরা থেকে থাকে B-)
জানা আপার আগমনের অপেক্ষায় থাকলাম। এর একটা বিহিত হওয়া জরুরী তা যতই হাসি ঠাট্টা করিনা কেন । আর বিলিয়ার আমার লেখা চোরকে বমাল ধরার জন্য অনেক ধন্যবাদ । আমার নামের সামনে আবার ঐ বিশেষনটা জুড়ে দিছেন ক্যানো :(( আমরাতো সবাই ব্লগার । এটা আমাকে বিচ্ছিন্ন করে ফেলেছে মনে হচ্ছে । অবশ্য জার্মানী যদি যাই তাইলে ভিন্ন কথা ;)

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

বিলিয়ার রহমান বলেছেন: নামের আকার একটু বড় করে দেকানোর জন্য ঐ শব্দটা জুড়ে ছিলাম!!:)


আপনার কথানুযায়ী ওটা এখন মুছে দিয়েছি!!!:)


এবার খুশিতো!!:)

৮৯| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯

জুন বলেছেন: :)

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

বিলিয়ার রহমান বলেছেন: আমিও!!! :):)

৯০| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫২

কালীদাস বলেছেন: আমি আশা রাখছি জানা আপা ইমিডিয়েটলি ব্লগের পোস্টগুলোতে কপি করার অপশন বন্ধ করবেন।

অন্য একটা জিনিষ মনে হল তাই আবার আপনাকে বলতে আসলাম। এই যে এত আক্ষেপ থেকে এই পোস্ট করেছেন তারপরও আপনার অজান্তেই এই মেধাহীন চোরগুষ্ঠীকে একসেন্সে আপনার পোস্ট সাহায্য করছে :(( সহজে আরও লেখার ঠিকানা একসাথে পাচ্ছে কপিপেস্ট করার। সবদিকেই বিপদ /:)

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৩

বিলিয়ার রহমান বলেছেন: চোরদের কাছে সেলেব বলে কেউ নেই কালীদাস ভাইয়া!!!


ওরা প্রথম পাতার প্রায় সকল পোস্ট গন হারে চুরি করে!!!


জানা আপা একটা সমাধান অলরেডি দিয়েছেন তবে এতে করে নতুন কিছু সমস্যা দেখা দিয়েছে!!!

৯১| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

তারেক ফাহিম বলেছেন: বিস্তর জাল বুনেছেন দেখছি।

ভালো লাগলো আপনার চোর ধারার অভিনব পদ্ধতি।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১২

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য থ্যাংকু ফাহিম ভাই!!:)


শুভকামনা!:)

৯২| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮

ঝানডু বাম বলেছেন: হগলতের লেহা চুরি হইয়া যাইতাছে তয় আমগো ওমেরা আফার লেহা চোরায় চুরি করে না ক্যারে!!!
আরে এইবার বুঝবার পারছি- ওমেরা আফায় তো নিজেই মাইনষের লেহা চুরি করে। হের লাইগাই চোরায় চোরের ঘোরে ঢুইকা আর চুরি করে না!! ওমেরা আফার চুরি রক্স!!!!!

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১০

বিলিয়ার রহমান বলেছেন: ওমেরাকে আপাতত স্কিপ করেন ভাই!! আর ওনার কপি পেস্ট পোস্ট পেলে রিপোর্ট করেন!!

৯৩| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

অনিক_আহমেদ বলেছেন: বাট লাঠালাঠির সময় থাকবেনতো???? ;)
কি যে বলেন! লাঠালাঠির সময় আমি আগে বাঁশ হাতে দাঁড়িয়ে থাকব। :) আপনি পিছন থেকে মাঝে মাঝে দুই চার খান গুতা দিবেন। ;)
তখন বুঝবে মজা কাহাকে বলে।।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!!:)



আবার আসায় থ্যাংকু ব্রো!!:)

৯৪| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১

জাহিদ অনিক বলেছেন:

অ ! আমার লেখা এখনো মানুষজন চুরি করে তাহলে!
তাহলে তো আমি এখনো ভালই কবিতা লিখি মনে হয় !

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: তোইতো দেখতেছি মেয়াবাই!!!:)

৯৫| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫১

জানা বলেছেন: প্রিয় ব্লগার বন্ধুরা,

এই প্ল্যাটফর্ম থেকে লেখা চুরি করে চোরদের কবি এবং লেখক সাজা'র পথ বন্ধ করতে আমরা রাইট বাটনটা অকার্যকর করেছি যতে কপি, কাট, পেস্ট সম্ভব না হয়। আপাতত এটাই একমাত্র উপায় ছিল।

দীর্ঘদিন ধরে এই চৌর্যবৃত্তির বিরুদ্ধে পরিশ্রম করে একের পর এক পোস্টের জন্যে ধন্যবাদ প্রিয় বিলিয়াড রহমান। ভাল থাকবেন সবাই।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫২

বিলিয়ার রহমান বলেছেন: তড়িৎ একটা ব্যাবস্থা নেয়ার জন্য থ্যাং জানা আপি!!:)



পর্যবেক্ষণ পূর্বক আপনাকে এর প্রভাব জানানোর চেষ্টা করবো!!!


৯৬| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০১

জানা বলেছেন: ওহ্‌!
সবদিক টেস্ট করে একটা বড় ঝামেলা পেলাম :( । চুরি বন্ধ করতে গিয়ে নিজেদের (ব্লগারদের) অন্য সমস্যা তৈরী হয়েছে। RIGHT BUTTON disable করার পর নিজের WRITE panel থেকে কিংবা কমেন্ট বক্স থেকে কোনো লেখা কপি করা যাচ্চছেনা! এটা একটা বড় ধরণের অসুবিধা তৈরী হলে। আজ অনেক রাত হয়ে গেছে। আপাতত এই অসুবিধাটি মেনে নেয়ার জন্যে সবাইকে অনুরোধ করছি। কাল আবারও বিষয়টি নিয়ে কাজ করবো। দেখা যাক, কি সমাধান আসে।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৯

বিলিয়ার রহমান বলেছেন: আপনা আন্তরিকতার জন্য থ্যাংকু আপি!!!



এক সমস্যা সমাধান করতে গিয়ে অন্য সমস্যা হোক সেটি আমি বা আমরা চাই না!!

৯৭| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৯

সুমন কর বলেছেন: ১। নতুন পোস্টে কাট-কপি-পেস্ট অপশন রাখতেই হবে। কারণ আমরা একদিনে পোস্ট তৈরি করিনা।
২। মন্তব্যের ঘরে কপি-পেস্ট অপশন লাগবে। কারণ আমরা মন্তব্যের কিছু অংশ, মন্তব্য করার জন্যই ব্যবহার করে থাকি। কিংবা ধরুন, একটি মন্তব্য বিভিন্ন পোস্টে করার দরকার পড়ল, সেক্ষেত্রে সেটি বারবার টাইপ করে মন্তব্য করা বেশ কষ্টকর হয়ে উঠবে।

যেমন: এই মন্তব্যটিই, এ ধরনের অন্য একটি পোস্টে করার জন্য পুনরায় টাইপ করা সময় সাপেক্ষ। হয়ত করাই হবে না।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৬

বিলিয়ার রহমান বলেছেন: আপনার সাথে সহমত সুমন দা!!:)

৯৮| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২০

কালীদাস বলেছেন: যাকগে সমস্যাটা জানা আপার নজরে আছে। নিজের কনটেন্ট নিজে কপি পেস্ট করতে না পারলে নিজেই যে নিজের কাছে চোর হয়ে যাব :P

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১১

বিলিয়ার রহমান বলেছেন: নতুন ব্লগ লিখুনে রাইট ক্লিক এনাবল করে দিলে এ সমস্যাটার সমাধান হওয়ার কথা কালীদাস ভাইয়া!!:)

৯৯| ১২ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ পরিশ্রম লব্দ পোষ্ট টির জন্য । সবগুলি সমস্যার সমাধান হোক এটাই কামনা করছি।
ব্লগ তার গতি পাক সাবলিল ও সুস্থভাবে । এই ব্লগের উত্তরোত্তর উন্নতি ঘটুক যথাযথ ভাবে।

শুভেচ্ছা রইল ।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৩

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্য প্রদানের জন্য আপনাকেও থ্যাংকু প্রিয় আলী ভাই!:)



শুভকামনা!!:)

১০০| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৯৬ নম্বর মন্তব্যে শ্রদ্ধেয়া জানা আপার কথায় আশ্বস্ত হলাম।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

বিলিয়ার রহমান বলেছেন: আশ্বস্ত হলেন!!:)


যাক বাঁচালেন!:)

১০১| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

নতুন নকিব বলেছেন:



বিলি ভাই,
মনে করেছিলাম, লেখা বুঝি বিখ্যাতদেরগুলোই চুরি হয়। এখন তো দেখছি চোরদের পছন্দের তালিকায় আমিও রয়েছি। ধন্যবাদ চৌর্য্যবৃত্তি রোধে বহু পরিশ্রমের ফসল সচেতনতামূলক পোস্টগুলোর জন্য। আপনার এই অসাধারন শ্রম আর অধ্যবসায় অবশেষে আমাদের সকলের জন্য নিরাপত্তার পথ রচনায় ভূমিকা রেখেছে। সম্মানিত জানা ম্যাডামকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি, চৌর্য্যবৃত্তি রোধে রাইট বাটন অপশন ডিজ্যাবল করে সাময়িক ব্যবস্থা গ্রহন করায়। তবে, অনুরোধ থাকবে, রাইট বাটন ডিজ্যাবল করায় যে সমস্যাগুলো আমরা ফিল করছি, এবং ইতিমধ্যেই যা আলোচনায় উঠে এসেছে, অতি দ্রুত যেন তা ঠিক করে দেয়া হয়।

ভাল থাকুন।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: চোরদের কাছে সেলেব বলে কেউ নেই!!!:)

একারনেই চোরদের আমার আপনার মতো সাধারন লেখকদেরো কদর আছে!!:) ওরা সম্ভবত ডেমোক্রেসি মেন্টিন করে চলে আরকি!!:)

আপনার মতো আমিও জানাপিকে কপি বন্ধে নেয়া পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাচ্ছি! তবে এত করে যে সমস্যাগুলো আহূত হয়েছে সেগুলোর সমাধানও প্রত্যাশা করছি!:)

মন্তব্যের জন্য থ্যাংকু নকিব ভাই!!:)

শুভকামনা!!:)

১০২| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: আমি এত ফেমাস হইলাম কবে বিলি ভাই!!!

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: যেখানে স্বয়ং আমিই পেমাচ সেখানে আপনি ফেনাস না হয়ে কেমতে থাকবেন এলডর ব্রো!!! ;)

১০৩| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

রায়হান চৌঃ বলেছেন: বাপরে.... লিখা কপিয়ার সবাই কে ই লাল করে দিলেন মনে হচ্ছে :)

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৮

বিলিয়ার রহমান বলেছেন: হু সব্বাই এখন লালে লাল!!!:)


কমেন্টের জন্য থ্যাংকু ভাই!!:)

১০৪| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিশাল কর্মযজ্ঞের প্রমাণ দিলেন ভাই, আপনি যে সবাইকে নিয়ে ভাবেন আরেকবার প্রমাণ হয়ে গেল।

আল্লাহ্ আপনাকে সুস্থ সবল রাখুক,
শুভ হোক প্রতিক্ষণ।
শুভকামনা সবসময়।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৬

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই নাঈম ভাই!!!:)



আপনার জন্যও শুভকামনা!!:)}


ভালোথাকুন!!:)

১০৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭

জানা বলেছেন: ভাল খবর।

আমরা সমস্যাটি সমাধান করতে পেরেছি। অর্থাৎ চুরি ঠেকাতে RIGHT BUTTON disable korar fole আমাদের নিজেদের জন্যে রাইট প্যানেল থেকে বা মন্তব্যের ঘর থেকে কপি-পেষ্ট করতে যে সমস্যাটি তৈরী হয়েছিল তার সমাধান হয়েছে। পাশাপাশি যে মূল বিষয়ে আমরা ছিলাম অর্থাৎ চুরি বন্ধ, তাও বলবৎ আছে। মানে চৌর্য্যবৃত্তির পথটিও বন্ধ হয়েছে। :)

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৮

বিলিয়ার রহমান বলেছেন: আমাদের সমস্যা আমলে নেয়া প্লাস সে অনুযায়ী ব্যবস্থা গ্রহন করায় আপনাকে একই সাথে সামু কতৃপক্ষকে অনেক অনেক থ্যাংকস, কৃতজ্ঞতা!!:)


সামুর সাথে আছি থাকব!!:)


ভালো থাকুন, সুস্থ থাকুন জানাপি!!:)

আপনার জন্য এন্ড সামুর জন্য অনেক অনেক শুভকামনা!!:)

১০৬| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

সামিয়া বলেছেন: বাহ!! দারুন জানা আপু

বিলিয়ার ভাই আমার লেখা চুরি নিয়ে কোন আক্ষেপ নেই, এফ বি তে যারা কবিতা শেয়ার করেন তারা জাস্ট status আপডেট এর জন্য করেন, এই যুগে অনলাইনে কি চুরি হয় না বলেন!?
ইউটিউব ভিডিও গুলো শত প্রাইভেসি দেয়া সত্তেও চুরি হয়। খেয়াল করে দেখবেন ভিডিও গুলোর মাঝ বরাবর credit name লিখে দেয় আজকাল।আমি দেখেছি ভিডিও আপ্লোড হতে যা দেরি চুরি হতে এক মিনিট ও লাগেনা। একই ভাবে photography কিংবা article ও চুরি হয়। যাক সে অন্য কথা।
কবিতা চুরির সমাধান জানা আপু করেছেন এটা বিরাট ব্যাপার।

সবার পক্ষ থেকে জানা আপুকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন।।

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২২

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা চুরি একটা সমস্যা আপি!!

একটা কবিতা যখন বিশ জন ভিন্ন ভিন্ন নামে নিজের বলে দাবি করেন(পোস্ট করেন) তখন মূল লেখকেরতো ত্রাহি অবস্থা না হয়ে উপায় নেই!! লেখার আগ্রহটাও তখন আর আগের মতো থাকে না!!

সে যাগগে সমস্যার এখন একটা বিহীত হলো!! এর জন্য জানা আপিকে থ্যাংকস!!:)


মন্তব্যের জন্য ধন্যবাদ আপি!

অনেক অনেক শুভকামনা!!:)

১০৭| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫২

অপ্‌সরা বলেছেন: ১০৫. ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭ ২
জানা বলেছেন: ভাল খবর।

আমরা সমস্যাটি সমাধান করতে পেরেছি। অর্থাৎ চুরি ঠেকাতে RIGHT BUTTON disable korar fole আমাদের নিজেদের জন্যে রাইট প্যানেল থেকে বা মন্তব্যের ঘর থেকে কপি-পেষ্ট করতে যে সমস্যাটি তৈরী হয়েছিল তার সমাধান হয়েছে। পাশাপাশি যে মূল বিষয়ে আমরা ছিলাম অর্থাৎ চুরি বন্ধ, তাও বলবৎ আছে। মানে চৌর্য্যবৃত্তির পথটিও বন্ধ হয়েছে। :)


থ্যাংক ইউ আপুনি!!!!!!!!

যাক ক্লাস্ট্রোফোবিয়া থেকে বাঁচলাম!!!!! :)

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৪

বিলিয়ার রহমান বলেছেন: আমি, আমরা, সবাই বাঁচলাম!!


আরো অনেক দিন বেঁচো থাকো আপি!!:)


শুভকামনা!:)

১০৮| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১১

মলাসইলমুইনা বলেছেন: @ অপ্সরা : আমিতো ঠিক বাঁচলাম কিন্তু আপনাদের বাঁচা "পাশাপাশি যে মূল বিষয়ে আমরা ছিলাম অর্থাৎ চুরি বন্ধ, তাও বলবৎ আছে। মানে চৌর্য্যবৃত্তির পথটিও বন্ধ হয়েছে" কমেন্টস টা বুঝলাম না | তবে আপনাদের কবিতা, গল্প, আর্টিকেল বাঁচার জন্য অশেষ শুকামনা বলবৎ থাকলো | বিলি ভাই, ঘটনার সফল শুরু আর শেষের জন্য ধন্যবাদ |

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ ব্রো!!!


বোল্ট করা অংশটার মানে সম্ভবত নিজের ব্লগ লিখতে কপি পেস্টের সুবিধা পাওয়া যাবে কিন্তু অপরের ব্লগে কপি করা যাবে না!!:)

১০৯| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমরা সমস্যাটি সমাধান করতে পেরেছি। অর্থাৎ চুরি ঠেকাতে RIGHT BUTTON disable korar fole আমাদের নিজেদের জন্যে রাইট প্যানেল থেকে বা মন্তব্যের ঘর থেকে কপি-পেষ্ট করতে যে সমস্যাটি তৈরী হয়েছিল তার সমাধান হয়েছে। পাশাপাশি যে মূল বিষয়ে আমরা ছিলাম অর্থাৎ চুরি বন্ধ, তাও বলবৎ আছে। মানে চৌর্য্যবৃত্তির পথটিও বন্ধ হয়েছে।

১০৫ নম্বরে করা শ্রদ্ধেয়া জানা আপার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় হেনা ভাই!!:)

১১০| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:১৪

রোকসানা লেইস বলেছেন: হা হা হা.... ভালো বলেছেন।
আপনাদের ক্লোজ গ্রুপে রিকোয়েস্ট পাঠিয়েছি। চিনতে পারবেন আশা করছি :D

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩০

বিলিয়ার রহমান বলেছেন: শাহরিয়র ভাই আর ডানা ভাই এডমিন!!!

ওনাদের আপনার কথা বলবো!!:)

১১১| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫

ফয়সাল রকি বলেছেন: দুর্দান্ত একটা কাজ করেছেন বটে! প্রসংশনীয়।
তাই বলে আমার ৮ বছর আগের লেখার রিপোষ্টও চুরি হবে? :(

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২১

বিলিয়ার রহমান বলেছেন: চুরি কিনা হয় বলেন!!!!


ডাল চুরি হয়, তেল চুরি হয়, নুনো চুরি হয়!!

আর আপনি কিনা শংসয় প্রকাশ করলেন আট বছর আগের লেখা নিয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! B-)

১১২| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

ফয়সাল রকি বলেছেন: বিলি ভাই, আপনার পোস্টের সূত্র ধরে আমার লেখার কপি-কেট খুঁজতে গিয়ে তো হয়রান হয়ে গেলাম! হিমাদ্রী স্বপ্নীল নীলয় সাহেব তার মেঘ ছুঁয়েছে জলপদ্ম গ্রুপকে তো সামুর একটা ছোটখাটো ভার্সন বানিয়ে রেখেছে! সাবাস....

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৩

বিলিয়ার রহমান বলেছেন: আফনেতো কেবল বিসাল একটা মহাসাগরের কেবল একটা কূয়োর সন্ধান পেলেন মেয়াবাই!!!


সার্চ লাগাল মারিয়ানা ট্রেঞ্চ, আরব সাগর, লোহিত সাগর সবই খুঁজে পাবেন!!:)

১১৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১০

গেম চেঞ্জার বলেছেন: যাক, সমাধান মোটামুটি হয়েছে! :)

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

বিলিয়ার রহমান বলেছেন: কিছুটা হয়েছে!!


তবে এটি যথেষ্ট নয় গেমু ভাই!!:)

১১৪| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

জেন রসি বলেছেন: সাংঘাতিক।

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৯

বিলিয়ার রহমান বলেছেন: হু!!!


পরিস্থিতি ভয়ংকর রকমের সাংঘাতিক!!:)

১১৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আমার লেখা চুরি হয়েছে ।
মেজাজ গরম হলো। এই চোরদের কি করা যায়???

কবিতা দামী সৃষ্টি চোরেরা ওত পেতে থাকবেই....কী ভয়ংকররে বাবা!!!!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: হয় মেয়াবাই!!

আপনি খেয়াল করেননি হয়তো!!

১১৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কয়েকটা কবিতার বই বের করবো।তাও চোরদের কারণে উৎকো ঝামেলায় পড়ি কিনা ভাবছি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১

বিলিয়ার রহমান বলেছেন: ঝামেলায় পড়তে পারেন আবার নাও পড়তে পারেন!!


বই এর জন্য শুভকামনা! :)

১১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৫

খায়রুল আহসান বলেছেন: দশদিন চোরের, একদিন গৃহস্থের। সেই একদিনের অপেক্ষায় আছি।
চৌর্যবৃত্তি রোধকল্পে অনেক কষ্ট করেছেন, সময় ও শ্রম ব্যয় করেছেন, এজন্য সাধুবাদ!
পোস্টে ভাল লাগা + +

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩

বিলিয়ার রহমান বলেছেন: আমাদের একদিন এখনো আসেনি!!

আদৌ আসবে কিনা তাও জানিনা!!

প্রত্যাশা করা ছাড়া করার মতো আর কিছুই দেখছিনে কবি!!

১১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩

বিদেশে কামলা খাটি বলেছেন: বাঁচালেন। আমার কোন লেখা চুরি হয়নি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫

বিলিয়ার রহমান বলেছেন: আপনার লেখা সার্চ করে দেখা হয়নি!


সার্চ করলে হয়তো পাওয়া যেত!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.