নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
তোমার অবহেলা পেতে পেতে
একদিন তা অভ্যাসে পরিনত হয়ে যাবে।
তখন তোমার শূন্যতাকে মনে হবে একান্ত আপন
আজ যেমন আমার দীর্ঘশ্বাসের
ভূগোল জুড়ে তুমি আছো।
তখন একের পর,এক নক দিয়ে
বলব না,ব্যস্ত???
আবার এসো,আমি প্রতীক্ষায়
থাকবো তোমার।
একদিন সব সহ্য হয়ে যাবে
বন্ধ হয়ে মোবাইলে শেষবারের
মতো চেক করবো না
তুমি এলে কিনা???
তোমাকে না দেখতে দেখতে
ভুলে যাবো,আমার পরেও
তুমি কাউকে ডেকেছিলে,
দিয়েছিলে চোখের অঞ্জলি
প্রেম-অর্ঘ্য সব স্বাভাবিক হয়ে
যাবে ঠিক ঠিক।
তোমার দারুন জ্বর আমাকে
কাঁপাবে না সেদিন দেখো,
আমার কবরের সবুজ ঘাসও
একদিন তোমাকে ভুলে গিয়ে
হবে হলুদ,বিবর্ন মলিন।
১৮ ই মার্চ, ২০২০ রাত ৯:১২
Subdeb ghosh বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাজিব দাদা।
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।