![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
যদি আজ রাতে ঘুমে বুকটা থেমে যায়
ধরে নিও মানুষটি আর নেই- মরে গেছে।
সকালের নাস্তা চাইবে না,
এক কাপ চায়ের জন্য তোমাকে অযথা বিরক্ত করবে না আর কোনোদিন।
আর কখনো কবিতাও লিখবে না।
সবাইকে খবর দেয়ার আগে
আমাকে সাজিয়ে-গুছিয়ে রেখো।
খোঁচা খোঁচা দাড়িতে বিশ্রি লাগে আমাকে, পারলে মুখটা ধুয়ে সেভ করে দিও।
আয়রন করে প্রিয় হলুদ পান্জাবিটা পড়িয়ে দিও।
আমার সকালের নাশতাটা বারান্দায় রেখে দিও
চড়ুই আর কাকের জন্যে।
এককাপ চা কম বানালেও চলবে সেদিন।
বন্দি কিছু কবিতা আছে এই বুকে-
সেগুলো মুক্ত করে আকাশে উড়িয়ে দিও।
একটা সরকারি হলুদ ডেথ সার্টিফিকেট জোগাড় করে রেখো তোমার কাছে-
আমার শেষ কবিতা হিসাবে।
শোক কাটবার(যদি হয়) পর একবার সময় হলে গভীর রাতে গোরস্থানে এসো।
হাতে করে কিছু জোনাকি পোকা দিয়ে যেও গোরের উঠানে।
আর, পথটা ভালোভাবে চিনে রেখো,
আসতে হতে পারে তোমারও।
আমার এখনই শুধু জানতে ইচ্ছে করে-
বন্দি কবিতাগুলো উড়তে উড়তে কার বুকে ঢুকবে????
আর প্রিয় শরীর ছেড়ে আমি থাকবো কীভাবে????
০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০৪
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ।ভালো থাকুন,
২| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৩
নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা ।
০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০৫
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ! ভালো থাকুন,
৩| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩০
ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: অসাধারণ -চমতকার - পথ চিনে না নিলেও ওখানে যেতে হবে সকলের (শ্মষাণে বা গোরস্থানে) - কবির কবিতা অন্য কেউ বুঝবে ? কি করে উড়াবে অন্যজনে ?
০৮ ই মে, ২০২০ রাত ৯:১৪
Subdeb ghosh বলেছেন: হ্যাঁ! দাদা অন্যকোন স্বাদ পূরন না হলেও,মিত্যুর স্বাদ পূর্ন হবেই।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।