নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
দিনগুলো সব কাটছে ক্লান্তি আর বিষন্নতায়।
বুকে জমে আছে যেন অনেক অপ্রাপ্তি ও অতৃপ্তি।
নিজেকে বড় অসহায় ও দুর্ভাগা বলে মনে হয়।
যা কিছু চাই তার কিছুই আমাকে ধরা দেয় না।
আমার স্বভাব-চরিত্র, চিন্তা-ভাবনা সমাজের কাছে যেন অগ্রহনযোগ্য ও বেমানান।
অন্য সবার মতো যে বুদ্ধি খাটিয়ে ব্যক্তি কিংবা পরিস্থিতির সাথে তাল মিলেয়ে চলতে পারিনা।
অনেকে বলেন স্রোতের সাথে গা ভাসিয়ে দিলে নাকি পথ চলা সহজ হয়ে যায় ।
কিন্তু বুদ্ধিশুদ্ধিতে আমি যে আস্ত একটা বোকার মতো তা অস্বীকার করার কোন জো নেই।
আর তাই সব সময় ঠকতেও হয়।
তবে কখনো প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করিনা।
বোকা হলে যা হয় আর কি?
২৯ শে মার্চ, ২০২১ রাত ১:০০
Subdeb ghosh বলেছেন: জীবনটা যেন ছন্দহীন
হয়ে পড়েছে!
হ্রদয়ের আনন্দ -অনুভূতি গুলো
ক্রমশ ক্ষীন হয়ে পড়েছে।
গানের ভাষায়,
বাঁশি যেন আগের মত বাজেনা।
২| ২৩ শে মার্চ, ২০২১ রাত ১২:৫২
রাজীব নুর বলেছেন: আমার একটা আফসোস আমি কবিতা লিখতে পারি না।
২৯ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৯
Subdeb ghosh বলেছেন: কি যে বলেন ভাই?
এসব বলে লজ্বা দিবেন না।
আপনি সামু ব্লগের প্রান
৩| ২৩ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার জীবনের কথাগুলো যেন
সুন্দর হয়েছে
২৯ শে মার্চ, ২০২১ রাত ১:০৩
Subdeb ghosh বলেছেন: সব কিছু আমার বিপরীত,
ভাগ্য খারাপ হলে হয় যা হয় আরকি?
ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০২১ রাত ১১:৩০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কিছু টাউট বাটপার ছাড়া অনেকের জীবনই আজকে এই রকম। এই অবস্থা কতদিন থাকবে কে জানে।