নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
অনেকে ভালোবাসার মানুষটিকে টিয়া, ময়না, কলিজা, জানু ইত্যাদি
আবেগ মিশ্রিত শব্দচয়নে সম্বোধন
করে থাকে।
আমার বেলায় কেন জানি তা হয়ে উঠেনা?
আমি যে নিষ্ঠুর বা
হৃদয়হীন তা নয়।
আমার ভালোবাসার প্রকাশটা ঘটে দায়িত্ব ও কর্তব্য
পালনের মাধ্যমে।
তবে ভালোবাসার মোহে আমি কখনও অন্ধ হয়ে যাইনা।
আবার ভালোবাসার মানুষটির কোন অন্যায়-অনিয়ম ও সহজে মেনে নিতে পারিনা।
সবসময় মানুষের সাথে কেন জানি একটা আদর্শিক দ্বন্দ্বে জড়িয়ে যাই।
সেক্ষেত্রে এক্কেবারে আপনজন হলেও।
আর তাই আমি খুবই কম মানুষের ক্ষেত্রে প্রিয় বা ভালোবাসার পাত্র।
গানের সুরে বলতে হয়,
" আমি নাইবা হলাম কারো ভালোবাসায় ছন্দময়,
তবুও বেশ আছি
একেবারে মন্দ নয়।
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: এটাই ভালো।
ভালো থাকুন। প্রিয় মানুষকে ভালো রাখুন।