নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
শিরদাঁড়াটায় সমস্যা ভারি,তাইতো খুলেই রাখা
মুখটাও রোজ জ্বালাচ্ছে খুব,তাইতো মুখোশে ঢাকা।
ব্রেইন সেলগুলো বড়ই অলস,রেখেই এসেছি ঘরে
বাড়িতে ফিরেই শিরেতে চড়াবো, খেতাব জেতার পরে।
অনুভূতিগুলো হারিয়েছে সব, স্নায়ুগুলো বায়ু দোষে
কলতলাতেই মেঝেতে ছড়ানো,পরে নোবো মেজে ঘষে।
প্রতিবাদী ভাষা বিপ্লবী মন, গোপন লকারে রাখা
পোড়া মোমবাতি কলম ডায়েরী,ঘরেই রয়েছে ঢাকা।
মান হুঁশগুলো হ্যাঙ্গারে ঝোলানো, শুকোতে দিয়েছি ধুয়ে
কলার উঁচিয়ে পরে নোবো ঠিক, নতজানু হয়ে নুয়ে।
ঘুনপোকাগুলো ছোঁয়না যাদের সংক্রমনের ভয়ে
বিভূষণ-খ্যাতি-অর্থ-দম্ভ, মৃত্যু চিতায় শুয়ে।
২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬
Subdeb ghosh বলেছেন: ঠিক ধরেছেন। অগোছালো লেখাই মাথায় আসছিলো।
ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০২৩ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো মনে হলো।