নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

আমি নেই

১০ ই মে, ২০২৩ সকাল ১১:৫৯

এইযে বিশাল আনন্দ আয়োজন,
তার মাঝে এই আছি আমি,
হঠাৎ দেখবে তুমি, আমি নেই-----
কোন এক নিভৃত ক্ষণে, কিংবা নিস্তব্ধ গোপনে,
হারিয়ে গিয়েছি আমি দূর সীমানায়।
তখন কি তোমার চোখের কোণায়
একটু ব্যথার কাজল জমবে না?
ব্যথায় হবেনা নীল হৃদয়ের কোণ?
আমি কি ছিলাম না তোমার আপন?

এই আমি চিরদিন নাও বেয়ে উজানের পথে,
যখনই পেলাম পথ, হঠাৎ এই সময়ের রথে
দিল ফুটো করে, আর তাই এই উৎসবের রাতে,
মগ্ন যখন সবে আপন আলয়ে,নিঃশব্দচারীর মত
আমি আজ ফিরে চলে যাই।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২৩ দুপুর ১২:০৬

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর আবেগময়

০১ লা আগস্ট, ২০২৩ রাত ১০:২৭

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই মে, ২০২৩ দুপুর ১২:২২

ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: যাত্রা শুভ হোক।

০১ লা আগস্ট, ২০২৩ রাত ১০:২৮

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ

৩| ১০ ই মে, ২০২৩ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০১ লা আগস্ট, ২০২৩ রাত ১০:২৮

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ।

৪| ১০ ই মে, ২০২৩ দুপুর ১:১৮

জগতারন বলেছেন:
সুন্দর কবিতা !
আমার খুব ভালো লাগলো ।
কবির প্রতি সুভেচ্ছা, জানাই।

০১ লা আগস্ট, ২০২৩ রাত ১০:২৮

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.