নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

আমি ভালো নেই।

২১ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৫৫

এই বদ্ধ ঘরে আমার দম বন্ধ আসে!
সারাদিন পরে ক্লান্ত শরীর নিয়ে যখন নীড়ে ফিরি,
চারদিক কেবল শূন্যতা আর শূন্যতা!

কোথাও যেন কেউ নেই,জীবন যুদ্ধে নিজেকে এক আপাদমস্তক ব্যর্থ সৈনিকের ন্যায় আবিষ্কার করি!

এদিকে দিন যায়,মাস যায়;অথচ কেউ জানে না-আমি ভালো নেই!

এই অন্ধকার ঘরে আমার ভীষণ ভয় লাগে!
জীবিত হয়েও মনে হয় মৃত হয়ে পড়ে আছি কোথাও!

চিৎকার করে ডাকি,কেউ সাড়া দেয় না!
কেউ আলো নিয়ে এ ঘরটাতে আসে না!
হয়তো আমার ডাক কারো কান অবধি পৌঁছায় না।

এই জনস্রোতে আমার নিজেকে বড্ড একা লাগে!
চারদিকে কতশত মানুষ, তবুও যেন কেউ নেই আমার!
পরিচিত মুখও বড্ড অচেনা লাগে,দেখা হলেই কুশল বিনিময় করে পাশ কাটিয়ে চলে যায় যে যার ঠিকানায়।

একটু বলা হয় না,“টং এর দোকানে বসে কারো সাথে একটু গল্প করতে ইচ্ছে করে।
ইচ্ছে করে চিৎকার করে তাকে বলি,“আমি যে ভালো নেই!”
কিন্তু কে শুনবে আমার কথা?কে চায়ের কাপে আড্ডা দিবে আমার মতো নগন্য মানুষের সাথে?
কারো শোনার সময় হয় না!আমি ভালো নেই শুনে,আমার জন্য হায়-হুতাশ কিংবা আক্ষেপ করার মতো কেউ নেই এই পৃথিবীতে!

এদিকে সকাল গড়িয়ে দুপুর হয়,দুপুর গড়িয়ে সন্ধ্যা।আবার সেই অন্ধকার ঘরে ফেরার পালা!

ফিরে আসি সেই চিরচেনা ঘরে।সবকিছু অগোছালো,অপরিষ্কার,
নোংরা ঘরে ঢুকতেই দম বন্ধ হয়ে আসে আমার!

ময়লায় কুচকুচে কালো হয়ে যাওয়া বিছানার চাদরটা সরিয়ে,নোংরা বালিশটা সিথানে দিয়ে দুচোখ বন্ধ করতেই দেখি;চারদিকে কেমন অন্ধকার,মনে হয় এই বুঝি আমি আর নেই পৃথিবীতে!

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪১

ফুয়াদের বাপ বলেছেন: প্রবাসে প্রায়ই এই একাকীত্ব-শূন্যতা অনুভব করি। কবিতার পরতে পরতে যেনো নিজেকে খুঁজে পেয়েছি।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫০

Subdeb ghosh বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন।

২| ২১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:১৪

বাকপ্রবাস বলেছেন: কবিতার সব ক্লান্তি অন্ধকার দূর হয়ে যাক

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৯

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৩| ২১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৫৯

শাওন আহমাদ বলেছেন: কি দারুণ লিখলেন ভাই! দিনশেষে আমরা সবাই যে যার মতো একা! ভীষণ একা!!

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৮

Subdeb ghosh বলেছেন: সত্যিই তাই,দিনশেষে বড় একা আমরা সবাই।

৪| ২২ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫০

Subdeb ghosh বলেছেন: ভালো থাকুন।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৪

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ ভাই,
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.