নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার চোখে জল

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৪

কখন যে নিঃশব্দ পায়ে ফিরে গেছে বিকেলের রোদ,
তোমার ছায়ায় পরিকীর্ণ এই মন এখন উদ্বাস্তু...

আমার মনে হচ্ছে তোমার দুই কাঁধে দুটো ডানা লাগিয়ে দিই
তুমি উড়ে যাও তোমার নিজস্ব পথে
এই মুহুর্তে.. মনে হচ্ছে তুমি আমার প্রেমে বন্দী
এই মুহুর্তে তোমাকে মুক্তি দিই...

মানুষ চিরকালই স্বার্থপর..
কত নীলাভ স্বপ্ন ভেঙে দিয়েছে শুধু নিজের ইচ্ছে পূরণের জন্য
আমারও তাই মনে হয়.. তোমায় আটকে রেখেছি আমার প্রেমে.... আমার ভ্রমে...

মাঝে মাঝে চোখ তুলে দেখি
নিঃসীম নীল আকাশ, কত কোটি বছরের জমা অভিমান
আমার ইচ্ছেরা বার বার হেরে গেছে...
হেরে গেছে আমার বাল্য স্মৃতি
সখী, আজ আর বলব না পাশে থাকো
বলব না দু বিনুনির কুন্তল বিলাসে এসে আমার বুকে গড়িয়ে পড়
বলব না তোমার পদ্ম-কোরকের মত হাত দিয়ে,
আমার মাথার চুলে বিলি কেটে দাও
আজ আমার ভালোবাসার বুকে গৈরিক পতাকা
আজ আমার ভালোবাসার চোখে নীল...

আমার ভালোবাসার চোখে জল।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব ভালো লাগলো কবিতাটি

২| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.